![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা বুড়ো হতে চায়না
আশির উপর বয়স তবু বিশের খায়েস যায়না ।।
কেউবা বলে বাড়ে বয়স কেঊবা বলে কমে
বাড়ুক কমুক যা-ই ঘটুক ছাড়বে না তো যমে
বুঝেনা সে মাঘের মাসে কোকিলে তো গায় না।।
ফল পাকিলে মিটা লাগে ,পাকলে মানুষ তিতা
আপন ঘরেই শত্রু বাড়ে, দূরে থাকে মিতা
বাতের ব্যাথায় কাতর তনু আপন খোরাক পায়না।।
মতিগতি ঠিক থাকেনা ভীমরতিটার জোরে
নিত্য যেনো অগ্নিদাহ নিজের অন্তপুরে
হা-হুতাশে রশীদ মরে মুখ খুলে তো কয়না।
©somewhere in net ltd.