![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন আতরে গন্ধ যাবে
কোন মলমে ব্যথা
আবর্জনায় হোচট খেলে
বিশ্ব মানবতা
কোন সলিলে গোসল দিলে
সাফ হবে গো মন
গাত্রদাহ করবে শীতল
কোন সে সমীরণ
রাত পোহালেই দিনের কসম
রক্তহোলি খেলা
ক্রমান্বয়ে হচ্ছে বিলীন
শিশুর ধুলো-খেলা
ভয়ে থাকি এই বুঝি বা
পড়ল বোমা ছাদে
স্বপন ভাঙ্গা দুঃখ নিয়ে
কার না পরাণ কাঁদে ?
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য প্রেরণার উৎস
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯
রেজওয়ান করিম বলেছেন: সুন্দর হয়েছে
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: মন্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১
ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর ছড়া,খুব ভাল লেগেছে!
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
তরুক মকতো বলেছেন: চমৎকার হয়েছে।