![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে একজন আদর করে ঘুড্ডি ডাকে। কোন প্রেমিক নয়, বন্ধু।
আরেকজন ডাকে পাখি। সেও বন্ধু।
আমার পাখিই পছন্দ।
ঘুড্ডির নাটাই থাকে আর কারও হাতে। আমি সারাজীবন শুধু নিজের মত থাকতে চেয়েছি। আমি নিজের জগতের সম্রাজ্ঞী। আমাকে কেউ নাটাই হাতে ঘোরাবে তা কি হয়? তাই আমার পাখিই ভাল লাগে। ডানা মেলে উড়ে চলা। নিজের ইচ্ছায় যেখানে খুশি সেখানে।
কিন্তু আজ পাখির মন খারাপ। অনেক খারাপ। তাই মন খারাপের ৃষ্টি তে ভিজে চুপসে থাকা কাক পাখি আজ আশ্রয় নেবে এক চেনা গাছের ডালে। যে গাছটি সব সময় তার ডালপালা পাতা মেলে রাখে পাখিটির জন্য।
পাখিটি অনেক দুষ্ট। সব সময় গাছের কাছে আসেনা। পাছে ঘর বাঁধার স্বপ্ন জাগে।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
শহুরে কাউয়া বলেছেন: সোনাবালি ভাই আমার তাই তো ওই গাছের ছায়া মাড়াইনা।
কিন্তু আজ বড় ক্লান্ত এই শহুরে কাক
একটু আশ্রয় যে বড় দরকার তার।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮
সোনাবালি'র আপন ভুবন বলেছেন: ডাল চিনে বাসা বেধ পাখি; নইলে এই একটু মন খারাপের আশ্রয় স্থল আজীবনের মন খারাপের কারন হয়ে দাঁড়াবে !!
শুভ কামনা!!