![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
ঢেউ!! কেমন যেন আবেগময় একটা শব্দ। যদিও শব্দখানা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যেমন ধরুন সংগ্রামী জাতি তুলে আন্দোলনের ঢেউ, আবার কারো কারো জীবনে লাগে প্রেমের ঢেউ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঢেউয়ের সাথে জলের সম্পর্ক বড্ড ঘনিষ্ঠ।
যায় হোক, আসল কথায় আসি।
অস্ট্রেলিয়ান একজন ফটোগ্রাফার, নাম ওয়াররেন কীলান। বছরের পর বছর অক্লান্ত কসরত, মেহনত করে তার ক্যামেরায় সেই ঢেউকে বন্দী করেছেন। জলের সাথে বাতাসের খেলা আর আলোর কারসাজি ধরতে ভদ্রলোক ১৫ মিমি ফিস আই লেন্স ব্যবহার করেছেন।
আসুন, ভয়ংকর সৌন্দর্যের সংজ্ঞা খুজে পাওয়া যায় কিনা দেখি!
১) হংস হয়ে ভাসি আবার অস্থির চঞ্চলতায় ঝাপিয়ে পড়ি তোমার বুকে!
২) সেজেছিলাম আদিম এক প্রাণী ড্রাগনের রূপে।
৩) সবুজ ঘাগরা অঙ্গে, মস্তকে হীরক মুকুট। দাঁড়িয়েছি আমি আপন গরিমায়! ছোঁওত আমায়!
৪) খোদাই করে তোমার বুকে, আঁকি স্বপ্ন আলপনা।
৫) বিশ্ব খুঁজে, আনো শ্রেষ্ঠ অলংকার। আমার সোনার অঙ্গে সবই নির্বিকার!
৬)দহনের যাতনায় আর চাই না থাকিতে তোমার আশ্রয়ে, এই যে পাখা মেলেছি উড়ে যাব সীমানা ছাড়িয়ে!
৭) বজ্জাত মানুষ তোমরা পেটে শুধু কুৎসিত ঘূর্ণি আর প্যাঁচ! দ্যাখো আমার ঘূর্ণিতে কত মায়ার সাজ!
৮) মোরা খেলি লুকোচুরি বিস্তৃত আকাশের তলে, শৈবাল আর সূর্যরশ্মির মিলনরেখায়।
৯)রেখেছি মরণ ফাঁদ পেতে, আমার স্ফটিক চোখের মায়ায়!
১০)হে দিবাকর, আমার আদিম কালের সখা! জানি দেখা হবে তবু বিদায় কেন এত বিষাদের!
১১) মাঝে মাঝে ইচ্ছে জাগে, পেঁজা তুলো মেঘের বেশে গড়িয়ে পড়ি সৈকতের সীমানায়।
১২) হার্ট মি ওয়ান্স, আই উইল কিল ইউ টইস!!
১৩) বেদনার নীল মায়া যখন আমার পিছু নেয়, দ্যাখো কেমন উথলে উঠি। পাই নাকো ভয়,ওকে আমি স্বাগত জানাই।
১৪) হতাশার দেশে বাড়ি আমার, হাহাকারের ভিটায় বসত। তাইতো কখনো পাইনা শান্ত হওয়ার ফুসরত!
১৫) বেলাশেষে ফিরে এসে পাইনি তোমায়, শেষ বিকেলের ছায়া কাঁপে যেখানে!
১৬)ঝিলমিল ঝিলমিল নদীর জলে ঢেউ খেলিয়া যায় রে../ স্পার্কিং ওয়াটার ব্রেসলেট
১৭) পদ্মার ঢেউ রে..../ আই অব ব্লু ওয়াটার ...
