![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি অনৈতিক বা অন্যায্য কাজ করে পার পেয়ে গেলেই তা নৈতিক এবং ন্যায্য হয়ে যায় না। একাত্তুর সালে যারাই অপরাধ করেছে তারা যেখানেই যেভাবে ভালো থাকুক সেটা ন্যায্য নয়। যা অপরাধ তা চিরকালই অপরাধ। হুমায়ূন আজাদের একটা উক্তি অনেকটা এমন- আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও তা আবর্জনাই থেকে যায়।
গত কয়েকদিন ধরে কয়েকটা খবর বেশ কৌতূক জন্ম দিচ্ছে- ভারতের পর এবার রাশিয়াও স্বীকৃতি দিলো সরকারকে। কী বিভৎস খবর!! অথচ এগুলো সরকার সমর্থকরা গর্বিত বুকে জানানও দিচ্ছেন।
তবে এই জানান দেয়ার মধ্যে একটা ভালো বিষয়ও আছে। সেটা হচ্ছে তাদের অপরাধবোধ। তারা জানেন যেটা হয়েছে সেটা অন্যায়। অতীতে নির্বচনের পর বিদেশী দেশগুলো সরকারকে অভিনন্দন জানাতো আর এখন সমর্থন দিচ্ছে কী-না সেটাই হয়ে গেছে বড় বিষয়।
এই সমর্থন আদায় করার জন্য এখন সরকার কী কী করবে? সবই করতে পারে। পৃথিবীর তাবত জবরদস্তিপ্রবন শাসকেরা যা যা করেছেন তার সবই করতে পারেন। এবং বলাবাহুল্য সেগুলো কোনটাই দেশের স্বার্থে হবে না। হবে যাদের সমর্থন কিনছেন তাদের স্বার্থে।
ঠিক একারণেই একটি দেশে নৈতিকভাবে শক্তিশালী একটি সরকার থাকতে হয়। যাতে বিদেশীদের সাথে যেকোন আলোচনায় দরকষাকষিতে সে শক্ত অবস্থানে থাকতে পারে।
আমরা ৪২ বছর পূর্বের স্বাধীনতা সংগ্রামের কথা বলতে বলতে বলতে আরো কত বছরের জন্য স্বাধীনতাকে অন্যের দয়ারপাত্র বানিয়ে ফেলছি সেটা হয়তো এই মুহূর্তে ভাবাই হচ্ছে না।
কিন্তু আমাদের ভাবা উচিত। ভীষণভাবে ভাবা উচিত। এই যে লোকগুলো এখন ক্ষমতা আকড়ে আছে এরা অনেকটা সিন্দাবাদের ভুতের মতো। একবার নানান বাহানায় কাধে চড়ে বসলো তো আর নামবে না। হাজার পীড়াপীড়িতেও নামবে না।
কিন্তু তাদের দূর্নীতি তাদের দেশের স্বার্থবিরোধী কার্যকলাপ কিন্তু সীমাহীন। সেগুলো সূর্যের মতোই দৃশ্যমান। কিন্তু আমরা সেগুলো দেখেও নির্বিকার।
তার মানে সুযোগটা আমরাই দিলাম তাদের। কেন দিলাম? দিলাম আমাদের রাজনৈতিক দাসত্বের কারণে। মাই পার্টি-রাইট অর রং। এই অবিবেচনা কট্টর জাতীয়তাবাদীদের থাকে দেশের জন্য- মাই কান্ট্রি রাইট অর রং। সেটার এক ধরনের রূপ। ধরেই নিলাম বিবেক টিবেক বিসর্জন দিয়ে দেশের পক্ষে একসাথে থাকলাম। বলাবাহু্ল্য এটা ভীষণ ধ্বংসাত্মক পৃথিবীর জন্য। পৃথিবীর অনেক সংঘাতের পেছনে দায়ী এই কট্টর জাতীয়তাবাদ।
কিন্তু রাজনৈতিক দল বা ব্যক্তিতে গিয়ে যখন এই বিবেচনহীনতা ঠেকে তখন দেশের সর্বনাশ অনিবার্য। এটাকে অন্ধ দলীয় দাসত্ব বলা যায়। দল যা-ই করছে তাতেই সমর্থন দিচ্ছি। এক সময়ে দল দেশটাকেই বেঁচে দিলো সেটাও সমর্থন করলাম।
বিষয়টা অনেকটা এক ট্রাক ড্রাইভারের গল্পের মতো । পানিতে ডুবতে বসা দুর্ঘটনাগ্রস্ত এক ট্রাক ড্রাইভারকে হাসপাতালে নিলে ডাক্তার বললো- এক্সিডেন্টটা হলো কী করে?
