নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হলেম ক্যাকটাস মানব, আর অভিযোগহীনতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাবার চেষ্টায় আছি FB: Nazmul Hasan Nero

The Man of No Complain! - http://nhnero.info

› বিস্তারিত পোস্টঃ

ফেলুদা, শার্লক হোমস এবং পাঠক হিসেবে আমার মতামত

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আমি সত্যজিৎ এর সমান বড় নই। তাঁর কাজের সমালোচনা করার সাহসও আমার নেই। কিন্তু আমি পাঠক। যেহেতু আমি তাঁর ফেলুদা পড়েছি। সেহেতু আমি তাঁর পাঠক। এবং পাঠক হিসেবে অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আছে।
সেই পাঠক মতের বিচারে ফেলুদাকে আমার গোয়েন্দা গল্প মনে হয় নাই কখনোই। কারণ??? হ্যাঁ কারণে আসছি এবার।
কারণটা হল "ডিডাকটিভ মেথড"। ডিডাকটিভ মেথড নামটা শুনলেই যে কেউ একবাক্যে বলে বসবেন, গোয়েন্দা গল্পে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আমার কাছে এই জিনিসটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, গোয়েন্দা গল্পের ক্ষেত্রে। এবং ডিডাকশন মেথড ছাড়া একটা গল্প কিভাবে গোয়েন্দা গল্প হয় সেটা আমার ঠিক বুঝে আসে না।
কিন্তু এটা ডিডাকটিভ মেথডের তেমন কোন ছিঁটেফোঁটাও ফেলুদাতে পাওয়া যায় না। ফেলুদা যা করে: অঘটন ঘটে, ফেলুদার ঘাড়ে সেটা সলিউশনের দায়িত্ব পড়ে, ফেলুদা করে ফেলে সেটা। কিন্তু ফেলুদা কিভাবে সেটা করলো তার কোন খবর নেই।
ঠিক কোন সূত্রগুলো থেকে ফেলুদা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো, সেই ডিডাকটিভ মেথডের প্রয়োগ ফেলুদাতে খুব একটা দেখাই যায় না।
অন্যদিকে শার্লক হোমসের দিকে তাকাই। শার্লক হোমস প্রত্যেকটা কেস সলিউশনের পর তার ডিডাকশন প্রসেসটা ব্যাখ্যা করে আগাগোড়া। কিন্তু ফেলুদাতে সেটা দেখা যায় না খুব একটা। তবে হ্যাঁ থ্রিলার গল্পের সবই আছে ফেলুদাতে। পুরো গল্পেই যথেষ্ট থ্রিল অনুভব করতে পারা যায়। সে হিসেবে ফেলুদা হল একটা থ্রিলার ক্যারেকটার, তবে শার্লক হোমসের মত গোয়েন্দা নয়....। আমি অন্তত মানতে নারাজ।

N.B:
১. এটা আমার পাঠক হিসেবে মতামত, লেখক হিসেবে নয়।
২. সত্যজিৎ রায়ের মত বড় মানুষের কাজ নিয়ে সমালোচনা করার আপনি কে টাইপের কথা-বার্তা বলা থেকে বিরত থাকুন।
৩. যুক্তি সহ এবং সহনশীলতার সাথে ছাড়া কেউ কোন কমেন্ট করবেন না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

দরবেশমুসাফির বলেছেন: কারণটা হল "ডিডাকটিভ মেথড"। ডিডাকটিভ মেথড নামটা শুনলেই যে কেউ একবাক্যে বলে বসবেন, গোয়েন্দা গল্পে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আমার কাছে এই জিনিসটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, গোয়েন্দা গল্পের ক্ষেত্রে। এবং ডিডাকশন মেথড ছাড়া একটা গল্প কিভাবে গোয়েন্দা গল্প হয় সেটা আমার ঠিক বুঝে আসে না।

সে হিসেবে ফেলুদা হল একটা থ্রিলার ক্যারেকটার, তবে শার্লক হোমসের মত গোয়েন্দা নয়


এবসুলেটলি রাইট।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বলেছেন: ধন্যবাদ অনেক, সহমত প্রকাশের জন্য.............

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

শার্লক_ বলেছেন: হুম ঠিক। আমি যখন ছোট বেলায় ফেলুদা পড়তাম তখন এই ব্যাপারটা মাথায় ঘুরপাক খেত।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

বলেছেন: আমারও আসলে অনেক আগে থেকেই খেতো কিন্তু কখনো বলার সাহস হয় নাই। আজকে সাহস করে বলেই ফেললাম.............

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

গ্রিন জোন বলেছেন: view this link সব গোয়েন্দা সিরিজের মা-বাবা।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

গ্রিন জোন বলেছেন: সাইমুম সিরিজ পড়ুন। সব গোয়েন্দা সিরিজের মা বাবা

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

এহসান সাবির বলেছেন: হুম!

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

রাজীব বলেছেন: শার্লক হোমসের ধারে কাছেও কেউ নেই।

তবে ফেলুদাও খারাপ না।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

আরণ্যক রাখাল বলেছেন: ফেলুদা ছোটদের জন্য লেখা| কিশোরদের| তাদের মাথায় এসব খেলেনা| যদিও বড়রা পড়ে| আর ভাবুনতো রুপকথার গল্পগুলোর কথা| এ বয়সে যদি পড়তে বসেন, যুক্তিতর্ক উড়ে এসে মজাটাই নষ্ট করে দেবে|
ফেলুদা একটা হিরৌইক ক্যারেকটার, সেখানে গোয়েন্দার চেয়ে একজন হিরোকে বেশি দেখানো হয়েছে| অবশ্য বাংলার বেশিরভাগ সিরিজ ক্যারেকটারই হিরৌইক| মাসুদরানা যেমন| বয়স চিরদিন একই, ২৭ বোধহয়|

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

বলেছেন: এই কথাটা তো আপনার মুখে প্রথম শুনলাম যে ফেলুদা হিরোইক ক্যারেকটার। কিন্তু সেই জন্মের পর থেকে জেনে আসতেছি ফেলুদা গোয়েন্দা, ডিটেকটিভ।
যদি হিরোইকই হয় তবে তাহলে গোয়েন্দা পরিচয় দিয়ে এই ফাঁকি কেন....?

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

রাজীব বলেছেন: মাসুদ রানা আমার অল টাইম ফেবারিট।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

বলেছেন: মাসুদ রানা আবার কেন জানি আমার ভালো লাগে না। অবশ্য এটা একেবারেই আমার ব্যক্তিগত ভালো লাগা না লাগা আর কি।

১১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

কমরেড নীল বলেছেন: আমি সত্যজিৎ এর সমান বড় নই।????????????????

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

বলেছেন: কি বুঝাইতে চাইলেন বুঝলাম না...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.