![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেগে উঠলাম। অবশেষে।
কত অনুভবে মন ও শরীর অবসন্ন বিষন্ন ছিলো
পরাবাস্তব কোথাও
মনে নেই এখন।
শূন্যতার কোন সীমা ছিলো না।
এক মহাজাগতিক অচেনা ভরহীণতায় ডুবে গেছি কখনো।
কখনো ভুলে যাওয়া দূর বাস্তব হঠাৎ ছুঁয়ে গেছে মন
ভীষণ বিহ্বলতায় ভয়ংকর কিছুতে শোক করতে করতে
হঠাৎ চেনা ফুলের গন্ধে কাউকে মনে করে প্রশান্তি খুঁজেছি।
অজানা অশেষ পথে শ্রান্ত শরীর হাঁটতে হাঁটতে যখন হতাশা মগ্ন
চেনা কোন জায়গা তখন কীভাবে যেন হাজির হয়েছে চোখের সীমায়।
যেন পিপাসার্ত মরু বেদুইন-
মৃত্যুর কাছাকাছি গিয়ে মরুদ্যানের মুখোমুখি হয়ে গেছে আচম্বিৎ।
এমন সময় এবং শূন্যতায় মাখামাখি হয়ে
জেগে উঠলাম। অবশেষে।
কত অনুভবে মন ও শরীর অবসন্ন বিষন্ন ছিলো
পরাবাস্তব কোথাও
তা মনে নেই এখন।
২১.৪৮
উইনচেষ্টার রোড
অক্সফোর্ড
১২.১.১৪
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
clingb বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
clingb বলেছেন: আমি কোন কবিতা পোস্ট দিলেই আপনার এই মন্তব্যটি বাধা। খুব মজার বিষয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
কবীর হুমায়ূন বলেছেন: 'সময় এবং শূন্যতায় মাখামাখি হয়ে জেগে উঠলাম। '
ভালো লাগলো কবিতা।