![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই খাচার ভেতর অচিন পাখি খালি বের হবার পথ খুজতাসে।
ক্যান যে তারে বাইন্ধা রাখি। ক্যান যে তারে বাইর হইতে দেয়না
মাইনসে কয় মার কথা ভাব, সংসারের কথা ভাব।
আমি কই আমি নিজের কথাই ভাবি না। তাগো কথা ক্যামনে ভাবি।
আমার কি কুন অধিকার আসে নিজেরে ভাল না বাইসা তাগো ভাল বাসুম?
এইডা কি হয়?
বিরিজ থিকা লাফাইয়া পড়ি
টেরেইনে কাডা পড়ি
নদীত ডুইবা মরি
বাসের তলে পইরা যাই
ঘুমের অসুদ খাই
কত কিছু মনে লয়। আমার মন খালি কামড়াই। অচিন পাখি চইলা যাইতে চায় এই আট কুঠুরী নয় দরজার পুরান ঘর তার আর মনে ধরে না।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
সুহান সুহান বলেছেন: