নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

প্রাণী জগতকে ঘীরে কিছু বিস্ময়কর তথ্য

০২ রা মার্চ, ২০১২ সকাল ৮:৪৪



১. প্রাণীজগতের মধ্যে হাতি একমাত্র প্রাণী যাদেরকে মৃত্যুর পরও চার পায়ের উপর ভর দিয়ে দাড়ানো অবস্থায় পাওয়া গেছে ।





২. শামুক একনাগাড়ে ৩ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে ।







৩. একটি তেলাপোকার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হলেও সে বেচে থাকতে পারে কিন্তু অভুক্ত থাকার কারণে ১ সপ্তাহ পর তার মৃত্যু হয় ।





৪. একটি মশার ৪৭টি দাঁত থাকতে পারে ।





৫. ঘোড়ার মুখের সাদৃশ্য থাকার জন্য এই প্রাণীটিকে সীহর্স (Hippocampus) বলা হয় । এই প্রাণীর পুরুষরা বংশ বৃদ্ধির কার্যে ডিম নিষিক্তকরন ও ডিম দেয়া থেকে শুরু করে বাচ্চা ফুটনো পর্যন্ত প্রজনন ক্রিয়ার সিংহভাগ অংশ সম্পন্ন করে থাকে ।





৬.মাছি তার পা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে ।





৭. কাঠকুড়ালি বা কাঠঠোকরা পাখী প্রতি সেকেন্ডে ২০ বার কাঠে ঠোকর দিতে পারে।





৮. পুরুষ স্পাইডারের জননতন্ত্র তার যে কোনো একটি পায়ের অগ্রভাগে থাকে ।





৯. উটের পরপর তিনটি নেত্রপল্লব আছে । আর এই কারণে মরুভূমির বালুর ঝড় থেকে সে তার চক্ষুদ্বয়কে সহজে রক্ষা করতে পারে ।





১০.আর্মাডিলো, পসাম্ এবং স্লথ এই জাতের প্রাণী তাদের জীবনের ৮০ ভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় ।





১১. ঘুর্ঘুরে পোকার শ্রবণশক্তি তার সামনের পায়ের ঠিক হাটুর নিচে অবস্থিত ।





১২. পৃথিবীতে প্রায় ৭০০ প্রজাতির কুকুর রয়েছে ।







১৩.বাগদা চিংড়ির হৃদপিন্ড তার মাথায় অবস্থিত ।





১৪ .মশার পছন্দের রং নীল। আর এ জন্যই নীল রংয়ের প্রতি এরা সহজেই আকৃষ্ট হয় ।





১৫. আফ্রিকার একটি গর্ভবতী হাতির গর্ভকালের সময়সীমা ২২ সপ্তাহ পক্ষান্তরে একটি ধেড়ে ইদুঁরের গর্ভকাল মাত্র ১২ দিন ।





১৬. কামালেয়নের ( বহুরুপি গিরগিটি) জিহ্বার আয়তন তার দেহের দ্বিগুন ।

মন্তব্য ৫৯ টি রেটিং +২১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৮:৫৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভালো লাগল :)

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৪

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকে ধন্যবাদ ।

২| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৮:৫৬

ঘুমন্ত আমি বলেছেন: অনেক কিছুই অজানা ।

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৫

রামন বলেছেন:
নতুন কিছু জানাতে পেরেছি জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

৩| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:০৫

দেশ প্রেমিক ১৩ বলেছেন: ++++++্

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৬

রামন বলেছেন:
ধন্যবাদ ।

৪| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:১৭

বৃষ্টিবেস্ট বলেছেন: খুব সুন্দর।

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৬

রামন বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:১৯

আরমিন বলেছেন: মজার তথ্য!

০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:২৭

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকে ধন্যবাদ ।

৬| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:৪১

ঝটিকা বলেছেন: হাতির মৃত্য আর মশার দাত জানা ছিল না।

"৫. ঘোড়ার মুখের সাদৃশ্য থাকার জন্য এই প্রাণীটিকে সীহর্স (Hippocampus) বলা হয় । এই প্রাণীর পুরুষরা বংশ বৃদ্ধির কার্যে ডিম নিষিক্তকরন ও ডিম দেয়া থেকে শুরু করে বাচ্চা ফুটনো পর্যন্ত প্রজনন ক্রিয়ার সিংহভাগ অংশ সম্পন্ন করে থাকে । "
এটা আমি আগেও শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটাকে পুরুষ সীহর্স বলা হয় সেটাকেই তো মেয়ে সীহর্স বলা যায়, বলে না কেন?

