নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

১৫টি প্রাচীন বিশ্বের চিত্তাকর্ষক মানচিত্র

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৬

বর্তমানে আমরা বিশ্বমানচিত্র ও অন্যান্য দেশের যে মানচিত্র দেখি এগুলো সবই বৈজ্ঞানিক এবং কারিগরী প্রযুক্তির সাহায্যে নির্মিত। মোটামুটি ভাবে বিশ্বের এই মানচিত্রকে সঠিক এবং গ্রহনযোগ্য বলে বিবেচনা করা যায় কিন্তু তার মানে এই নয় যে প্রাচীন বিশ্বের মানচিত্র একই রকম ছিল। তখনকার দিনে বিজ্ঞান এবং প্রযুক্তি ছিল না বললেই চলে কিন্তু তার অর্থ এই নয় যে তখনকার মানচিত্র দুর্দশাগ্রস্থ ছিল । যদি আমরা প্রাচীন যুগের মানচিত্রকে একটু ভালো করে লক্ষ করে দেখি তাহলে এ যুগের কারিগরী প্রযুক্তির সহায়তায় বানানো মানচিত্রের সাথে অনেক কিছুই মিল দেখতে পাব ।



প্রাগৈতিহাসিক যুগে সর্ব প্রথম মানচিত্রের সন্ধান পাওয়া যায় মেসোপটামিয়ার নূপ্পুর শহরে। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে নিপ্পুর শহরের এই মানচিত্রে তখনকার শহরের রাস্তা ফুটপাত এবং বিভিন্ন দেয়ালের নিদর্শন পাওয়া যায়। আর তখন থেকেই প্রয়োজনের তাগিদে এই ধরনীতে হাজার হাজার মানচিত্র তৈরী হয়েছে যার কোনটি দুর্বোধ্য আবার কোনটি হৃদয়গ্রাহী। তাহলে চলুন, প্রাচীন বিশ্বের এরকম কয়েকটি চিত্তাকর্ষক মানচিত্র নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করি।



১. নুপ্পুর -খ্রিস্টপূর্ব ১৫০০







২. প্লানিস্ফেয়ার - ১৪৮২







৩.বেলজিয়াম -১৫৯৭







৪. আমেরিকা - ১৭৪৭







৫. আইসল্যান্ড -১৬১২









৬. ফ্লোরেন্সসিয়া- ১৪৭৪







৭. জেরুজালেম - ১৬৫৭







৮.পূর্ব ভারত - ১৫৯৫.









৯. পূর্ব ইউরোপ - ১৬০৪







১০. আর্মেনিয়া -১৬২৪







১১. ভারত মহাসাগর -১৬৫৮







১২. আফ্রিকা -১৫৫৩









১৩. অস্ট্রেলিয়া- ১৪৮২







১৪. ইয়াপনিয়া ( জাপান)- ১৫৯৫









১৫. সুবাহ বাঙলা ( বাংলাদেশ )- ১৫৮২.



মন্তব্য ১৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬

ধীবর বলেছেন: ব্যাতিক্রমধর্মি পোস্টের ধারাবাহিকতার জন্য অভিনন্দন রামন ভাই।। ++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৫

রামন বলেছেন: অনুপ্রেরণা দেবার জন্য অশেষ ধন্যবাদ ধীবর ভাই। ভালো থাকবেন ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৭

বলাক০৪ বলেছেন: ভালো লাগলো। আমেরিকার আর সুবা বাংলার ম্যাপ দুটোই বেশি চেনা চেনা লাগছে।

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪১

রামন বলেছেন: বাংলাদেশের সিলেট এবং সুন্দরবন অঞ্চল আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। ধন্যবাদ ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮

লুব্দক বলেছেন: ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৩

রামন বলেছেন: আপনাকেও।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪

রেজোওয়ানা বলেছেন: বাহ, চমৎকার পোস্ট :)

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৪

রামন বলেছেন: অশেষ ধন্যবাদ ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৭

হোমারদা বলেছেন: ভাই দুঃখিত একবারের বেশী প্লাস দিতে পারলাম না। ;)

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৫

রামন বলেছেন: যা দিয়েছেন তাতেই চলবে :)

ধন্যবাদ ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২৮

কবির চৌধুরী বলেছেন: জোস।
কারটা বেশি পুরাতন সাথে নির্ভুল?

০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৯

রামন বলেছেন: স্বাগতম কবির চৌধুরী,

অন্য দেশের কথা তেমন ভালো বলতে পারব না তবে আমার কাছে তো বাংলাদেশের বর্তমান মানচিত্রের সাথে অনেকটা সদৃশ্য মনে হয়েছে। বিশেষ করে দক্ষিন অঞ্চল সুন্দর বন সহ সিলেটের অংশ বর্তমান মানচিত্রের সাথে যথেষ্ট মিল আছে। তাছাড়া ভারত মহাসাগরের সাথেও মিল পাওয়া যায়।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবির চৌধুরী। আশা করি আগামীতেও ব্লগে পদচারণা করে এভাবে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাবেন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২২

জুন বলেছেন:
এখানকার অনেকগুলো মানচিত্রতো অলংকারের ডিজাইন রামন!
গোল্ডের দাম কম থাকলে একটা বানানো যেতো 8-|
অপুর্ব সুন্দর...

অটঃ চুপিচুপি বলছি... এগুলো আমি আগেও দেখেছি :#>

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৭

রামন বলেছেন: ভালো লাগার মতই মানচিত্রগুলো। বাংলাদেশেরটি কেমন লেগেছে ..... আমার কাছে কিন্তু ভালো লাগেনি :) এরপরও এটা আমার দেশ, আমার মনপ্রাণ। সবার সেরা এই বাংলাদেশ, ভোট আমি বাংলাদেশকেই দিব ।

আমার ব্লগে ভ্রমন করার জন্য আপনাকে N V R সার্টিফিকেট দেয়া হলো , যখন খুশি আসতে পারেন, ভিসা লাগবেনা :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.