![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাবি
বুঝি আমার জন্যই সব আয়োজন তোমার।
সুপুষ্ট শরীরে সুশোভন সাজ
রক্তাভ ঠোট, ঝলমল চুল
আর সুমিষ্ট ঘ্রাণ পারফিউম নিয়ে হঠাৎ উড়ে আসা আচল
সব
ভাবি সবই আমার জন্য তোমার।
অথচ তুমি আলাদা মানবী এক।
কেবল নিজের জন্যই সুসজ্জিত হতে পারো তুমি।
হয়তো ঠাণ্ডা বাতাসেই আজ একটু বেশি রাঙা ঠোট
এবং জেসমিন সৌরভ শৈশব থেকেই পছন্দ তোমার
তাই তোমার শরীর জুড়ে ভুরভুর শুভ্র ফুলের সুগন্ধী।
তুমি যে আলাদা কেউ
কেবল নিজের জন্যই তাই ওটুকু খুব বেশি কিছু নয়
আমি প্রায়ই ভুলে যাই তা।
আর প্রায়ই তাই ভুল ভালোবাসার সংকেত বাজে মনে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০
স্বপ্নবাজ তরুণী বলেছেন: যে আপনার কবিতার অনুপ্রেরণা সে না জানি কতই সৌভাগ্যবতী
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।