নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

যে ওয়েব সাইটগুলি ইন্টারনেট ব্যবহারকারীদের জেনে রাখা ভালো

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭



এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা ইন্টারনেট ব্যাবহারকারীরা প্রতিনিয়ত ভাল সাইটের আশায় নেটের এদিক সেদিক চষে বেড়াই। কিন্তু সোনার হরিনের পেছনে দৌড়ালে কি হবে, ভাল সাইটের সন্ধান মেলে না। সকল শ্রম পন্ড হয় এবং আশা নিরাশায় পর্যবসিত হয়।

যাইহোক আজ আমার এই পোস্টে সংগ্রহ করা বেশ কয়েকটি ওয়েব সাইটের লিংক দিলাম যা বাস্তবিকপক্ষে অনেক উপযোগী এবং পেজগুলো যে কোন সময় ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।



WOBZIP:



১. অত্যান্ত চমৎকার এবং কার্যকারী সাইট। যদি আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে কিন্তু কোন কারণে সেখানে কম্প্রেসর ইনস্টল করা হয় নাই। তাহলে এই সাইটে চলে আসুন এবং এখানে দেয়া সরঞ্জামের সাহায্যে আপনার কম্প্রেস/uncompress ফাইলের সমস্যাটি সমাধান করতে পারবেন।



UNLOCK-PDF



২. এই সাইটের মাধ্যমে কিছু এনক্রিপ্ট PDFফাইলের সংকেত উদ্ধার বা আনলক করতে পারবেন।



OPENWITH.ORG



৩.আপনি কোনো একটি ফাইল ওপেন করবেন কিন্তু ফাইলটির এক্সটেনশন বা ব্যাপ্তি আপনার অজানা। এমন একটি সন্ধিক্ষণে যে উপযোগী প্রোগ্রামের সাহায্যে ফাইলটি খুলবেন সেটা সনাক্ত করতে সাহায্য করবে OpenWith সাইটটি।



MELT MAIL



৪.এই সাইটের সাহায্যে আপনি ডিসপোজেবল বা নিষ্পত্তিযোগ্য ইমেইল একাউন্ট খুলতে পারবেন।



ERROR HELP



৫.অনেক ক্ষেত্রে ইন্টারনেটে কোনো প্রত্যাশিত পেজ ব্রাউজ করতে গেলে একটি নির্দিষ্ট সময় অপেক্ষার পরও পেজটি ডিসপ্লে হয় না এবং পরে স্ক্রিনে "error" কোড সম্বলিত একটি বার্তা স্ক্রিনশটের মাধ্যমে প্রতিয়মান হয়। এই রকম একটি বিরক্তিকর অবস্থায় এই সাইটের সাহায্যে আপনার পিসিতে প্রদর্শিত যে কোন "error" কোডের বিস্তারিত ব্যাখ্যা ও সমাধানের পথ খুঁজে পাবেন।



CLOUDO



৬.cloudo এমন একটি উপকারী ওয়েব সাইট যেখানে আপনি ২ গিগাবাইটের ভার্চুয়াল ডেস্কটপ তৈরী করে সংরক্ষণ করতে পারবেন।







JUMPSHARE



৭.এই সাইটিও অপর একটি গুরুত্বপূর্ণ সাইট, যেখানে আপনি কমবেশি ২গিগাস পরিমান হোস্টিং ইমেজ সংরক্ষণ করতে পারবেন। এই পেজের সদস্য হতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।





SCIENTIFIC CALCULATOR



৮.সায়েন্টিফিক ক্যালকুলেটর





ONLINE DISPLAY GRABBER



৯.এই সাইটের বদৌলতে আপনার স্ক্রিনের সমগ্র পৃষ্ঠা অথবা শুধুমাত্র কিছু অংশ ক্যাপচার করতে পারবেন।



PDF SEARCH ENGINE



১০.এই সাইটের সার্চ ইঞ্জিনের সাহায্যে অনলাইনে PDF ফরমেটে দেয়া যে কোনো বই খুঁজে পাবেন।





SHOUT CAST



১১.এই সাইটের কৃপায় অনলাইনের প্রায় ৫০,০০০ রেডিও স্টেশন আপনার নখদর্পণে চলে আসবে।





SEISMIC MONITOR



১২.দৈনন্দিন বিশ্বব্যাপী ভূমিকম্পের চিত্র দেখা যাবে এই সাইটটিতে।





FLASH EARTH



১৩.গুগল আর্থ এর অনুরূপ অপর একটি ওয়েব সাইট।





FFLIBERTY



১৪.এই সাইটের সাহায্যে আপনার পিসিতে মিউজিক এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন।





