নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

Nat Geo এর তোলা কিছু বিস্ময়কর ছবি

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬



১. এমনকি বনের রাজাও বুঝে স্ত্রীকে বিরক্ত করা তার জন্য সুখকর নয়।





২. বোরা বোরা।







৩.শরৎ রোড-পোল্যান্ড ,







৪.জয়- নীল চোখ এবং সোনালী ডোরা কাটা বিশিষ্ট পৃথিবীর একমাত্র ও অনন্য সাদা জেব্রা।







৫.বিশ্বের দ্রুততম প্রাণীর গৌরবটি ধরে রাখতে প্রশিক্ষণরত ছোট চিতা।







৬. নির্ভিক বিড়াল..







৭.রেস্তোরা "চার ঋতু" বোরা বোরা।







৮.সঙ্গীতবিদ্যালয়-চীন ।







৯.এভাবেই জেব্রা একে অপরকে আলিঙ্গন করে।







১০.কায়রোর কোনো এক সংরক্ষিত স্থান থেকে সূর্যোদয়ের দৃশ্য।







১১.অকালিক হাতি (প্রিম্যাচিউর)-আয়ুকাল মাত্র ১ মিনিট।







১২.স্কাই ব্রিজ- নরওয়ে।







১৩.Yosemite, EEUU: প্রতি বছর ফেব্রুয়ারী মাসের কোনো এক সময় যুক্তরাষ্ট্রের Horsetail জলপ্রপাতের উপর কোনাকোনি সূর্যের আলো পানিকে এভাবেই উদ্ভাসিত করে, যেন মনে হয় জলপ্রপাত থেকে আগুনের লেলিহান শিখা গড়িয়ে নিচে পরছে।







১৪.জাপানে ভুমিকম্প কালীন সময়ে ভয়ে আতঙ্কিত হয়ে এ ভাবেই পান্ডাটি পুলিশের পা জড়িয়ে ধরে ।







১৫.নরওয়ের একটি রাতের দৃশ্য।







১৬.প্যারিসের চুম্বন







১৭.নিজের ফটো নিজেই তোলার চেষ্টায় এক বান্দর।







১৮.রাতে বেইজিং বিমানবন্দরের দৃশ্য।







১৯.দুই বছর বয়েসী শিম্পাঞ্জির হাতে দুধ পান করছে ২মাস বয়সের বাঘের ছানা।







২০.হাঁসের বাচ্চারা জন্মের পর যাকে প্রথম দেখে হোক সে তাদের মা বা অন্যকেউ, বাকি জীবন তাকে অনুসরণ করার ঝোঁক বা প্রবণতা থাকে।







২১..নিজ ছানাকে প্রদর্শন করছে এক ভোঁদড় ।







২২.প্রায় ১০ মিটার উচু তুষারে(বরফ) চারিপাশ পরিবেষ্টিত জাপানের একটি হাইওয়ের দৃশ্য।







২৩.চিতাবাঘের(পুমা)বাচ্চা।









২৪.চিনের একটি দর্শনীয় ধানক্ষেত।









২৫.সুইডেন এবং ডেনমার্কের মধ্যে সংযোগকারী সমুদ্রতলদেশীয় টানেল।







২৬. সিঙ্গাপুরের আকাশচুম্বী স্থাপনা মারিনা বে স্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ সুইমিংপুলের হিমশীতল দৃশ্য।







২৭.যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া আশ্চর্যজনক বজ্র ঝড়ের দৃশ্য।.







২৮.তথাকথিত " প্রেমের টানেল" ইউক্রেন।







২৯.বেবি কামালেওন (গিরগিটি).







৩০."স্বর্গে পৌঁছানোর রাস্তা".-আয়ারল্যান্ডের একটি স্থান যেখানে প্রতি দু বছর অন্তর আকাশের তারাগুলো সারিবদ্ধ হয়ে পথকে প্রান্তিককরণ করে।







৩১."স্বর্গের এর ফটক '', Zhangjiajie Tianmen পর্বত, চীন।







৩২.অসময়ের বন্ধু হচ্ছে, প্রকৃতপক্ষে একজন বন্ধু।







৩৩.“সুমেরু প্রভা'', আলাস্কা.









