নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপারওয়ার্ল্ড

আমার ফ্যাক্টরি

চয়ন

কলঙ্কের মাতাল প্রলাপে লুন্ঠিত আলো, উৎকর্ষের মৌনতায় একজন আমি।

চয়ন › বিস্তারিত পোস্টঃ

সিগারেট। এলার্জি। মুক্ত করুন নিজেকে।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩২

সিগারেট খাওয়া ছেড়ে দিতে চাচ্ছেন......?

খুব ভাল পদক্ষেপ। তবে দীর্ঘদিন ধুমপান করার পর ছেড়ে দিতে চাইলে মাত্র কিছুদিন আপনাকে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন ঃ

১. সিগারেট খেতে ইচ্ছা করবে।

২. ক্ষুধা লাগবে বেশী।

৩. কাশি হতে পারে।

৪. মাথায় চিন চিন ব্যাথা অনুভব করবেন ।

৫. কোন কিছুতে মনোযোগ দিতে কষ্ট হবে।

৬. মনে হবে গলায় ইনফেকশন হয়েছে।

৭. ঘুমাতে গেলে ঘুম আসতে দেরী হবে।



তবে কথা আছে, এই সবগুলো সমস্যা সবার যে হবে তা কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্যাগুলো আপনার সামনে দেখা দিতে পারে তাও মাত্র খুব অল্প সময়ের জন্য।



একটি কৌতুক ঃ

জলিলঃ দোস্ত, হ্যাব্বি কষ্টে আছি।

মদন ঃ কেন, কি অইসে?

জলিলঃ সিগারেট ছাড়তে পারছি না।

মদন ঃ ও এই কতা, আমি তো ১০০ থেকে ২০০ বার ছাইড়া দিছি।



আসলে সিগারেট ছাড়াটা কোন ব্যাপার না। শুধু যে ছেড়েছেন এটা ধরে রাখাটাই ব্যাপার। তবে আপনি দৃড়প্রতিজ্ঞ থাকলে কোন কিছুই কোন ব্যাপার হয়ে দাড়াবে না আশা করি। তাহলে জেনে নিন সিগারেট ছেড়ে দিলে কি হবে ঃ

সিগারেট ছাড়ার ঃ-



২০ থেকে ৩০ মিনিট পর ঃ

রক্তচাপ কমবে। হৃদপিন্ডের স্পন্দন। হাত ও পায়ের তাপমাত্রা বাড়বে।



৮ থেকে ১০ ঘন্টা পর ঃ

রক্তে অক্সিজেনের পরিমান বাড়বে আর কার্বন-ডাই-অক্সাইড এর পরিমান স্বাভাবিক অবস্থায় নেমে আসবে।



২৬ থেকে ৩০ ঘন্টা পর ঃ

হার্ট এটাকের সম্ভাবনা কমে আসবে। রক্তপ্রবাহ স্বাভাবিক হবে।



৪৮ থেকে ৫০ ঘন্টা পর ঃ

স্বাদ ও ঘ্রান নেওয়ার ক্ষমতা ফিওে আসবে। øায়ুতন্ত্র স্বাভাবিক ভাবে কাজ করা শুরু করবে।



৭২ থেকে ৭৫ ঘন্টা পর ঃ

অতিরিক্ত ধুমপানের ফলে আপনার শ্বাসনালির যে সংকোচন ঘটেছিল তা স্বাভাবিক হয়ে যাবে।



৯০ থেকে ১০০ দিন পর ঃ

এখন আপনারর্ ক্ত সঞ্চালন স্বাভাবিক হবে। এক্সারসাইজ টলারেন্স স্বাভাবিক হবে। তবে কারো কারো এটা ১৫-২০ দিনের মধ্যেই হতে পারে।



২৫০ থেকে ২৭০ দিন পর ঃ

কাশি ও সাইনাসের জট কমবে। ফুসফুসে সিলিয়ার নতুনজন্ম নেবে। ফুসফুসের মিউকাস নিয়ন্ত্রন ক্ষমতা বাড়বে। ফুসফুসের ইনফেকশন কমে যাবে এবং অনেক পরিস্কার হয়ে যাবে।



৩৫০ থেকে ৩৬৫ দিন পর ঃ

যারা ধুমপান করে তাদের তুলনায় আপনার হৃদরোগে মৃত্যের সম্ভাবনা নেমে আসবে অর্ধেকে। সিগারেটখোররা আপনার তুলনায় দ্বিগুন হৃদরোগে আক্রন্ত হবে।



সিগারেট ছাড়ার ৫ বছর পর ঃ

যারা ধুমপান করে তাদের তুলনায় আপনার ফুসফুসের ক্যান্সারে মৃত্যের সম্ভাবনা নেমে আসবে অর্ধেকে।



সিগারেট ছাড়ার ১০ বছর পর ঃ

ফুসফুস, এসোফেগাস, কিডনি, ব্লাডার, অগ্নাশয় ও মুখ-গহবরের ক্যান্সারের সম্ভাবনায় আপনি চলে আসবেন একজন অধুমপায়ী মানুষের কাছাকাছি।



বন্ধুগন, আসুন আমরা মাদকের চেয়েও বড় নেশা ছেড়ে দিয়ে সুস্থ সুন্দও জীবনযাপন করি আর আমাদের আশেপাশের মানুষগুলোকেও বাচাই।

আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি দুইমাস হতে যাচ্ছে, আসুন আজ আপনিও ছেড়ে দিবেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মানুষ সিগরেট খেয়ে কি মজা পায় বুঝি না। সিগরেটে গন্ধ শুনলেই কেমন যেনো শরীর খারাপ লাগে

**বন্ধুগন, আসুন আমরা মাদকের চেয়েও বড় নেশা ছেড়ে দিয়ে সুস্থ সুন্দও জীবনযাপন করি আর আমাদের আশেপাশের মানুষগুলোকেও বাচাই।**

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৫

চয়ন বলেছেন: আসলেই এটাতে যে কি মজা আমি বুচ্ছি.... এল্লাইগ্গাইতো ছাইড়া দিচি।

২| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৬

লাল দরজা বলেছেন: খুব খুব ভালো কাজ করছেন। আমি সিগারেট ছেড়েছি আজ এক বছর দুই মাস হল! আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫০

চয়ন বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অভিনন্দন।

৩| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২

নিরব হাসি বলেছেন: ভাল।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৪

চয়ন বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৫

ধ্রুবমেঘ বলেছেন: প্রিয় তে।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৪

চয়ন বলেছেন: অশেষ ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৫

টিনটিন বলেছেন: এক বছরের কাছাকাছি হল সিগারেট ছেড়েছি ... কষ্ট হত আগে এখন আর হ্য় না :) সুন্দর পোষ্ট ... শুভেচ্ছা আপনাকে ।

১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১

চয়ন বলেছেন: আপনাকে অনেক অভিন্ন্দন। ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৫

সায়েম মুন বলেছেন: কিছুদিন আগেওদৈনিক এক প্যাকেট সিগারেট ধ্বংস করতাম। এখন অর্ধপ্যাকেটে চলছে। আস্তেআস্তে মাইনাস করছি, দোয়া রাখবেন পুরোটাই যেন মাইনাস করতে পারি।
-------------------
পোস্টের জন্য ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৪

চয়ন বলেছেন: আমি দোয়া করব। ইনশাআল্লাহ্

৭| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬

শ্রাবনের ফুল বলেছেন: ভাল লাগলো জোশিলা লিখছেন, অবশ্যই প্রিয়তে

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৫

চয়ন বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

৮| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৬

স্বপ্ন-বয়ান বলেছেন: ভালো পোস্ট।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬

চয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৯| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চমতকার পোষ্ট।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৩

চয়ন বলেছেন: ধন্যবাদ

১০| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১২

ফিউশন ফাইভ বলেছেন: সিগারেট ছাড়ার পর কোনো কিছুতে মনোযোগ দিতে কী ধরনের সমস্যা হতো আপনার? এটা কাটালেনইবা কিভাবে? একটু ডিটেইলে বলেন।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯

চয়ন বলেছেন: আমি যখন সিগারেট ছেড়ে দিলাম তখন সমস্যা হইসে কিসুদিন কিন্তু এটা কাটায়া উটতে পারসি.... মুখে বিস্বাদ লাগবে.... মাথা গরম হবে.... সিগারেটের গন্ধ নাকে আসলে খেতে ইচ্ছা করবে.... এর বদলে অন্য কিছু খান... যেমন চা, চুইং গাম ইত্যাদি।

১১| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:১২

শারফুদ্দীন হোছাইন বলেছেন:
১০০ বার ছাড়ছি ৩০০ বার ধরছি

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯

চয়ন বলেছেন: হা হা হা......এইডাই তো আমগোরে মারসে...

১২| ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৮

দেয়াল বলেছেন: ছাড়তেছি, ধরতেছি। কি করি বলেনতো? ওই মাইনাস পলিসি কোন কাজের না। লালনের গান ই আবার গাইতে হবে 'আর কি এই পাপীর ভাগ্যে/দয়াল চাদের দয়া হবে?'

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪২

চয়ন বলেছেন: আজকে ছেড়ে যদি কালকে বা পরশু খেয়ে ফেলি তাহলে আর ছাড়া হলোনা..... তাই দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে.... মনের উপর জোর খাটাতে হবে। আসলে সবাই যা করতে পারেনা তা করাই মানেইতো সবার চেয়ে আলাদা আর সবার চেয়ে বেশী স্মার্ট (অবশ্যই ভাল কাজ)। তাহলে ভেবে দেখুন এই বাজে নেশা ছেড়ে দেওয়া ভাল কাজ নাকি মন্দ কাজ।

১৩| ১৪ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০০

অলস ছেলে বলেছেন: +

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩

চয়ন বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:২৫

ফারা তন্বী বলেছেন: ভাল লাগলো! একজনের উপর এ্যাপ্লাই কোরবো ।;)

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১১

চয়ন বলেছেন: ধন্যবাদ। পারলে মোর দ্যান একজনের উপর কইরেন।

১৫| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৩৩

হাসান মাহবুব বলেছেন: এইসব সিগারেটের বিরুদ্ধে অপপ্রচার। রিপুর্ট কর্লাম :D

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১২

চয়ন বলেছেন: অপপ্রচার না..... সুপ্রচার....

১৬| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৪

ফারা তন্বী বলেছেন: হামা ভাইয়া আমি আপনারে রিপোর্ট করলাম;);)

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:০২

চয়ন বলেছেন: এতদিনে বলা যায় " ভালো লাইগলো"

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮

শয়তান বলেছেন: হে হে হে । লাভ নাই ছাইড়া । সবই লস ।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৪

চয়ন বলেছেন: তাই নাকি..???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.