নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে করে শুধু ঘুরে বেড়াই।যদি ঘুরে বেড়ানো ছাড়া আর কোন কাজ না থাকতো,কি মজাই না হতো।

চৌধুরীও

নিজের ইচ্ছেমত চলছি,নিরন্তর চলেই যাচ্ছি। এচলার শেষ কোথায়?

চৌধুরীও › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা।

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকেই আব্বু,বড় ভাই দের সাথে ঘোরাঘুরি শুরু।ভাইদের সাথে দেশের অনেক যায়গায় ঘুরেছি।কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একা,বন্ধুদের সাথে,আত্নীয় পরিচিতদের সাথে ঘুরে বেড়িয়েছি। কির্ম জীবনে ঢোকার পর সেই ঘোরাফেরা সীমিত আকার ধারন করে।ইদানিং হয়না বল্লেই চলে।
খুব ইচ্ছেকরে বেড়িয়ে পড়ি,ছুটে যাই কোন নদীর ধারে,কোন এক পাহাড়ের কোলে,প্রকৃতির মাঝে।যেখানে আমার মত করে একটু শ্বাস নেব,ঘুরে বেড়াব।কিন্তু অনেক প্রতি বন্ধকতার কারনে পারছিনা।
প্রকৃতি একটু সুযোগ দাও,ব্যস্ত জীবন একটু ছুটি দাও।
আবার পিছনে ফিরে একটু দেখে আসি অনেক কিছু, এমন কিছু যা দেখা হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.