০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৩৩

রামন বলেছেন:
এই জন্য বলা হয় না কারণ উভয়েরই জননতন্ত্র আলাদা। এখানে পুরুষ সি হর্সের কাজ হচ্ছে নারী সিহর্স থেকে পাওয়া পরিপক্ক ডিম্বানু নিজের সন্তান রাখার থলিতে রেখে পুষ্টি যোগান দেয়ার মাধ্যমে ভ্রুনুর বিকাশ ঘটানো ।

৭| ০২ রা মার্চ, ২০১২ সকাল ৯:৫১

না বুঝে বলেছেন: ভালো লাগল

০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৩৩

রামন বলেছেন:
ধন্যবাদ ।

৮| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:১৫

এস.আর.এফ খাঁন বলেছেন: অনেক ভালো লাগলো পোস্টটি!

০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৩৪

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

৯| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৩৫

আমি তানভীর বলেছেন: কয়েকটা নতুন পাইলাম । পোষ্ট ভাল লাগলো, +++

০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৪

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ ।

১০| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১০:৩৭

রিফাত হোসেন বলেছেন: অফটপকি জিজ্ঞাসা করি, অনেকে বলে চিংড়ী মাছের মল নাকি মাথাতে থাকে ? এইজন্য মাথা নোংড়া থাকে আর তা কেটে রান্না করা হয় । আর বাহিরে বিদেশী রেষ্টুরেন্টে চিংড়ীর মাথা খাওয়া থেকে বাঙ্গালীরা বিরত থাকে ,,

একটু ব্যাখ্যা করা যাবে কি ?

০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৫

রামন বলেছেন:
চিংড়ির মাথায় মল থাকে কিনা আমার স্পষ্ট ধারণা নাই , তবে স্বাস্থ্যগত কারণে আমি নিজেও চিংড়ির মাথা খাই না ।তাছাড়া চিংড়ির মাথায় প্রচুর পরিমানে কোলেস্টেরল থাকার কারণে অনেক সচেতন ব্যক্তিরাও জিনিসটি এড়িয়ে চলেন। ধন্যবাদ ।

১১| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: খুব সুন্দর।

০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৭

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ :)

১২| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:১৭

দুষ্ট_ছেলে বলেছেন: :) :) :)

০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:২২

রামন বলেছেন:
হুমম :)

১৩| ০২ রা মার্চ, ২০১২ সকাল ১১:৫৫

জুন বলেছেন: মশার দাত রামন :-* অবাক হোলাম শুনে প্রথম বারের মত জীবনে।
সী হর্সের ঘটনাটি পুরোটা দেখেছি ন্যাশনাল জিওগ্রাফিতে। স্লথ রিয়েলি স্লথ আর কাঠঠোকরা টা খুবই কিউট। আমার খুব প্রিয় একটা পাখী।
খুব ভালোলাগলো পোষ্ট ।
+

০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৪৯

রামন বলেছেন:

ধন্যবাদ জুন। মশার দাত নিয়ে বিপক্ষে যেমন বক্তব্য আছে তেমনি এর পক্ষেও জোরালো যুক্তি রয়েছে। আমি নিজেও জানি অমেরুদন্ডী প্রাণীর দাত না থাকাটাই স্বাভাবিক কিন্তু নেটে বিষয়টির পক্ষে জোরালো সমর্থন দেখে ব্লগে সবার সাথে শেয়ার করতে আগ্রহী হলাম যাতে করে আলোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য বেরিয়ে আসতে পারে। পোস্ট দেখা এবং সুন্দর মন্তব্যের জন্য আবারও আপনাকে ধন্যবাদ ।

একই মন্তব্য পুনরাবৃত্তি হয়েছে বলে পরেরটি মুছে দিলাম । আশাকরি মনে কিছু নেবেন না

১৪| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১২:০৯

শিশিরের শব্দ বলেছেন: Ojana onek tottho janlam :)

০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫২

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ ।

১৫| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৪৭

আকাশ_পাগলা বলেছেন: @ রিফাত হোসেন


How do lobsters poop?

Answer:
The lobster has a digestive system which consists of a long tract divided into three main regions: the foregut, midgut, and hindgut. Food is handled and processed first by the mouthparts and then is crushed by the mandibles before being swallowed. It then makes its way through the three main regions of the digestive system. Any remaining material (not digested) is packaged into fecal pellets surrounding by a mucous membrane. Contractions of the midgut force the pellets along to the hindgut and into the enlarged rectum. Rapid rectal contractions push the pellets out the anus at the base of the tail.

নাহ, মল পিছন দিয়েই বের হয়।

০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫৪

রামন বলেছেন:
হুমম , দেখি রিফাত সাহেব এই বিষয়ে কী বলেন ...........

