![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ লক্ষ ওয়েব সাইট নিয়ে তৈরী আমাদের এই অন্তর্জাল পৃথিবী। প্রতিদিন ইন্টারনেটে অগনিত পরিদর্শকের পদচারণা হলেও এমনও বহু আকর্ষনীয় এবং রহস্যপূর্ণ সাইট রয়েছে যা দর্শকের কাছে সম্পূর্ণ অপরিচিত। অন্তর্জালের বিভিন্ন প্রান্তে পরে থাকা এসব অনাবিস্কৃত ও দর্শক প্রত্যাশী সাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে পেজে ভিজিটরের সংখ্যা অবিরত হালনাগাদ করে থাকে।
ইন্টারনেট হচ্ছে এমন একটি স্থান যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ বজায় রাখা, চিত্তবিনোদন করা, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান আরোহনের জন্য উপযোগী ও অপরিমেয় লাভজনক স্থান।
সুপ্রিয় ব্লগার আমার এই পোস্টে নেটওয়ার্কের ২১ টি আকর্ষনীয় সাইটের লিংক দেয়া হলো যদি কখনো দুর্ভাগ্যবশত আপনার কর্মময় বা কর্মহীন জীবনে একঘেয়ামী , বিষন্নতা বা বিমর্ষতা ছেয়ে আসে তাহলে অন্তত একবার আমার দেয়া সাইটে ভিজিট করুন। আশাকরি সময়ের জন্য হলেও অবসাদ থেকে মুক্ত হয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবেন।
১. এখানে আজ।
2.দুই মিনিটের জন্য নিজেকে আলগা করুন।
৩.আপনার শৈল্পিক দিক আবিষ্কার করুন।
৪.বৃষ্টি পড়ার শব্দ শুনুন।
৫.বর্গক্ষেত্র টিপে মিউজিক সৃষ্টি করুন।
৬.ঈল মাছ দিয়ে আঘাত করে নিজ ভুলের প্রায়চিত্ত করুন।
৭.নিজেকে শিল্পী পিকাসো হিসেবে রূপান্তর করুন।
৮.কুয়াশাচ্ছন্ন একটি ছবি আঁকুন।
৯.লুপ উৎসব।
১০.এ যেন বিড়াল বৃষ্টি।
১১.আপনার কি-বোর্ডের অক্ষরগুলোকে অ্যানিমেশনে রুপান্তরিত করুন।
১২.নিজেকে তৈল চিত্রশিল্পী জ্যাকসন পোলকে রুপান্তরিত করুন।
১৩. মিথস্ক্রিয় মানচিত্রের সাহায্যে মঙ্গল পৃষ্ঠ অন্বেষণ করুন।
১৪.সংযোগ বিচ্ছিন্ন করার একটি স্থান।
১৫.ফটো -অবিরাম।
১৬.সম্মোহিত অবস্থায় ভাসমান এক মানুষ।
১৭.নোড বৃত্তগুলো একত্রিত করে শব্দ তৈরী করুন।
১৮.শৈল্পিক ভার্সনে বিগ ব্যাং।
১৯.কীট নাচ।
২০.ফর্ম করে মিউজিক শুনুন বিরামহীন এবং চিরকাল।
২১.আসক্তি সৃষ্টিকারী সাইট। এলোমেলোভাবে কর্সার নড়াচড়ার মাধ্যমে উপভোগ করুন হাজারো ফটো।
২২.শূণ্যে বিস্ফোরণ।
সকলকে ধন্যবাদ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩
রামন বলেছেন:
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টে ++++++++++
প্রিয়তে নিলাম। শুভকামনা রইল.......