১৬, ১৭ নং ছবিতে পাঠক প্রদত্ত ক্যাপশন দেওয়া হয়েছে, যে কেউ চাইলে আরো ক্যাপশন দিতে পারেন। (ক্যামনে কি ঘটিয়াছে আমার ক্ষুদ্র মস্তিষ্ক ধরিতে অপরাগ )
view this link
view this link
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৮
ক্লে ডল বলেছেন: ১৬, ১৭ কি ক্যাপশন দিব খুঁজিয়া খুঁজিয়া না পাইয়া আপনাদের উপর ভার অর্পণ করিলাম! আর আপনি কিনা চোখ টিপ মারিয়া দৌড় দিলেন!
আন্তরিক মন্তব্যে প্রীত হইলাম সাহসী ভাই! ভাল থাকুন।
২| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
নতুন বিচারক বলেছেন: চরম হইছে ভ্রাতা
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১০
ক্লে ডল বলেছেন: বিজ্ঞ বিচারক, কৃতজ্ঞতা গ্রহণ করুন!
৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: বাহ!!!!!!! সৌন্দর্য্য!!!!!
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ শায়মা আপু।
৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪০
পুলহ বলেছেন: ছবিগুলার সৌন্দর্য পূর্ণতা পেয়েছে আপনার দেয়া ক্যাপশনগুলোর কারণে।
১৬,১৭ থাকুক না ক্যাপশনছাড়া! অনেক সৌন্দর্য আছে, যেগুলো ব্যাখ্যা না করাটাই ভালো। নীরবতাই সে সৌন্দর্যের প্রাপ্য সম্মান।
++++++
(আমি পোস্টের শিরোনাম দেখে মনে করছিলাম বুঝি ফানপোস্ট টাইপের কিছু একটা হা হা)
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭
ক্লে ডল বলেছেন: যথার্থ বলেছেন! ১৬, ১৭ তাহলে ব্যাখ্যাতীতই থাক!
আসলে হয়েছে কি জানেন, আমার মনে হল পোষ্টে বেশি বিষাদ প্রকাশ পেয়েছে, যতটা আমি চায়নি। তাই ব্যালেন্স করার জন্য শিরোনাম একটু ফানি দিতে চেয়েছিলাম। তাতো দেখছি একেবারে ফান পোষ্টের শিরোনাম হয়ে গেছে!
এক কাজ করি, চেঞ্জ করে দেই।
শুভকামনা রইল আপনার জন্য!
৫| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে দেবে সে ক্যাপশান
দেখে অপরূপা ঢেউ;
আমি কৈ সে শায়মাপু
যদি থাকে কেউ..........
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৮
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য থেকে নতুন শিরোনাম দিলাম!
শায়মা আপু দেবে ক্যাপশন?
সে ত বাহ বলেই, করেছে প্রস্থান!
৬| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮
জেন রসি বলেছেন: সার্ফিং করতে পারলে কাজের কাজ হইত!
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৭
ক্লে ডল বলেছেন: হায় হায়! ডুবে মরার সাধ হয়েছে বুঝতে পারছি!
৭| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @জেন রসিঃ
বুকে বল আছে বটে
সার্ফিংএ সখ;
আমি হেথা ডরে মরি
বুকে ধকধক।
২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২
ক্লে ডল বলেছেন: জেন রসির কথা শুনে, আমিও হেথা ডরে মরছি!!
৮| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬
শায়মা বলেছেন: আমি!!!!!!!!!! ক্যাপশন!!!!!!!!!!!
কত ক্যাপশন হতে পারে!!!!!!!!!
ঝিলমিল ঝিলমিল নদীর জলে ঢেউ খেলিয়া যায় রে .....
পদ্মার ঢেউ রে .........
আরও আরও কত কিছু......
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৪
ক্লে ডল বলেছেন: সাব্বাস!!! দারুন!!
৯| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! কি অপরুপ সৌন্দর্য্য !
কিন্তু কথা হলঃ
যদি একবার এর মাঝে পড়ে কেউ,
হাজার জনমের সাধনায় তাকে ছাড়বে না এ নদীর ঢেউ !