৩৪.সাদা পেঁচা, বিস্ময়কর!







৩৫.প্রসিদ্ধ "গোলাপী অরণ্য" - মোস ব্রীজ , আয়ারল্যান্ড .







৩৬.কুয়াশায় ঢাকা দুবাই শহরের সূর্যোদয়ের দৃশ্য।









৩৭.রোড টু হানা, মাউই , হাওয়াই দ্বীপ।







৩৮.একটি জিরাফ ছানা।







৩৯.এমন কিছু প্রাণী রয়েছে যারা সংবেদনশীলতার ক্ষেত্রে মানব জাতির চেয়ে কোনো অংশে কম নয়।

" চিন্তার কোনো কারণ নেই, সবই ঠিক হয়ে যাবে।







৪০.অগ্নিকান্ডে ভস্মীভূত অস্ট্রেলিয়ার একটি জঙ্গলে তৃষ্ণার্ত বেবী কোয়ালাকে পানি পান করাচ্ছে অগ্নিনির্বাপক কর্মী।







৪১.ক্রিস্টাল প্যালেস. মাদ্রিদ.







৪২.হিমালয়ের আকাশে অদ্ভুত প্যাঁচানো মেঘমালা। .এই ফেনমেনন দৃশ্যটি ২০০৯ সালে ১৮ অক্টোবর তোলা হয়েছিল।







৪৩.কানাডার পাথুরে পর্বতমালার আকাশে সুমেরু প্রভা।







৪৪. সেনেগালের ক্যাপ ভের্ট উপদ্বীপের একটি হ্রদ যা Retba লেক বলে পরিচিত। লেকটির পানি অক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে গোলাপী দেখায়।





৪৫.কালাপনা , হাওয়াই দ্বীপ - যেখানে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সাগর সৈকতে মিলিত হয়।



পোস্ট দেখার জন্য অশেষ ধন্যবাদ।

মন্তব্য ১১৩ টি রেটিং +৪৭/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৭

মোহাম্মদ আনোয়ার বলেছেন: সত্যিই বিস্ময়কর।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

রামন বলেছেন:

ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্য।

২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭

শুভ জািহদ বলেছেন: সুবহানআল্লাহ।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্য।

৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

সেলিম মোঃ রুম্মান বলেছেন: অনেক ভালো লাগল। অসাধারণ সব ছবি। ++++++

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

রামন বলেছেন:
সে জন্যই শেয়ার করা। অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২

বিষণ্ণ অবমানব বলেছেন: অসাধারণ । অনেকগুলো ছবি আগে থেকেই জানতাম কিন্তু বেশিরভাগই অজানা ছিল ... !:#P

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

রামন বলেছেন:

একেবারে নতুন কিছু নয় , ছবিগুলো নেটে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একত্রে করেছি এই আর কি :) ধন্যবাদ।

৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০১

এস বাসার বলেছেন: চমৎকার সব ছবি!

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৩

রামন বলেছেন:
ধন্যবাদ উপভোগ করার জন্য।

৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭

তূর্য হাসান বলেছেন: খুবই সুন্দর পোস্ট। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

রামন বলেছেন:

ধন্যবাদ। আপনার জন্য রইলো শুভকামনা।

৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

আনমনা 007 বলেছেন: ২৬ নাম্বার টি অসাম লাগছে, ওখানে গোছল করতে মুন্চায়।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

রামন বলেছেন:

আশাকরি আপনার ইচ্ছাটি কোনো একদিন পূরণ হবে। ধন্যবাদ।

৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
একত্রিত একটা ছবি বিস্ময়কর প্যাকেজ

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

রামন বলেছেন:
দেখার জন্য ধন্যবাদ।

৯| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

ট্রু৬৭২ বলেছেন: সত্যিই বিস্ময়কর।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২০

রামন বলেছেন:
আসলেই তাই। ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২

এমডি. আল-আমিন বলেছেন: জটিল কালেকশন

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

রামন বলেছেন:
চেষ্টা করলে আপনিও ভালো ভালো ছবি নেটে পেয়ে যাবেন এবং শেয়ারও করতে পারবেন।

১১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন :)

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

রামন বলেছেন:

