নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

..

গুগুয়া

.

গুগুয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু আজব বিটের গান

২৫ শে জুন, ২০১০ রাত ১০:০০

আমরা সাধারণত যেসব গান শুনি ( বাংলা বা ইংরেজী ) তার বেশীরভাগ ই দেখা যায় ৮ বিট বা ৬ বিটের। বিট বলতে বোঝায় কতক্ষণ পর পর একটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট করছে সেটা। কম গান ই দেখা যায় বেজোড় বিটের। আমি কিছু বেজোড় বিটের গানের লিঙ্ক দিলাম এখানে। বেজোড় বিট এই জন্যে কম, কারণ এতে তাল কাটার সম্ভাবনা বেশি। কেন বেশি আমি জানি না, তবে আমার ধারণা মানব মস্তিষ্ক জোড় বিট এ সহজ বোধ করে। আমার কাছে খুব আজব এবং পারদর্শী লেগেছে এরকম কিছু বেজোড় বিটের গান :



চাই না ভাবিস - এটা ১১ বিটের গান।



চিলতে রোদ - এটা ৭ বিটের গান। আমার খুব প্রিয় একটা গান।



বৃষ্টি রাতে - ৫ বিট।



একদিন - আমার হিসাবে এটা ২৫ বিটের গান।



আজ জোছনা রাতে সবাই গেছে বনে - ৭ বিটের একটি রবীন্দ্র সঙ্গীত।



রবীন্দ্রনাথ আর নজরুল বিট নিয়ে অনেক কাজ করেছেন। আর ভারতীয় ক্ল্যাসিকাল সঙ্গীত এ বিট এর ভ্যারিয়েশন দেখা যায় অনেক। আমার সঙ্গীত বিষয়ে জ্ঞান সীমিত, পড়াশোনা জানা মানুষেরা ভাল বলতে পারবে কে কে এটা নিয়ে কাজ করেছেন।



মেটালিকার কিছু গানে বিটের ভ্যারিয়েশন দেখেছি আমি, আরো অনেক গানেই হয়তো আছে, খেয়াল করা হয় নি। অর্ণবের চাই না ভাবিস এলবাম টা তে বিট নিয়ে প্রচুর সফল এক্সপেরিমেন্ট করা হয়েছে বলে আমার দাবি। আরো কোন অড( বিজোড় ! ) বিট এর গান পেলে লিঙ্ক পোস্ট করতে পারেন যে কেউ।

মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১০ রাত ১০:৩১

স্বপ্নকথক বলেছেন: ২৫ না, সাড়ে ১২ বলতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.