নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে জানিনা তবু লিখতে এসেছি বোকার মতো। লেখক হতে হলে আগে পাঠক হতে হয়। তাই একজন পাঠক রুপেই এসেছি এই ফ্লাটফর্মে।

চিন্তা চেতনা

চিন্তা চেতনা › বিস্তারিত পোস্টঃ

আমার চিন্তা চেতনা বড়ই দুর্বল

০২ রা মে, ২০১৬ দুপুর ২:৩৯

লিখতে জানিনা তবু লিখতে এসেছি বোকার মতো।
লেখক হতে হলে আগে পাঠক হতে হয়।
তাই একজন পাঠক রুপেই এসেছি এই ফ্লাটফর্মে।

আমার চিন্তা চেতনা বড়ই দুর্বল। একটু সবল করতেই এই ফ্লাটফর্মে আমার এই আসা।
হয়তো ভাল লেখক হতে পারবনা কিন্তু ভাল একজন পাঠক হতেতো পারবো আপনাদের সঙ্গ পেয়ে।

আমার প্রথম পোস্টেই বুঝতে পারছেন আমি কতটা বোকা। আমার চিন্তা চেতনা কতোটা দুর্বল।
এই বোকামি ও দুর্বল চিন্তা চেতনাকে একটু গসামাজা করে যদি কিছুটা উন্নত হতে পারি বলেই এই ফ্লাটফর্মে আসা।
আমার বিশ্বাস আমি সর্বচ্চ ১বৎসর এই ফ্লাটফর্মে আপনাদের সঙ্গতা পেয়ে আর বোকা থাকবোনা।
আর দুর্বল থাকবেনা আমার চিন্তা চেতনা।

জয় হোক সামহুয়ার ব্লগের, জয় হোক সামহুহার ব্লগের ব্লগারদের।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমাদের ভুবনে আপনাকে সু-স্বাগতম।

শুভ ব্লগিং হে প্রিয় চিন্তা চেতনা।

২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৩:০১

চিন্তা চেতনা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.