মরিতে হবে ঢেউ এর বুকে,
কেহ হবে না বিপদের বন্ধু সেই সুখে বা দুখে ।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
ক্লে ডল বলেছেন: এই ঢেউয়ের মাঝেই মানুষ পড়তে চায়। উপরেই দেখুন না জেন রসিকে।
আসলে মানুষ যে সুন্দরের পূজারী! একবার এই ফটোগ্রাফারের কথায় ভাবুন না, কতটা শ্রম দিতে হয়েছে ঢেউয়ের সৌন্দর্যকে বন্দী করতে!!
আর হ্যা! সার্ফিং এ এক্সপার্ট না হয়ে আপনার আমার মত সাধারণ লোক এই ঢেউয়ের মাঝে পড়লে খাবি খেতে খেতেই মরতে হবে।
১০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: ক্যাপশন আর ছবি মিলিয়ে ভালো লাগল।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ!!
শুভেচ্ছা জানবেন।
১১| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ভয়ানক ও শান্ত সুবোধ ডেও এর সাথে মিল রেখে ক্যাপশন
সে যে এক দারুন একশন । হলাম পেরেশন তবু দিতে
পারিনি ১৬-১৭ এর জন্য কোন উপযুক্ত ক্যাপশন ।
নাহি কোন অভিমান দিয়ে গেলাম শুভেচ্ছাখান ।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৪
ক্লে ডল বলেছেন: এ ঢেউয়েরা ত শান্ত না, সুবোধ শান্ত হলে যে ঢেউ হওয়া যায় না!
তুলে রাখলাম শুভেচ্ছাখান, মনের মণিকোঠায়।
১২| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি দেখে ক্যপশন পড়ে বলার কিছুই নাই, শুধুই একরাশ মুগ্ধতা।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৯
ক্লে ডল বলেছেন: আপনার মুগ্ধতাকে অনুপ্রেরণা হিসাবে নিলাম!
ভাল থাকুন সারাক্ষণ।
১৩| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন:
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪
ক্লে ডল বলেছেন:
১৪| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬
অশ্রুকারিগর বলেছেন: ওয়াও ! ঢেঊয়ের কতো রুপ।
১২ নং টাতো ইউনিকর্নের মতো লাগে।
ক্যাপশনগুলো পারফেক্ট হয়েছে। ১৬, ১৭ কৃত্রিম লাগতেছে।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০০
ক্লে ডল বলেছেন: কৃত্রিম লাগুক আর যাই লাগুক ঐ ছবি তুলতেই বেশি শ্রম দেওয়া লাগছে সম্ভবত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৫| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২
অদৃশ্য বলেছেন:
১৬) স্পর্কিং ওয়াটার ব্রেসলেট ১৭) আই অব ব্লু ওয়াটার ... চলবে ??
চমৎকার সব ঢেউয়ের ছবি... খুব ভালোলাগা...
শুভকামনা...
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫
ক্লে ডল বলেছেন: হ্যাঁআআআ! খুব চলে!(হ্যাঁ সূচক মাথা ঝাঁকানোর ইমো)
আপনার জন্যও শুভকামনা রইল!
১৬| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: উদ্ভট সুন্দর।
২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ক্লে ডল বলেছেন: হুম। আন্দোলিত সুন্দরও বলা যায়!
১৭| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
আমিই মিসির আলী বলেছেন: মারত্মক সব ছবি!
+
২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ক্লে ডল বলেছেন: ফটোগ্রাফারের মেধা এবং শ্রমও মারাত্মক!
১৮| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০
মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি
২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
ক্লে ডল বলেছেন: শ্রম দিলে যেকোন সাধারণ জিনিসও দারুন হয়ে ওঠে আপু!
১৯| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
অরুনি মায়া অনু বলেছেন: কি আপরূপ আল্লাহ্র সৃষ্টি।
ছবিব্লগ চমৎকার হয়েছে।
২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ক্লে ডল বলেছেন: যাবতীয় প্রসংশা সেই সৃষ্টকারীর!!
