![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঁত নাই বেঠার দাঁত গজালো
কামড় খেয়ে প্রাণটা গেলো ।
অন্ন দেখে দিবে ঘি
পাত্র দেখে দিয়ো ঝি ।
অব্রাহ্মনের দীর্ঘ ফোঁটা
শূণ্য খুলি মাথা মোটা।
অবাক করলো নাকের নথে
কাজ নেই আর কানবালাতে।
একেই বলে কলিকাল
ছাগল চাটে বাঘের গাল।
অভাবে স্বভাব নষ্ট
অর্থে নষ্ট ছেলে
অতি দামের খাবার নষ্ট
লবন ছাড়া তেলে।
আগাছাই বেশি বাড়ে
নকল সোনাই নজর কাড়ে।
আগে তিতা শেষে মিঠা
জীবন তো নয় রসের পিঠা।
নিজের বুঝ তো পাগ্লেও বুঝে
সকল কাজে কিন্তু খুঁজে।
নিজের ভিতর থাকলে চোর
পিতৃবিশ্বাস অনেক দূর।
ময়না ছেড়ে ফিঙ্গে পোষা
আম না পেয়ে আঁটি চোষা।
ইজ্জতের নাম বাপের নাম
বান্ধা ঝাপির অনেক দাম।
©somewhere in net ltd.