শুভকামনা।

১২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

মোঃ ওয়াদুদ বলেছেন: ১. এমনকি বনের রাজাও বুঝে স্ত্রীকে বিরক্ত করা তার জন্য সুখকর নয়। =p~ =p~ =p~

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

রামন বলেছেন:

সেটাই, কথাটা যে যত তারাতারি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল।

১৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

মৃন্ময় বলেছেন: সব জায়গায় যাইবার মুন্চায়।
ধন্যবাদ,পোস্টের জন্য।
ভালো থাকুন।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩০

রামন বলেছেন:
মন্তব্য রাখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। শুভকামনা।

১৪| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

নতুন বলেছেন: ৭.রেস্তোরা "চার ঋতু" বোরা বোরা। :)

ফোর সিজন একটা ৫তারা হোটেল চেইনের নাম... " ঐটারে চার ঋতু বানাইয়েন না ;)

ন্যাসনালজিওগ্রাফী সব সময় সেরা ফটোগ্রাফাদের এসাইনমেন্ট দেয়...

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

রামন বলেছেন:
আসলে এমন অনেক শব্দ রয়েছে যেটা বাংলায় পরিবর্তন হয় না। আবার জোর করে সেটা করতে গেলে শব্দের শ্রুতি মধুরতা হারিয়ে কদর্যতাকে দৃশ্যমান করে তোলে।উদাহরণ স্বরূপ national geographic শব্দটি ধরা যেতে পারে।

যাইহোক সুচিন্তিত মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

১৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: এক কথায় অসাধারণ। ছবি ব্লগে সাধারণত কমেন্ট করি না। তবে আপনারটায় না করে পারলাম না।
চমতকার কালেকশন। লেখায় ++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্য রাখার জন্য।

১৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

নতুন বলেছেন: এইটা এনিমেটেড ছবি... আসল না... নেটজিওর না



ছবি গুলান সুন্দর... বোরা বোরা যাইতে মুন্চায়..

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

রামন বলেছেন:
দেখুন, বেশ খুজাখুঁজির পরও আপনার কথার সত্যতা এখন অবধি কোথাও পাইনি।

আপনার নিকট অনুরোধ যে কোনো পোস্টে সাংঘর্ষিক মন্তব্য দেয়ার সময় দয়া করে তথ্য সুত্র উল্লেখ করবেন যাতে বিভ্রান্ত না হয়ে আমরা ভুলভাল সংশোধন করতে পারি। শুভকামনা।

১৭| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

স্বপ্ন বাংলা বলেছেন: সেই রকম পোষ্ট, ভালোলাগা দিয়ে প্রিয়তে নিয়ে রাখলাম+++

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৮

রামন বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট দেখা ও মন্তব্য রাখার জন্য।

১৮| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর ছবি ব্লগ ।

ছবিগুলোর সাথে ক্যাপশন ভালো লাগলো তবে, ছবিগুলোর উৎস দিলে বোধ হয় আরো ভালো হতো।

:)

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৯

রামন বলেছেন:

আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। আসলেই এ ধরনের অসাধারণ ছবি সম্বলিত পোস্টে যদি ছবির উৎস উল্লেখ না করা হয় তাহলে পোস্টের স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন রয়ে যায়। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন শিরোনামের শুরুতেই ছবির উৎসের কথা লেখা আছে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

১৯| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: বিনোদিত হইলাম

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২১

রামন বলেছেন:

বিনোদন লাভ করেছেন জেনে খুশি হলাম।

২০| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

গ্রীনলাভার বলেছেন: ওরে আল্লাহ!!! জটিলস্‌ :-B :-B :-B

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

রামন বলেছেন:

গভীর মনোযোগ দিয়ে দেখুন, সবই সহজ হয়ে যাবে।

২১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বোকামন বলেছেন:
আপনাকেও পোস্টের জন্য ধন্যবাদ। :-)

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

রামন বলেছেন:

ভালো থাকবেন।

২২| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

রিফাত হোসেন বলেছেন: ফিদা হয়ে গেলাম! পোষ্টের ;)

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

রামন বলেছেন:

বাই , মাথার উপ্রে দিয়া গেল। যাইহোক আপনাকে ধন্যবাদ।

২৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কুল_কুয়াইট বলেছেন: সিগনেচার দিয়ে গেলাম

