![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কী ভাই পাঠান ? এতই মাথা খাটান
রাত্রি-দিনে এই ঝামেলা কেমন করে ঘাটান?
আপনি কুলীন ? সৈয়দ সাহেব হাড্ডিতেও দাম
আম্রা জানি ইন্তাজ আলী তোমার বাবার নাম।
চৌধুরীগণ মানুষ খাসা, খাস্লতে খানদানি
নামের ঝাঁফি ভিন দেশীদের কল্যাণে আমদানি।
খান সাহেবের খাতির ভাল জমিদারের সাথে।
বলতে পারেন? কী হয়েছে ? তালুকদারের তাতে?
মীর বাড়িতে জমির আলী সেদিন খেল মার
সামনে পেয়ে দেয়নি সালাম দোষ ছিল এই তার।
দফাদারের ছেলের সাথে তাফাদারের মেয়ে
মিল যদি হয় চলুন তবে কথা বলি যেয়ে।
শিকদারেরা রসিক নাকি যাচ্ছে না ঠিক বলা
রহিম শেখের সাথে কঠিন নয়তো মোটেই চলা।
নামের সাথে এত্তো এতো পদবীদের জোরে
বলুন দেখি ভাবতে গেলে কার না মাথা ঘুরে?
©somewhere in net ltd.