| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
না , কোনোকিছুই নেবোনা 
শিশির মেশানো দোয়েলের শিস
মাচাঙ্গে ঝুলে থাকা বরবটি শিম
পূর্নিমা তিথির জোছনা
মেঠোপথে বিছানো দুর্বার পাটী - এসব কোনোকিছুই নেবোনা।
তোমাদের ভালবাসা নেবোনা
বিত্ত-বেসাত নেবোনা
উচ্ছাস নেবোনা 
আনন্দ নবোনা
ঘৃনা যদি দিতে চাও নেবো।
চুষ-কাগজের মত কলংকের দাগ যত চুষে নিতে চাই
রেখে যাওয়া বড় কথা- এটা হল  আসল কামাই।
©somewhere in net ltd.