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

রামন বলেছেন:


মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০০

অগ্নি সারথি বলেছেন: অনেক ভাল লাগলো।

০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৯

রামন বলেছেন:

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

২৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি অসাধারণ সব ছবি ++++

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০০

রামন বলেছেন:

হুমম,.সে জন্যই শেয়ার করা। ধন্যবাদ।

২৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

আমি রুবেল বলেছেন: চোখ গেল B:-/ B:-/ B:-/ :-/ :-/ :-* :) :) -# :-*

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৩

রামন বলেছেন: :-/ :-/

২৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯

মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: অসাধারন ভাই,

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৪

রামন বলেছেন:
নিঃসন্দেহে। ধন্যবাদ।

২৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

হুদাই আল-খুচাই বলেছেন: আপনার দেওয়া পোস্টটি সত্যিই বিস্ময়কর রকমের সুন্দর। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৫

রামন বলেছেন:

মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

২৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

অ্যামাটার বলেছেন: ভাল লাগল কয়েকটা ছবি। প্রিয়তে।

০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৬

রামন বলেছেন:
ধন্যবাদ অ্যামাটার।

৩০| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

megher_kannaa বলেছেন: দারুণ!!!!!

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রামন বলেছেন:


মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! আমি বিষ্মিত!! কত কিছু এই জীবনে দেখা যে বাকি!!!

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রামন বলেছেন:
হতাশ হবেন না, জীবন তো সবে শুরু।

শুভকামনা রইলো

৩২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

আলবিরুনী বলেছেন: +++

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রামন বলেছেন:
ধন্যবাদ।

৩৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

আিম এক যাযাবর বলেছেন: সুন্দর......সুন্দর......সুন্দর......সুন্দর......সুন্দর......সুন্দর......

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রামন বলেছেন:

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

অহন_৮০ বলেছেন: চমৎকার হইছে

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রামন বলেছেন:
মতামত দেয়ার জন্য ধন্যবাদ।

৩৫| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

তুষার আহাসান বলেছেন: সরাসরি প্রিয়তে।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।

৩৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো পোস্ট।

১০ ই জুন, ২০১৩ রাত ২:১৯

রামন বলেছেন:

ধন্যবাদ।

৩৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪

বাংলাদেশী দালাল বলেছেন: চমৎকার

১০ ই জুন, ২০১৩ রাত ২:১৯

রামন বলেছেন:

ধন্যবাদ।

৩৮| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৪৮

নতুন বলেছেন: লেখক বলেছেন:
দেখুন, বেশ খুজাখুঁজির পরও আপনার কথার সত্যতা এখন অবধি কোথাও পাইনি। আপনার নিকট অনুরোধ যে কোনো পোস্টে সাংঘর্ষিক মন্তব্য দেয়ার সময় দয়া করে তথ্য সুত্র উল্লেখ করবেন যাতে বিভ্রান্ত না হয়ে আমরা ভুলভাল সংশোধন করতে পারি। শুভকামনা।


আপনি কোথায় অনেক খুজাখুজি করেছেন জানি না... নিচের সাইট গুলো তে দেখুন তবে হয়তো বুঝতে পারবেন যে ঐ ছবিটা এনিমেটেড...

http://www.orsosisland.com/
Click This Link

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:১৭

রামন বলেছেন:
আপনার দেয়া লিঙ্কের ভিডিও ও ছবিগুলো এনিমেটেড তাতে সন্দেহ নাই। তবে যে বিষয়টা নিয়ে ভাবছি সেটা হলো স্বত্তাধিকারী হিসেবে Orsos Island এর প্রতিটি ছবির গায়ে, নিচের দিকে OrsosIsland.com লেখা রয়েছে। কিন্তু আমার দেয়া ছবিতে সেটা নেই হয়ত বা সেটা সুকৌশলে মুছে ফেলা হয়েছে। যাইহোক আমি আরো কিছু সময় নেব, এরপরও যদি যোগফল না মিলে তাহলে ছবিটি ডিলিট করে দেব। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

৩৯| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬

আমি কবি নই বলেছেন: +++

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:১৯

রামন বলেছেন:
ধন্যবাদ।

৪০| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:০৬

বটবৃক্ষ~ বলেছেন: ১১.অকালিক হাতি (প্রিম্যাচিউর)-আয়ুকাল মাত্র ১ মিনিট।


আমি ওটাকে স্টাচু ভেবেসিলাম!! পান্ডাটা সবচে কিউট বাবু!!:):)

থ্যাংস!বিশাল কাজ করসেন!

