| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন ভাবি তুমি নেই আমার জীবনে তখন আমার চোখ দিয়ে অজরে অস্রু বেড়িয়ে আসে।আমি তা আটকাতে চাইলে ও তা আটকাতে পারিনা।আমি কোন দিন কল্পনা ও করতে পারি নাই যে তুমি আমার সাথে এমন করবে।তোমাকে ভুলতে চাইলে তুমি আমার মাঝে আরো বেশী বসবাস করো।তোমার কি একটু ও কষ্ট হয়না আমার জন্য।তুমি কি এতো নিস্টুর হলে আমার জন্য।আমি কি ক্ষতি করেছি তোমার তুমি আমায় এতো বড় সাজা দিলে।কেন তুমি আমার জীবনটাকে নষ্টের দিকে টেলে দিলে।আমিতো চেয়েছিলাম সুখে দুঃখে তোমাকে নিয়ে আমার বাকিটা জীবন কাটাব।তুমিতো আমায় এই সুজোগটা ও দেওনা।আসলে তুমি কি চাইছ আমার কাছে তা আমি বুঝতেছি না।তবে একটা জিনিষ আমায় তুমি দাও আর সেটা হচ্ছে কষ্ট। তুমি আমায় খুব বেশী কষ্ট দিতে পছন্দ কর তাই না?কষ্ট কি জন্য দাও? তোমাকে ভুলে যাওয়ার জন্য, এটা কোন দিন ও সম্বব না।তোমাকে কখন ভুলতে পারব না sk,তোমারী মাঝে আমার জীবন লোকিয়ে আসে।তুমি ছাড়া আমি এই পৃথিবীতে বাচা খুবই কষ্ট কর হয়ে যাবে।এটা তুমি যান তারপর ও আমাকে খুব বেশী কষ্ট দাও তুমি।আসলে এখনো আমি তোমাকে বুঝে উটতে পারি নাই।কিছু কিছু সময় তুমি আমায় এমন ভালবাস বুঝা যায় যে তুমি আমার হাতে সগ তুলে দিয়েছ আর কিছু কিছু সময় এমন কর যেন আমার হাতে নরক তুলে দিয়েছ। কেন তুমি এমন কর?
২|
২৭ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪১
চিন্তা চেতনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৫
অনন্যা ইসলাম বলেছেন: ভালো লাগলো