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯
জুন বলেছেন: বর্তমান কর্মহীন জীবনে একঘেয়ামীর কারনে পোষ্টটি প্রিয়তে বাধ্য হোলাম রামন
আপনার বিখ্যাত কুইজের পোষ্টগুলো এখন আর দেখিনা কেন ? আমার এই কর্মহীন জীবনে আমি সেই কুইজের কথা প্রায় ভাবি।
ঈদ শুভেচ্ছা রইলো আপনিসহ আপনার পরিবারের সবাইকে ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:২১
রামন বলেছেন:
আপনার জীবন থেকে একঘেয়ামীর অবসান হোক, ফিরে আসুন স্বাভাবিক এবং সুস্থ জীবনে এ কামনা করি।
কুইজের কথা বলছেন- আমাকে একঘেয়ামী নয় আলসেমীতে পেয়েছে , লেখার ইচ্ছা হয় না কিছু।
যাহোক আপনার পরিবারের সকলের জন্য রইল ঈদের শুভেচ্ছা।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:২০
মোঃ মামুনুর রশীদ বলেছেন: অনেক সুন্দর! শেয়ারিং এর জন্য ধন্যবাদ! আমি বছর চারেক আগে এরকমই একটা ওয়েবসাইট দেখে এত খুশী হয়েছিলাম যে বন্ধুদের সাথে বলতাম যে সাইটটি ট্রাই কর! http://www.dontclick.it/
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩
রামন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৫
বাসুদেব খাস্তগীর বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:২১
রামন বলেছেন:
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৩
সায়েদা সোহেলী বলেছেন: কয়েকটা সফটওয়ার এর সাথে আগেই পরিচিত আমার রেইনিমুড টা দারুন লাগে । ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করলেই এক অসাধারণ প্রশান্তির জগতে চলে যাওয়া যায়! !!
ধন্যবাদ রামন , পোষ্টটি প্রিয়তে না নিয়ে উপায় নেই
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
রামন বলেছেন:
রেইনি মুড্ নিয়ে একেবারে মনের কথাটি বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্ট শেয়ার করার জন্য।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার !!!!!!!!!!!
সবচেয়ে ভাল্লাগছে রেইনি মুড।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫২
রামন বলেছেন:
রেইনি মুড্ আসলেই ভাল লাগার মত একটি সাইট। ধন্যবাদ আপনাকে।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
দংশিত বিবেক বলেছেন: প্রিয়তে এবং চতুর্থ প্লাস
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৩
রামন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
পলক শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ অসাধারন কিছু লিংক শেয়ারের জন্য।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬
রামন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পোস্ট দেখা ও মন্তব্য রাখার জন্য।
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৬
রামন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০
প্রাচীন মানব বলেছেন: দারুন !!!
_________________________
I added cool smileys to this message... if you don't see them go to: http://s.exps.me
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০২
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে। হাতে সময় নিয়ে সাইটটি দেখতে যাব আশা রাখি।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩
আমিনুর রহমান বলেছেন:
পোষ্ট প্রিয়তে +++
তবে বিভিন্ন ওয়েব সাইটগুলোতে এভাবে আসক্তি বাড়তে থাকলে তো আর পিসিতে উঠতে মন চাইবো না
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২
রামন বলেছেন:
আসক্তি খারাপ কিছু নয়। তবে মনে রাখতে হবে সেটা যেন সীমা লঙ্ঘন না করে বা মাত্রাধিক্য না হয়। এ ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ হচ্ছে মহাঔষধ।
ঈদের শুভেচ্ছা রইলো।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++++
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৭
রামন বলেছেন:
ধন্যবাদ ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯
আরজু পনি বলেছেন:
জীবনে একঘেয়েমীতো প্রায়ই পেয়ে বসে।
দুঃখবিলাস আর কি...
পোস্ট সময়ে খুব কাজে দিবে বোঝাই যাচ্ছে।
অনেক কৃতজ্ঞতা রইল।।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০
রামন বলেছেন:
আমি তেমন কিছু করিনি, এরপরও কৃতজ্ঞতা জানিয়ে মহানুভবতা ও সৌজন্যবোধ প্রকাশ করার জন্য রইল অজস্র ধন্যবাদ।
যদি প্রয়োজনের সময় এই পোস্ট কাজে আসে তাহলেই আমি সার্থক।
শুভকামনা।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪
বোকামানুষ বলেছেন: পোস্ট প্রিয়তে রইলো
রেইনিমুড টা দারুন লাগে প্রায়ই শুনতাম আগে
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩
রামন বলেছেন:
রেইনি মুড্ সাইটটি অনেকেরই পছন্দের। ধন্যবাদ।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২
চিগিমিকি বলেছেন: নাইস
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪
রামন বলেছেন:
ধন্যবাদ।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: পোষ্ট প্রিয়তে +++
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫
রামন বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: অচম একটা পোস্ট +++++++++++++++++++ এন্ড প্রিয়তে
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫০
রামন বলেছেন:
ধন্যবাদ।
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
টুনা বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম। মরুভুমিতে প্রিয় বৃস্টির আওয়াজ পাওয়া যায়না। সেই অভাবটা পুরন হবে।
ভাল থাকবেন নিরন্তর।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১০
রামন বলেছেন:
আশাকরি বৃষ্টির শব্দে শুষ্ক মনপ্রাণ সিক্ত হয়ে সকল হতোদ্যম কাটিয়ে মনে আনন্দ-চঞ্চল অবস্থা ফিরে আসবে।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
তারেক বলেছেন: প্রিয়তে
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১১
রামন বলেছেন:
ধন্যবাদ।
২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
স্বপ্ন বাংলা বলেছেন: সেইরকম একটা পোষ্ট। ঝুলিয়ে রাখলাম প্রিয়তে।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১২
রামন বলেছেন:
কোন সমস্যা নেই। শুভকামনা।
২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪
তন্দ্রা বিলাস বলেছেন: চমৎকার ! খুব ভাল লাগল।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৪
রামন বলেছেন:
ভাল লেগেছে জেনে মনটা বেশ হালকা হল। ধন্যবাদ।
২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
রুদ্রাক্ষী বলেছেন: এই পোস্ট টা পড়ে অনেক দিন পর সামুতে লগইন করলাম খুব ভালো লাগলো ।প্রিয়তে না নিয়ে কি উপায় আছে?
অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট টির জন্য রামন । ভালো থাকবেন।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬
রামন বলেছেন:
সামহোয়ারে আজকাল পুরনো অনেকেই অনুপস্থিত। আপনিও তাদের একজন।
যাইহোক আমার এই পোস্ট আপনাকে লগ-ইন করাতে অনুপ্রানিত করেছে জেনে খুব ভাল লাগলো। আগামীতে আপনাকে নিয়মিত পাব এ আশাই থাকবে। শুভেচ্ছা জানবেন।
২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: চমত্কার।ভাল লাগল
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্য রাখার জন্য।
২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বেশ কিছু সাইট মনে ধরেছে
চমৎকার এই পোষ্টটি দেবার জন্য অনেক ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৭
রামন বলেছেন:
ভালো লাগা জানাবার জন্য অশেষ ধন্যবাদ।
২৬| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৬
ডট কম ০০৯ বলেছেন: অছাম সালা
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
রামন বলেছেন:
ধন্যবাদ ।
২৭| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯
খেয়া ঘাট বলেছেন: ভালো পোস্ট। তবে আপনি ১ নং আসক্তি সৃষ্টিকারীর কথাই ভুলে গেছেন। ঐ যেমন- বাতাসের ভিতর বাস করে বাতাসকে ভুলে যাওয়া । কে বলেছিলেন কথাটা । মনে হয় ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। সে রকম আরকি।
মজা করলাম
চমৎকার পোস্ট।
++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছপ্লাস।
০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮
রামন বলেছেন:
মন্তব্যের ছলে দেয়া আপনার জোকটি ভালো লাগলো। পোস্ট দেখা এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
২৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
তাইফুর সরোয়ার বলেছেন: চমৎকার ! খুব ভাল লাগল
ধন্যবাদ
১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
২৯| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শিনজন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৩০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
কালোপরী বলেছেন: ++++++++++++
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৮
রামন বলেছেন:
ধন্যবাদ।
৩১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে থাকলো । ধন্যবাদ লেখক ।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬
রামন বলেছেন:
আপনাকেও অশেষ ধন্যবাদ।
৩২| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কিছু কিছু সাইট গুলো আসলে হইছে... পোষ্টের জন্য ধন্যবাদ...
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রামন বলেছেন:
পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম এবং একই সাথে মন্তব্যের জন্য ধনবাদ।
৩৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক ভাল লাগল । ধন্যবাদ আপনাকে।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫০
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
সুমন জেবা বলেছেন: অনেক ভাল কালেকসন ..
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৯
রামন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
সিদ্ধার্থ. বলেছেন: আপাতত প্রিয়তে নিলাম ।এক এক করে সব কটাই টেস্ট করে দেখব ।
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩০
রামন বলেছেন:
অবশ্যই। শুভকামনা।
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
bakta বলেছেন: প্রিয়তে থাকলো । ধন্যবাদ লেখক ।
২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:২০
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯
অপ্রচলিত বলেছেন: চমৎকার সংগ্রহ। প্রিয়তে নিচ্ছি
২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৭
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
নুরুল আফছার অপু বলেছেন: আমি পাইলাম , আমি ইহাকে পাইলাম ।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
রামন বলেছেন:
পোস্ট আপনার প্রয়োজনে আসবে জেনে ভালো লাগলো,ধন্যবাদ।
৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভালো লাগলো।
++++++++++++++
++++++++++++++++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩০
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৪০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ঘাষফুল বলেছেন: চমৎকার !