১৬| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৫৪

বড় বিলাই বলেছেন: জানলাম মজার কিছু তথ্য।

০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫৮

রামন বলেছেন:
বড় বিলাই কে অনেক ধন্যবাদ

১৭| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ১:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন: ++++++++++++++++++

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:০২

রামন বলেছেন:
ধন্যবাদ ।

১৮| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ২:২৯

ব্লগ ৪১৬ বলেছেন: সুপার লাইক। আরো দেন.........জানতে মুন্চায় অনেক কিছু।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:০৫

রামন বলেছেন:
তাহলে সমহো তে নিয়মিত দৃষ্টি রাখুন :)

১৯| ০২ রা মার্চ, ২০১২ দুপুর ২:৩৩

ম্যাভেরিক বলেছেন: মশার কোনো দাঁত নেই। লম্বা একটি শুঁড় আছে তার, যার ভেতর থাকে দুইটি নল: এক নল দিয়ে সে লালা ছাড়ে, আরেক নল দিয়ে রক্ত বা ফলের রস টানে।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৫

রামন বলেছেন:
জানলাম । রক্ত টানার কথাটা যখন আপনার মন্তব্যে এসেছে তখন বলতে হয় পুরুষ নয় কেবল স্ত্রী মশা প্রাণী দেহ থেকে রক্ত শোষণ করে থাকে। স্ত্রী মশা প্রজনন কালে ফেটুস এ পুষ্টি সরবরাহ করার জন্য রক্ত শোষণ করার মাধ্যমে প্রোটিন গ্রহণ করে ।

আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ম্যাভেরিক।

২০| ০২ রা মার্চ, ২০১২ বিকাল ৩:০৮

দুঃখ বিলাসি বলেছেন: অনেক ভাল লেগেছে।

কইষ্য প্লাস।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৭

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ ।

২১| ০২ রা মার্চ, ২০১২ বিকাল ৩:৫৫

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ++++++

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৩১

রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।

২২| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৭

ফারজুল আরেফিন বলেছেন: অতি চমৎকার।
আপনার পোস্টগুলো সবসময়ই সুন্দর হয়।
+++++++++

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৩৮

রামন বলেছেন:
পোস্টে আপনার পদচারণা ও আমাকে উৎসাহ দান করার জন্য আপনাকে জানাই নিরন্তর শুভেচ্ছা।

২৩| ০২ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২

শিপু ভাই বলেছেন: ++++++++++++

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৪০

রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।

২৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৪৯

রিফাত হোসেন বলেছেন: আকাশ_পাগলা বলেছেন: @ রিফাত হোসেন


How do lobsters poop?

Answer:
The lobster has a digestive system which consists of a long tract divided into three main regions: the foregut, midgut, and hindgut. Food is handled and processed first by the mouthparts and then is crushed by the mandibles before being swallowed. It then makes its way through the three main regions of the digestive system. Any remaining material (not digested) is packaged into fecal pellets surrounding by a mucous membrane. Contractions of the midgut force the pellets along to the hindgut and into the enlarged rectum. Rapid rectal contractions push the pellets out the anus at the base of the tail.

নাহ, মল পিছন দিয়েই বের হয়।







বুঝলাম তবে midgut ও hindgut এর অবস্থানটা কোথায় চিংড়ীর ?

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৪২

রামন বলেছেন:
আকাশ_পাগলার জবাবের অপেক্ষায় রইলাম :)

২৫| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫২

রিফাত হোসেন বলেছেন: এই চিত্রে পাকস্থলী মাথাতে , তাই কি ?

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৪৯

রামন বলেছেন:
আসলে চিংড়ির শরীরের প্রধান যন্ত্রগুলো মাথার আশপাশে অবস্থিত,আর সেই বিবেচনায় প্রাণীটির ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র মাথার আশপাশে থাকাটাও বিচিত্র কিছু নয় ।

২৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫৪

ঈষাম বলেছেন: জানানোর জন্যে ধন্যবাদ :)

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৫০

রামন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ।

২৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৯

ম্যাভেরিক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। স্ত্রী মশা রক্ত খায়, পুরুষ মশা মকরন্দ। এ জন্যই মন্তব্যে স্ত্রী/পুরষ উল্লেখ না করে রক্তের পাশে ফলের রসেরও কথা লিখেছি।

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৫৩

রামন বলেছেন:
হ্যাঁ বিষয়টা এবার পরিষ্কার হয়েছে , আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৮| ০৩ রা মার্চ, ২০১২ সকাল ৮:৩১

আকাশ_পাগলা বলেছেন: @ রিফাত হোসেন

আমি ঐটাই ভাবতেছিলাম যে ডাইজেস্ট হয় মাথাতেই।

কিন্তু বের হয় লেজের নিচে দিয়ে। আর সামনে থেকে পিছনে ত যেতেও হয়। আমি ভাবছিলাম সেখানে হয়ত ডাইজেসশনের লাস্ট কোন স্টেপ থাকে।

২৯| ০৩ রা মার্চ, ২০১২ সকাল ৮:৪৩

মাহবু১৫৪ বলেছেন: অজানা অনেক কিছু জানলাম।

পোস্টে ভাল লাগা সাথে ++++++++


০৩ রা মার্চ, ২০১২ সকাল ১০:৪৯

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ ।

৩০| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৪:৩২

আজমান আন্দালিব বলেছেন: সুন্দর পোস্ট। পোস্টে প্লাস।

০৩ রা মার্চ, ২০১২ রাত ৮:০৫

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.