নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

clingb

clingb › বিস্তারিত পোস্টঃ

উনুন থেকে রাজপথে: আগুন

০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৫

Click This Link

এই খবরটা পড়ে শিরিন ও শাহীনকে যে কেউ লোভী, অমানুষ বলে গালি দিতে পারে।

কিন্তু এই খবরটা অন্য পত্রিকায় অন্যভাবেও এসেছে-

Click This Link



বাস্তবতা হচ্ছে- আমাদের গরীব মানুষগুলো আসলেই এত অসহায়, তাদের বেঁচে থাকার অবলম্বন এতই সামান্য যে তাদেরকে কে যে কেউ যেভাবে খুশি ব্যবহার করতে পারে।



আমাদের একটা বিরাট জনগোষ্ঠী- যারা সত্যিকার অর্থে দিনে এক বেলাই হয়তো রান্না করে। তাদের ঘরে উনুনে আগুন জ্বলা মানে- এক বাটি গরম ভাত, একটু উষ্ণ তরকারী। আগুন দেখলে তাই সেখানে আনন্দ জমে মনে। আগুন সেখানে অভুক্ত শিশুর মুখে খাবার তুলে দেয়ার আনন্দ আর আরেকটি দিন বেঁচে থাকার সুখ।



উনুনের আগুন জ্বালাতে গিয়ে এদের অনেকেই রাজপথে আগুন লাগানোর কাজে ব্যবহৃত হয়ে যাচ্ছে। ২০০-২০০০ টাকার জন্য এদেরই কেউ হয়তো বোমা ছুড়ে মারছে বাসে।



অনেকেই শেয়ার করছে বোমা মারতে গিয়ে গ্রেফতার হওয়া কারো কারে বক্তব্য- শিবির টাকা দিয়েছে, অমুক এলাকার অমুক বিএনপির নেতা টাকা দিয়ে বলছে- ওইখানে বোমা মার!



এটাই কী স্বাভাবিক নয়? শিবিরের সভাপতি বা সেক্রেটারি কিংবা ছাত্রদলের সভাপতি কী নিজে গিয়ে বোমা মেরে আসবে? বোমা মারবে অজানা কেউ-ই। যার কাছে ২০০ টাকার মূল্য আছে।



যারা এই খবরগুলো শেয়ার করছেন- তাদের কাছে এই অমানবিক দিকটি ধরা পড়লেও যে কারণে এই অবস্থায় পড়লো দেশ সে বিষয়টি একেবারেই উপেক্ষিত। বর্তমান খেয়াল-খুশি মার্কা সরকারের অমননীয় অবস্থানও যে এর জন্য সমানভাবে দায়ী এই ব্যাপারটা মোটেই বিবেচনা করতে রাজী নয় তারা।



আগুনে পুড়ে যাওয়া এক গৃহবধু ক্ষোভে শেখ হাসিনার কাছে বলেছে- "আমরা অসুস্থ সরকার চাই না।"

ক্ষমতার মোহ আসলেই অসুস্থ করে দিয়েছে অনেককে। এ এক ভয়ানক ব্যাধি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.