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে পোস্ট দেখার জন্য।
৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: ভাই আপনি এইটা কি পোস্ট দিলেন!! আপনি খুব পুচা! আমি খালি অহন, এই গুলি লইয়া বইস্যা থাকুম। কাজটা কিন্তু ভাল করেন নাই, কইয়া দিলাম।
অসাধারণ পোস্ট!! সরাসরি প্রিয়তে। তিনদিন খালি ঐ সব সাইটে বসে থাকুম। অসংখ্য ধন্যবাদ
দিমু না। আরো এ রকম পোস্ট চাই। ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
রামন বলেছেন:
দেরিতে হলেও পোস্ট আপনার নজরে এসেছে, আশাকরি আনন্দ লাভ করবেন কিন্তু নেশাগ্রস্থ হবেন না এই প্রত্যাশাই থাকবে
৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
এয়ী বলেছেন: খুব সুন্দর পোস্ট++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
রাজ্ু দাশ বলেছেন: শুরুতে প্রিয়তে.। অফিসে কাজের ফাকে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই। পরেরবার থেকে আপনার দেওয়া সাইটগুলোতে ঢু মেরে দেখব.।
২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৫
রামন বলেছেন:
আশাকরি অবসর সময়ে সাইটগুলোতে ভিজিট করে আনন্দ লাভ করবেন।
৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০
প্রিয় সবুজ বলেছেন: বেশ চমৎকার কিছু জিনিস দেখলাম , ভালো লাগলো ।
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২
রামন বলেছেন:
ধন্যবাদ পোস্ট দেখার জন্য ।
৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩
মাথা ঠান্ডা বলেছেন: অসাধারন কাজ করেছেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
রামন বলেছেন:
এমন আর কি , মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৬| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
মাঘের নীল আকাশ বলেছেন: সেইরাম মজা পাইলাম...
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬
রামন বলেছেন:
অনেক ধন্যবাদ।
৪৭| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:২০
আমি নী বলেছেন: খুবই মজা পেলাম.। ধন্যবাদ এই পোস্টের জন্য.।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭
রামন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
৪৮| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও ! দারুন পোষ্ট !
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৪৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার পোষ্টে ++++++++++
প্রিয়তে নিলাম। শুভকামনা রইল.......
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৫০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
অশ্রুকারিগর বলেছেন: নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার পোষ্টে ++++++++++
প্রিয়তে নিলাম। শুভকামনা রইল.......
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩
রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৫১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
রাফা বলেছেন: প্রিয়তে থাকলো....একগুয়েমি কাটাতে কাজে লাগবে।
ধন্যবাদ,রামন~~
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
রামন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
৫২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
নাহিদ হাকিম বলেছেন: অসাধারণ
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮
রামন বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১০
মতিউর রহমান মিঠু বলেছেন: কথা কম প্রিয়তে এবং ++++++
২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৮
রামন বলেছেন:
ধন্যবাদ পোস্টে মন্তব্য করার জন্য এবং একই সাথে দুঃখ প্রকাশ করছি দেরিতে জবাব দেয়ার জন্য।
৫৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোস্টটি প্রিয়তে নিতে পারছি না।
২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০০
রামন বলেছেন:
সমস্যা নেই, এই পোস্টটি মুছা হবে না৷ ফিরে এসে দেখে যাবেন। ধন্যবাদ।
৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২০ নম্বর উপভোগ করছি .....
২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৪
রামন বলেছেন:
পোস্ট দেখা আনন্দময় হোক...
৫৬| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০
হাদী নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো,কিছু আগে দেখেছি,পুরা কালেকশনটাই জটিল।
ভালো লাগা দিয়ে গেলাম
পোষ্ট প্রিয়তে নিয়ে গেলাম।
২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৬
রামন বলেছেন:
ভালো লাগা জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
৫৭| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘আসক্তি সৃষ্টিকারী’ কালেকশন
২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৯
রামন বলেছেন:
হুম, সেরকমই কিছু একটা, শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৬
েবনিটগ বলেছেন: +