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:২৬

রামন বলেছেন:
চেষ্টা করলে আপনিও পারবেন এমন বিশাল কাজ করতে - ছবিগুলো নেটেই ঘুরাফিরা করে , সুযোগ বুঝে লুফে নিতে হয় এই আর কি। ধন্যবাদ।

৪১| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:১২

C/O D!pu... বলেছেন: অসাধারণ...

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:২৮

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।

৪২| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৩

চানাচুর বলেছেন: সুন্দর পোস্ট!!

প্রিম্যাচিউর হাতিটাকে দেখে মনটা খারাপ হলো :(

১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৯

রামন বলেছেন:
সবই অদৃষ্ট :(

৪৩| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:২৩

তামিম ইবনে আমান বলেছেন: আজীবন ছোট ঘরেই পরে রইলাম। দেখার কত কিছু বাকিরেএএএএএ

১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

রামন বলেছেন:
সামনে আছে অফুরন্ত সুযোগ, হতাশ হবেন না। গুডলাক।

৪৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

নতুন বলেছেন: আমার দেওয়া ছবিটা আর আপনার ছবিটা এক সাথে ওপেন করেন.... দুইটাই এক সাথে দেখেন....

তাহলেই বুঝবেন... ঐটা এডিট করে লেখাটা মুঝে ফেলা হয়েছে...

১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

রামন বলেছেন:
মূল পোস্ট থেকে ছবিটা মুছে দিয়েছি। আবারও ধন্যবাদ আপনাকে।

৪৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

নতুন বলেছেন:

বেছে নিন... নিজের হাতে বানানো মাফিন কেক..

২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১০

রামন বলেছেন:
ধন্যবাদ।

৪৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২

নীলজোঁনাক বলেছেন: আল্লাহ মহান।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

রামন বলেছেন:
আল্লাহ মহান।

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন !!!!!

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

রামন বলেছেন:
ধন্যবাদ পোস্ট দেখার জন্য ।

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

মাথা ঠান্ডা বলেছেন: অসাধারন ...........

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

রামন বলেছেন:
ধন্যবাদ।

৪৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

চুক্কা বাঙ্গী বলেছেন: অদ্ভুত সুন্দর!

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

রামন বলেছেন:
ধন্যবাদ।

৫০| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২৯

প্রিয় সবুজ বলেছেন: বেশ সুন্দর কিছু ছবি দেখলাম , মনটা জুড়িয়ে গেল ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ পোস্ট দেখা ও মন্তব্যের জন্য ।

৫১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫০

ইয়ার শরীফ বলেছেন: অসাধারণ সব ছবি। +

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

রামন বলেছেন:
অনেক ধন্যবাদ ।

৫২| ১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৬

ড. জেকিল বলেছেন: প্রত্যেকটাই ছবিই অসাধারন!!!!!!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ।

৫৩| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:২৩

আমি তুমি আমরা বলেছেন: ৩৮ তম ভাল লাগা।সাথে প্রিয়তে :)

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ।

৫৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:









+++++++++++









১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

রামন বলেছেন: ধন্যবাদ।

৫৫| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

হাসান রাজু বলেছেন: ৩৪.সাদা পেঁচা, বিস্ময়কর! - কেন জানি মনে হচ্ছে আসল না । বিশেষ করে পায়ের দিকটা খেয়াল করলে ।

কিন্তু পোস্টটা অসাধারন হয়েছে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

রামন বলেছেন:
ধন্যবাদ।

৫৬| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

পাগলা রাশু বলেছেন: ভাই, কেউ বোরা বোরা গেলে নিয়া যাইয়েন

১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:১৮

রামন বলেছেন:

জলদি পাসপোর্ট টিকেট রেডী করেন। মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া ভিসা নাই ,খুব খেয়াল কইরা :)

৫৭| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

হাইপারসনিক বলেছেন: মাথা ঘুরে যাবার মত অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.