![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দোনেশিয়ার
হ্যাকাররা নিজেদেরকে পৃথিবীর
সেরা হ্যাকার মনে করে। তাদের
মতে ইন্দোনেশিয়ার কোন সাইট হ্যাক
করা সহজেই সম্ভব না। এমন দাবির পর
হঠাৎ করেই বাংলাদেশের
সরকারি সাইট হ্যাক করতে শুরু
করেছে ইন্দোনেশিয়ার হ্যাকাররা।
বাংলাদেশের সরকারি-
বেসরকারি প্রায় ২০০ ওয়েবসাইট
হ্যাক করেছে ইন্দোনেশিয়ার
৪টি হ্যাকার গ্রুপ। বাংলাদেশের
হ্যাকারদের পক্ষ
থেকে তাদেরকে নিষেধ করার পরও
তারা তাদের
হ্যাকিং পরিচালনা করতে থাকে।
এর প্রতিবাদে ‘বাংলাদেশ গ্রে হ্যাট
হ্যাকারস’ ইন্দোনেশিয়ার
সরকারি সবগুলো সাইটসহ প্রায় ১
হাজার ওয়েবসাইট হ্যাক করেছে। এর
মধ্যে আছে জাতিসংঘের স্থানীয়
ওয়েবসাইট, বিখ্যাত
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা,
ইন্দোনেশিয়ার বিখ্যাত ওষুধ
কোম্পানি, টেলিভিশন, রেডিও,
পত্রিকার ওয়েবসাইট রয়েছে।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের ৩
জন এডমিন ইন্দোনেশিয়ায় সাইবার
অ্যাটাক শুরু করলে প্রথম মিনিটেই মাস
গান ডিফেসার দিয়ে ৬২০টি সাইট
হ্যাক করে ফেলে। তারা একটি সার্ভার
অ্যাটাক করার মাধ্যমে ইন্দোনেশিয়ার
সবগুলো সরকারি সাইট হ্যাক
করতে সক্ষম হয় বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের
হ্যাকারদের দাপটে ইন্দোনেশিয়ার
হ্যাকাররা পিছু হটতে শুরু করেছে।
তবে বাংলাদেশের হ্যাকারদের
কাছে যেহেতু তাদের সার্ভার রয়েছে,
তাই আজ রাতে ইন্দোনেশিয়ায় আরও বড়
ধরণের সাইবার আক্রমণের পরিকল্পনার
খবর পাওয়া গেছে।
বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস-এর
দাবি, তারা ইতোমধ্যে হ্যাক
হওয়া বাংলাদেশি ওয়েবসাইটের ৮০
শতাংশ রিস্টোর করতে সক্ষম হয়েছে।
সুত্র: সায়েন্সটেক
©somewhere in net ltd.