PHOTO505



১৫.এই সাইটে আপনি সহজেই উচ্চ মানের ছবি এডিট করতে পারবেন এবং এই কাজের জন্য পূর্বের কোন অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আপনার পিসি থেকে একটি উচ্চমানের ছবি আপলোড করার পর Photo505 এর সেটিং সরঞ্জামের সাহায্যে বিভিন্ন প্রভাব ব্যবহার করে মূল ইমেজ পরিবর্তন ছাড়াই Photofunia বা Photomontager এর ন্যায় ছবি অলঙ্কৃত করতে পারবেন।





BUGMENOT



১৬.BugMeNot হচ্ছে এমন একটি ইন্টারনেট পরিসেবামূলক সাইট যেখানে সকল ইন্টারনেট ব্যবহারকারীদের নাম এবং পাসওয়ার্ড সরবরাহ করা হয় যাতে ব্যবহারকারীরা সংরক্ষিত সাইটগুলোতে রেজিস্টি ঝামেলা ছাড়াই কেবল মাত্র ইউজার নেইম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অবাধে প্রবেশ করতে পারে।



VIRUS TOTAL



১৭. ২৫টির অধিক বিভিন্ন ব্রান্ডের সমন্বয়ে তৈরী ভাইরাস টোটাল সফটওয়ারটি বহুমুখী বিশ্লেষণের মাধ্যমে ভাইরাস সনাক্ত করার ক্ষেত্রে পারদর্শী।





EDITGRID



১৮.EditGrid হলো একটি সেবামূলক অনলাইন যেখানে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বিনামূল্যে এক্সেল সদৃশ্য স্প্রেডশিট ডেটা সরবরাহ করা হয়।



SCREENR



১৯.এই সাইটে দেয়া আকর্ষনীয় অ্যাপ্লিকেশানের সাহায্যে ৫ মিনিটের যে কোন ভিডিও আপনার পিসিতে ধারণ করতে পারবেন।





PARTY CLOUD



২০.DJ অনলাইন। এখানে আপনার পছন্দানুযায়ী mixes music বানানোর জন্য ২০মিলিয়নের অধিক গান দেয়া আছে।





PROCESS LIBRARY



২১.সুপারিশ করার মত যোগ্য একটি সাইট। এটি একটি কার্যকারী অনুসন্ধান প্রক্রিয়া (টাস্ক ম্যানেজার), যার সাহায্যে আপনার পিসির উপর কোনো অস্বাভাবিক প্রক্রিয়া সনাক্ত করতে পারবেন।







WAY BACK MACHINE



২২.এই সাইটে আপনি ইন্টারনেটের বর্তমান অথবা বিগত দিনের cached পৃষ্ঠাগুলি দেখতে পারবেন। কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে দরকারী পৃষ্ঠাগুলি খুঁজে দেয়ার ব্যাপারে সাইটি বেশ গুরত্বপূর্ণ , তাছাড়াও সাইটি নস্টালজিক বটে।



SCAM ADVISER



২৩.আপনি যে সাইটে ব্রাউজ করবেন সেটা বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কিনা এই সাইটের সাহায্যে পরিস্কার ধারণা লাভ করতে পারবেন।



BALLYWEG



২৪.সর্বশেষে যে সাইটের লিংক দিয়ে পোস্ট শেষ করব সেখানে আপনি এক সঙ্গে সম্পাদনাযোগ্য অনেক intros পাবেন, তাছাড়া টিউটোরিয়ালসহ উপস্থাপনের জন্য আকর্ষনীয় পণ্য ( productions) ও ডাউনলোড ফাইল অবলোকন করতে পারবেন ।



সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৮২ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

বিভ্রান্ত মানুষ বলেছেন: :) :) :)

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রামন বলেছেন:
হুমম।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার ভাল লাগা আর প্রিয়তে নেয়া বাটন দুটি কাজ করছে না - তাই পোস্টের লিংক সেইভ করে রাখলাম!