২০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়ঙ্কর সুন্দর যাকে বলে!
২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫
ক্লে ডল বলেছেন: উদ্ভট, ভয়ংকর, আন্দোলিত সুন্দর।
২১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৯
জুন বলেছেন: ক্লে ডল আপনার তুলে ধরা ছবিতে ঢেউগুলো দেখে মিতালী মুখার্জীর একটি গানের কথা মনে পড়লো। "ওগো সাগর, ছোট এ ডিঙি নিয়ে ভেসে যাও, ঢেউ যেন তীর ছুয়ে ছুয়ে যায়.... " ফটোগ্রাফারকে অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ সুন্দর শেয়ারের জন্য।
+
২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪
ক্লে ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!
ভাল থাকুন, সারাক্ষণ।
২২| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল ,
ভয়ংকর সৌন্দর্যের কোনও সংজ্ঞা থাকেনা তবুও তুমুল ঢেউয়ের সেই ভয়ংকর সৌন্দর্যকেই ছোট্ট ক্যাপশানে তুলে ধরেছেন । মানানসই ।
সহব্লগার "জুন" এর মতো আমারও একটা গান মনে পড়লো ----------
তীর ভাঙা ঢেউ আর
নীড় ভাঙা ঝড়,
তারি মাঝে প্রেম যেন
গড়ে খেলাঘর ...............।
৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩
ক্লে ডল বলেছেন: পোষ্টটা তৈরির সময় আমারও ঢেউয়ের অনেক গান মনে পড়েছে। তার মধ্যে অন্যতম,
" আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউ এ চেপে
নীল জল দীগন্ত ছুঁয়ে এসেছ।"
আপনার জন্য শুভকামনা রইল।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সামিয়া বলেছেন: ওরে বাব্বাহ!! এ তো বিশাল ব্যাপার স্যাপার!!! অসাধারন!!!"
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
ক্লে ডল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইতি সামিয়া!
২৪| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: এত্তো এত্তো অপূর্ব, অসাধারণ সব ছবি, সত্যিই অপরূপা! (শিরোনামটা যথার্থ!)
ছবির ক্যাপশনগুলো বড় সুন্দর দিয়েছেন! বিশেষ করে ৯ আর ১২ নম্বরের ক্যাপশন দুটো বেশী ভাল লেগেছে।
আপনি প্রতিমন্তব্যগুলো মন দিয়ে করেন, এটাও ভাল লাগে।
পোস্টে ত্রয়োদশ ভাল লাগা + +!
০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩
ক্লে ডল বলেছেন: পুরনো পোষ্টে মন্তব্য পেলে, মনে হয় টাইম মেশিনে করে অতীতে চলে গেছি। ভাল লাগে।
ক্যাপশন ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।
আন্তরিক শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সাহসী সন্তান বলেছেন: কড়া ফ্লেভারে মেশানো চমৎকার ছবি ব্লগ! এক একটা ক্যাপশন যেন এক একটা কবিতার লাইন! ১২ নাম্বারটা মনে হচ্ছে যেন কোন বাঘ বা সিংহ জাতীয় প্রাণী হুংকার ছাড়ছে! আর ১৪ নাম্বারে মনে হচ্ছে যেন ট্রেন আসছে!
তবে ১৬ এবং ১৭ আসলেই মাথার উপ্রে দিয়া গেল! আমি ১৬ ও ১৭'র কোন ক্যাপশন না দেখে কেবল মন্তব্য ভাজতে ছিলাম যে, জিগাবো-'ঐ দুইটার ক্যাপশন দেন্নাই ক্যান?' ঠিক তখনই নিচের লেখাটা চোখে পড়লো!
ছবি ব্লগ ভাল্লাগছে, সাথে উপস্থাপনাটাও! বেশ বিনুদিত হইলাম! শুভ কামনা রইলো!