নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: চঞল মাহমুদ

যারা বার বার ভূল করে,আমি তাদেরই একজন,স্বপ্নহীন মানুষ হিসেবে বেঁচে আছি.প্রতিটি জীব সৃষ্টির পেছনে প্রকৃতির একটি উদ্দেশ্য থাকে.সব সময় চাই যেন তার ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারি.আমি স্রষ্টাকে খুঁজিনা.আমি আমাকেই খুঁজিয়া বেড়াই.

মো: চঞল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শবে কদরের কিছু কথা

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

আজ পবিত্র শবে কদর,সেই মহিমান্বিত রাত৷



শবে কদর আরবিতে লাইলাতুল কদর।

এর অর্থ অতিশয় সম্মানিত ও

মহিমান্বিত রাত বা পবিত্র

রজনী। আরবি ভাষায়

‘লাইলাতুন’ অর্থ

হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’

শব্দের অর্থ সম্মান, মর্যাদা,

মহাসম্মান। এ ছাড়া এর অন্য

অর্থ হলো—ভাগ্য, পরিমাণ ও

তাকদির নির্ধারণ করা।

ইসলাম ধর্ম অনুসারে, এ

রাতে মুহাম্মদের অনুসারীদের

সন্মান বৃদ্ধি করা হয়

এবং মানবজাতির ভাগ্য

পুনর্নির্ধারণ করা হয়। তাই

মুসলমানদের কাছে এই রাত

অত্যন্ত পুণ্যময় ও

মহাসম্মানিত

হিসেবে পরিগণিত। ইসলাম

মতে, আল্লাহ তাআলা এই

রাত্রিকে অনন্য

মর্যাদা দিয়েছেন এবং এই

একটি মাত্র রজনীর ইবাদত-

বন্দেগিতে হাজার মাসের

ইবাদতের চেয়েও অধিক

সওয়াব অর্জিত হওয়ার

প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শবে কদরের গুরুত্ব সম্পর্কে কুরআনে বলা হয়েছে



নিশ্চয়ই

আমি তা (কোরআন)

অবতীর্ণ করেছি কদরে

রাতে। আর কদরের রাত

সম্বন্ধে তুমি কি জানো?

কদরের রাত হাজার মা

অপেক্ষা শ্রেষ্ঠ।

সে রাতে ফেরেশতারা ও

রুহ অবতীর্ণ হয় প্রত্যেক

কাজে তাদের

প্রতিপালকের

অনুমতিক্রমে। শান্তিই

শান্তি, বিরাজ

করে উষার আবির্ভাব

পর্যন্ত। (সূরা আল-কদর,

আয়াত (1-5)

কদরের রাত্রের যাবতীয়

কাজের ইঙ্গিত দিয়ে এ রজনীর

অপার বৈশিষ্ট্য

সম্পর্কে আল্লাহ

তাআলা পবিত্র কোরআনের

অন্যত্র ঘোষনা করেছেন,

“ হা-মীম! শপথ

সুস্পষ্ট

কিতাবের,

নিশ্চয়ই

আমি তা (কোরআন)

এক মুবারকময়

রজনীতে অবতীর্ণ

করেছি, নিশ্চয়ই

আমি সতর্ককারী।

এ রাতে প্রত্যেক

গুরুত্বপূর্ণ বিষয়

স্থিরীকৃত হয়।

(সূরা আদ-দুখান,

আয়াত: 1-4)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.