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

রামন বলেছেন:
আশাকরি ব্লগ কর্তৃপক্ষ সমস্যা নিরসনে আশু পদক্ষেপ নিবেন।

ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভালো লাগলো, তবে প্রিয়তে নেওয়ার বাটনটা কাজ করছেনা।

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

রামন বলেছেন:
অনেকেই সমস্যাটির ব্যাপারে বলেছেন। সকলের মত আমি নিজেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

আসিক ইসলাম বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ ।

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পোস্ট মানুষ প্রিয়তে নেয় কিন্তু লাইক দেয়না, এটা তো ঠিক না। উপকারী লেখা/লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ সবার। +।

২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

রামন বলেছেন:
টেকনিক্যাল সমস্যার কারণে কিছু বাটন কাজ করছে না, আমি নিজেও সেটা দেখতে পাচ্ছি। এই বিষয়ে সহৃদয় ব্লগারগন মন্তব্যের ঘরে তাদের অপারগতা কথাও জানাচ্ছেন। তারপরও সাময়িকভাবে প্রিয় তালিকায় নেয়া হলে পোস্ট যে সবার ভালো লাগবে বা কাজে আসবে সেটা তো নয়।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ অন্যমনস্ক শরৎ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এখান থেকে মাত্র কয়েকটা আগে থেকেই ব্যবহার করতাম।

বাকীগুলোর জন্য প্রিয়তে

এবং ভাল লাগা রইল (পেন্ডিং, কারণ বাটন দুটো এখন কাজ করছে না !)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

রামন বলেছেন:

পোস্টের মাধ্যমে নতুন কিছু জানাতে পেরেছি জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
+++

Showcased with thanks.

:) :) :)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৮

রামন বলেছেন:

ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

টু-ইমদাদ বলেছেন: আরো চাই. . .

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

রামন বলেছেন:
চেষ্টা থাকবে, ধন্যবাদ।

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

সেলিম মোঃ রুম্মান বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

রামন বলেছেন:

পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

কাফের বলেছেন: পোষ্টে +++++

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

রামন বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

আদম_ বলেছেন: বাহ খুব কাজের জিনিস তো। আপনারাই আসলে ব্লগের প্রাণ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩২

রামন বলেছেন:

কাজে লাগলেই পরিশ্রম সার্থক। ধন্যবাদ।

১২| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

জ্যাকসন বলেছেন: পোষ্টে +

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

রামন বলেছেন:

প্লাসের জন্য আপনাকে ধন্যবাদ।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

ব্যাড বয়েজ বলেছেন: ধইন্যা

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪০

রামন বলেছেন:
আপনাকেও :)

১৪| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

লেখাজোকা শামীম বলেছেন: প্রিয়তে নিলাম। তবে তার আগে প্লাস দিলাম।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

রামন বলেছেন:

পোস্টে মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ, লেখাজোকা শামীম।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

রায়হান ৮১ েহিপ বলেছেন: বাহ খুব কাজের জিনিস তো। আপনারাই আসলে ব্লগের প্রাণ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৩

রামন বলেছেন:

ধন্যবাদ আপনাকে পোস্ট দেখার জন্য।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: পোস্ট সোজা প্রিয়তে নিতে চাইছিলাম কিন্তু প্রিয়তে নেওয়ার অপশনটা কাজ করছে না বলে নিতে পারলাম না।তাই অনুসারিত করে রাখলাম...

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫

রামন বলেছেন:
কেন যে সমস্যাটা এখনও সমাধান হচ্ছে না আল্লা মালুম। ধন্যবাদ।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বেশ কয়েকটা আগে থেকেই জানা ছিল...........


নতুনগুলি বুকমার্ক করে রাখলাম........


+ বাটন কাজ করা শুরু করলে + দিয়ে যাবো..............

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৭

রামন বলেছেন:
ও·কে পাওনা রইল। ধন্যবাদ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: Xcellent post. Really xcellent.

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

রামন বলেছেন:

ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: Xcellent post. Really xcellent.

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

রামন বলেছেন:
ধন্যবাদ।

২০| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

ইকরাম বাপ্পী বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছন: আমার ভাল লাগা আর িেত না বাটন দু কাজ করছ না - তাই পাের িলংক সইভ কর রাখলাম!

Amar o eki obotha....mobile theke dutai kaj kortese nah. Tai comment kore apato chinho rekhe jassi

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

রামন বলেছেন:

কষ্ট করে পোস্টে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

২১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

এম মশিউর বলেছেন: কাজের পোস্ট দিয়েছেন। প্রিয়তে রাখলাম।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২

রামন বলেছেন:

কাজে আসলেই আমি সার্থক। পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

২২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এই পোষ্ট প্রিয়তে না নেয়া হবে চরম বোকামি। অনেক ধন্যবাদ ভ্রাতা। পোস্ট টা দেয়ার জন্য ভাল পরিশ্রম করেছেন বঝা যাচ্ছে। :)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

রামন বলেছেন:
সবার উপকারে আসবে এই চিন্তা মাথায় রেখে পোস্ট দিতে হলে তো পরিশ্রম করতেই হবে। পোস্টের বিষয়ের উপর তথ্য উপাত্ত সংগ্রহ করার পর সেগুলো নির্ভেজাল কি না তা ক্রস চেকের মাধ্যমে নিশ্চিত হয়েই পোস্ট লিখতে হয়। কাজেই বুঝতেই পারছেন খাটা-খাটুনি ব্যতিত পোস্টের ব্যাসিক জিনিসগুলো যোগার করা সম্ভব নয়। তা সত্বেও পোস্টে আপনাদের গঠনমূলক মন্তব্য এবং অনুপ্রেরণা সকল ক্লান্তি ও অবসাদ ভুলিয়ে দেয়

ধন্যবাদ।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন !!

