নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের বসতি ভিনদেশে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

লালমুখাে সাদা সাহেবসুবোদের দেশে অভিবাসী হিসেবে ঢুকে পড়বার যে সুযোগের কথা আকাশে বাতাসে চাউর হয়ে গিয়েছে এতে বাংলাদেশীদের ঢুকে পড়বার কি কোন সুযোগ রয়েছে???

যদি বিন্দুমাত্রও সুযোগ থাকে তাহলে চোখ বন্ধ করে বলতে পারি দেশীয় আদম ব্যবসায়ীদের সুদীর্ঘ পৌষ মাস শুরু হলাে বলে...

যান্ত্রিক খেচরের পেটে বসে রয়েছি পাশের সীটের ভদ্রলােক দু এক কথার পর জিজ্ঞেস করলেন, তা আপনি কী করেন? বললাম একটা খবরের কাগজে কাজ করি...এরপর পাল্টা আমি প্রশ্ন ছুঁড়লাম, আপনি? তিনি বেশ গর্বভরে উত্তর দিলন, আমি ম্যারিকা থাকি...

একবার ভাবলাম তাকে বলি, ভাই আপনার পেশা জানতে চেয়েছি কোথায় থাকেন সেটা জিজ্ঞস করি নাই...পরক্ষনেই মনে হলাে, উঁহু কারো পেশা জানতে চাওয়াটা মোটেই ভদ্রচিত নয় যদি তিনি নিজ থেকে বলতে আগ্রহী না হন...

দ্বিতীয়ত আমাদের দেশে বিদেশে থাকাটাই অন্যতম পেশা হিসেবে বিবেচিত...এ কারণেই বিয়ের অনুষ্ঠানে পাত্রের বর্ণনার ক্ষেত্রে হরহামেশাই শুনি, পাত্র অমুক দেশে থাকে...তার মানে বিদেশে থাকাটাই তার অন্যতম এবং একমাত্র যোগ্যতা...

এটাও সত্য উন্নত বিশ্বে জন্ম নেয়া শিশুদের সঙ্গে আমাদের শিশুদের সুযোগ-সুবিধা তুলনা করলে আমাদেরগুলাের জন্ম নেয়াটাই আজন্ম পাপ...

আজন্ম পাপের বোঝা বহন করা সেই শিশু বড় হয়ে পূণ্যজীবনের খোঁজে এ দেশ ছেড়ে পাড়ি দিতে চাইবে এটাই স্বাভাবিক...তাইতো প্রতিদিন ট্রলারে পায়ে হেঁটে লরি চেপে সাঁতরে হাজার হাজার মানুষ ছুটছে সেই পূণ্যভূমি পানে...

যদিও তুরস্কের বদরাম সৈকতে উপুড় হয়ে পড়ে থাকা তিন বছরের শিশু আয়লানেরা নিজভূমি ছাড়ছে ভিন্ন কারণে তবুও উদ্দেশ্য কিন্তু একটাই...নিশ্চিন্ত নিরাপদ জীবন...

একই পৃথিবী একই ঈশ্বর শুধু গল্পগুলো ভিন্ন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

গ্রীনলাভার বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.