ড্রাইভার বললো- গাড়ি চালাচ্ছিলাম। পথে দেখলাম একটা গরু, সাইড দিলাম। একটু পর দেখলাম একজন বৃদ্ধ যাচ্ছেন তাকেও সাইড দিলাম। কিছুক্ষণ পর দেখলাম নদীর উপর ব্রিজ। ব্রিজটাকেও সাইড দিলাম।
রাজনৈতিক দলের প্রতি আমাদের মনোভাবটা এরকমই হয়ে গেছে। একটি রাজনৈতিক দল আমাকে খাওয়ায়, না পড়ায় না। সে ক্ষমতায় যায় কারণ তাকে আমরাই নির্বাচিত করি। আমরা যদি তার অন্যায়কে 'না' বলি তাহলেই হলো। রাজনৈতিক আদর্শ আর রাজনৈতিক চরিত্র আলাদা বিষয়। কিন্তু আমরা বিষয় দুটোকে স্থুলভাবে এক করে ফেলেছি। অনেক রাজনৈতিক দলই তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে এক এক সময় চরিত্র গ্রহণ করে। সে যখন সচ্চরিত্র তখন তাকে মেনে নিলাম। কিন্তু যখন সে দুশ্চরিত্র তখনও তাকে কেন মেনে নেব?
কিন্তু আমরা মেনে নিচ্ছি, আর সে কারণেই আমরা আজীবন একটা দলের অন্ধ সমর্থক রয়ে যাচ্ছি।
দেশে যে প্রহসন হলো এবং হচ্ছে এবং কতদিন হবে তার নাক-মুখ বুঝা যাচ্ছে না সেটা এ কারণেই হতে পারলো। অথচ বিষয়টা আওয়ামীগের না বিষয়টা বিএনপির না- বিষয়টা ন্যায়ের। সেই মানদণ্ডে যা অন্যায়- তা অন্যায়ই। হয়তো ভারতের পর, রাশিয়ার পর, আমেরিকার পর, ব্রিটেনের পর, জাতিসংঘের পর সারা পৃথিবীই তার স্বীকৃতি দেবে। কিন্তু তাতেই তা ন্যায্য হয়ে যাবে না। আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও তা আবর্জনাই থেকে যায়।
উইনচেষ্টার রোড
অক্সফোর্ড
১২.১.১৪
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
clingb বলেছেন: হুমম... তারপরও যদি ধরেও নিই তারা সমর্থন দিচ্ছে তবে তাদের পোকায় কাটা অস্ত্র কিনতে হবে সেটাও ধরে নেয়া যায়।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
উড়োজাহাজ বলেছেন: বিষয়টা আওয়ামীগের না বিষয়টা বিএনপির না- বিষয়টা ন্যায়ের।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
হাবা বাবা০০০১ হ্যাপী বলেছেন: বিষয়টা যুক্তিপূর্ণ কিন্তু কাকে মানাবেন আজকে যারা সমালোচনা করছে কয়দিন পর দেখবেন তাদের টিকিটও পাওয়া যাবে না কারণ বন্দুকের গুলির মুখে সবাই চুপ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: লেখাটা অনেক ভালো লাগলো। প্রিয়তে নিয়ে নিলাম।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
বোধহীন স্বপ্ন বলেছেন: বলতে হয় বহুদিন পর একটা পোস্ট পড়লাম, একটা সত্যিকারের পোস্ট। +++ দিলাম।
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
clingb বলেছেন: ধন্যবাদ। আমার সবসময় মনে হয় আমাদের মূল সমস্যা বোধবুদ্ধি হারিয়ে ফেলা। এখনকার মতো এতটা অবশ্য সারাজীবনে দেখি নাই।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
একজন ঘূণপোকা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: যা অপরাধ তা চিরকালই অপরাধ। হুমায়ূন আজাদের একটা উক্তি অনেকটা এমন- আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও তা আবর্জনাই থেকে যায়।
+++++++++
আর পত্রিকাগুলো রাশিয়ার খবরটাকে ভুলভাবে উপস্থাপন করেছে
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
মাকসুদ বরগুনা বলেছেন: হয়তোবা আওয়ামীলীগ সরকার টিকে যাবে,বিএনপি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আওয়ামীলীগের মনে রাখা উচিত 1975 সালে কিন্তু কোন বিএনপি ছিল ন,মোশতাকেরা আওয়ামীলীগের ভিতর থেকেই জন্ম নিবে।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বুদ্ধুবোকা বলেছেন: এদেশের অনেক মানুষ অন্ধ দলবাজ নন বলেই এক সরকার দ্বিতীয়বার স্বীকৃত পন্থায় ক্ষমতায় আসে না
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
clingb বলেছেন: ওয়াও। আপনার মন্তব্যটি আমাকে একেবারেই বাকরুদ্ধ করে দিয়েছে। এভাবে তো ভাবিই নি কখনো। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২
খেয়া ঘাট বলেছেন: যা অপরাধ তা চিরকালই অপরাধ। হুমায়ূন আজাদের একটা উক্তি অনেকটা এমন- আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও তা আবর্জনাই থেকে যায়।
+++++++++
আর পত্রিকাগুলো রাশিয়ার খবরটাকে ভুলভাবে উপস্থাপন করেছে।