প্রিয়তে রাখলাম। :)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

রামন বলেছেন:

অনেক ধন্যবাদ।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

টুম্পা মনি বলেছেন: প্রিয়তে নিতে চাইসিলাম। কিন্তু অপসন কাজ করে না। :( :(

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

রামন বলেছেন:
আশাকরি সৃষ্ট টেকনিক্যাল সমস্যাটির দ্রুত সমাধান হবে। পোস্ট দেখার

জন্য ধন্যবাদ।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৯

রোমেন রুমি বলেছেন:

প্রয়োজনীয় পোস্ট । ভাল লাগল । প্রিয়তে রইল ।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭

রামন বলেছেন:

পোস্ট দেখা এবং ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

আমি অপদার্থ বলেছেন:

দারুণ পোষ্ট । লাইক দিলাম কিন্তু প্রিয়তে নেয়ার অপশন নাই । পরে এসে নিয়ে যাবো।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬

রামন বলেছেন:

পোস্টে সদা সুস্বাগতম। ফিরে আসুন আবার।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক গবেষণা করেছেন। প্রিয়তে রাখার চেষ্টা করবো।
বিষয়গুলো বেশ দরকারি।

অনেক ধন্যবাদ :)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮

রামন বলেছেন:

ছোটাছুটি করতে হয়েছে এই যা, তবে কাজে আসলে আমি সার্থক।

ধন্যবাদ।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পিলাচ B-)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

রামন বলেছেন:

আবারও ধন্যবাদ।

২৯| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

চাদের জোসনা বলেছেন: পুরাই মাইনষের জন্য নিবেদিত । লেখককে অনেক ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

রামন বলেছেন:

পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

আমিনুর রহমান বলেছেন:





দরকারী পোষ্ট +++
প্রিয়তে

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪১

রামন বলেছেন:
ধন্যবাদ আমিনুর।

৩১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

হায়দার সুমন বলেছেন: অতি প্রয়োজনীয় পোষ্ট


++++++++ প্রিয়তে

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১

রামন বলেছেন:

আশাকরি প্রয়োজনের সময় কাজে আসবে, ধন্যবাদ।

৩২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

বোকামানুষ বলেছেন: হায়দার সুমন বলেছেন: অতি প্রয়োজনীয় পোষ্ট


++++++++ প্রিয়তে

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২২

রামন বলেছেন:

অনেক ধন্যবাদ।

৩৩| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

এক্সপেরিয়া বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ.... এরকম একটা দরকারি পোস্ট দেয়ার জন্য.....

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

রামন বলেছেন:

পোস্ট দেখা ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

ইমরান হক সজীব বলেছেন: ভাগ্যিস আপনাকেই অনুসারিত করে রেখেছিলাম, তাই পোষ্টটা মিস হল না

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

রামন বলেছেন:
পোস্টটি দেখা মিস হয়নি জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

প্রিয় তে। কাজে লাগতে পারে।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

রামন বলেছেন:

কাজে লাগলেই পরিশ্রম সার্থক। ধন্যবাদ।

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রিয়তে... কিছু কিছু সাইট দরকারি অবশ্যই... ধন্যবাদ...

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

রামন বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

আরজু পনি বলেছেন:

লাইক দিয়ে, প্রিয়তে নিয়ে তারপর মন্তব্য করলাম :D

অনেক ধন্যবাদ জানাই রামন ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩১

রামন বলেছেন:

পোস্ট দেখা এবং ভাললাগা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ আরজুপনি।

৩৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইলো

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

রামন বলেছেন:

ধন্যবাদ।

৩৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম

০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৯

রামন বলেছেন:
পোস্ট দেখা ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪০| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

সুমন জেবা বলেছেন: বেশ দরকারি..

২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১১

রামন বলেছেন:
ধন্যবাদ।

৪১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬

পুতুল আলতাব বলেছেন: খুব ভালো লাগলো কাজের পোস্ট দিয়েছে। প্রিয়তে নিয়েগেলাম। :)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৪

রামন বলেছেন:


অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.