![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধপরাধীদের কঠোর বিচার চাই, স্বাধীন দেশের মাটিতে তারা পতাকা উড়িয়ে গাড়ি হাকাবে, তা জাতির জন্য লজ্জার। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/cl.samurai
বিবাহের আরবী শব্দ হলো নিকাহ। নিকাহ এর শাব্দিক অর্থ হলো, একত্রিত হওয়া, নারী পুরুষ মিলিত হওয়া।
বিবাহ হচ্ছে এমন একটি চুক্তি, যার মাধ্যমে নারী-পুরুষ শারীরিকভাবে একে অপরের সাথে মিলিত হওয়া বৈধ হয়। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ পরস্পরে নিজেদের দৈহিক ও প্রাসঙ্গিক চাহিদা পূরণের জন্য সমাজ ও ধর্ম স্বীকৃত বৈধ পন্থার নামই হচ্ছে বিবাহ।
কখন বিয়ে করবেন?
(সহীহ বুখারী, হাদীস নং ৪৭৭৮)
“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, মহানবী সা. বলেছেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা স্ত্রীদের ভরণ-পোষণের সক্ষমতা রাখে তারা যেন বিয়ে করে ফেলে। কেননা এটা চোখের প্রশান্তি দানকারী ও লজ্জাস্থানের হিফাজতকারী। আর যারা স্ত্রীদের ভরণ-পোষণের সামর্থ্য রাখে না, তারা যেন রোজা রাখে, কেননা এটা তাদের উত্তেজনাকে হ্রাস করবে।”
* যদি শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে এবং বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখা দেয় তাহলে এমতাবস্থায় বিয়ে করা ফরজ।
* যদি শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকে, কিন্তু বিয়ে না করলে গুনাহের আশংকা না থাকে তাহলে এমন অবস্থায় বিয়ে করা সুন্নাত।
* যদি আর্থিক সক্ষমতা থাকে কিন্তু শারীরিক সক্ষমতা না থাকে যেমন অসুস্থ্য বা বয়স্ক ব্যক্তি, এমতাবস্থায় বিয়ে করা মাকরূহ।
* যদি কেবল শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা নেই তাহলে এমতাবস্থায় বিয়ে না করে রোজা রাখা উত্তম এবং আর্থিক সক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত
সবচেয়ে বেশী বরকতপূর্ণ ও উত্তম বিবাহ:
হযরত আয়শা রা. থেকে বর্ণিত, নবী কারীম সা. বলেছেন, “নিশ্চয়ই সবচেয়ে বেশি বরকত ও কল্যাণময় বিবাহ হচ্ছে সেটি, যেখানে খরচ কম হয় (অহেতুক খরচ হয় না)।” (বায়হাকী, ঈমান অধ্যায়)
দেনমোহর নির্ধারণঃ
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মহরের বেলায় কোন বিশেষ পরিমাণ আবশ্যিকভাবে নির্ধারণ করেন নাই তবু অসংখ্য হাদীসের দ্বারা প্রমাণিত হয় যে, মহরের পরিমাণ এতটুকু হওয়া উচিত যা সহজভাবে আদায় করা যায়। আর যে পরিমাণ মহর নির্ধারিত হয় তা থেকে কিছু অংশ বাসররাত যাপনের পূর্বেই স্ত্রীকে দেয়া চাই। অনেক ফকীহদের মতে প্রথমে স্ত্রীকে কিছু না দিয়ে বাসর রাত যাপন মোটেই জায়েয নেই। শামী কিতাবের উদ্ধৃতি মুতাবিক (২/৩২৯) হানাফী মাযহাব মতে স্ত্রীকে প্রথমে কিছু দেয়া মুস্তাহাব।
হযরত আলী রা. হযরত ফাতিমাকে বিবাহ করার পর বাসররাত্রি যাপনের ইচ্ছা পোষণ করলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না দিয়ে বাসর রাত্রি যাপনের অনুমতি দেন নি বরং নিষেধ করেন। হযরত আলী বলেন, "দেয়ার মত আমার নিকট কোন কিছু নেই"। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে "তোমার লৌহবর্ম দিয়ে দাও"। হযরত আলী হযরত ফাতেমাকে স্বীয় বর্ম দিয়ে দেন এবং এরপর বাসররাত্রি যাপন করেন। বস্তুত এতে স্ত্রীর প্রতি স্বামীর আন্তরিক ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে এবং তার মন জয় করা সহজ হয়।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকাংশ স্ত্রীদের মহর পাঁচশত দেরহাম আনুমানিক প্রায় ১৩১ ভরি রূপা নির্ধারণ করেছিলেন। (প্রতি ভরি রূপার দাম হিসাবে বর্তমানে তা ২ লক্ষ টাকার মত হবে)। নবী কন্যাদের বেলায়ও এই পরিমাণ মহরানা নির্ধারণ করা হয়। রাসূলে পাকের স্ত্রীদের মধ্যে একমাত্র হযরত উম্মে হাবীবার মহরানা চার হাজার দেরহাম নির্ধারণ করা হয়েছিল। আর তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং হাবশার বাদশাহ আছহামা নাজ্জাশী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদায় করেছিলেন।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের দ্বারা এটাই প্রমাণিত হয় যে, এতো অধিক পরিমাণ মহরানা নির্ধারণ করা সঠিক নয় যা আদায় করা কঠিন হয়। আবার এতো অল্প পরিমাণ নির্ধারণ করাও উচিত নয় যাতে তার অবমূল্যায়ন হয় এবং স্ত্রীর জন্য অবমাননা অনুভূত হয়। অথচ এ ব্যাপারে সমাজে সীমালংঘন পরিলক্ষিত হয়। অধিক পরিমাণে মহরানা নির্ধারণ করাকে গৌরবের বিষয় মনে করা হয়, যে পরিমাণ আদায় করা কেবল কষ্টকরই নয় বরং অসম্ভব হয়ে পড়ে। অপরপক্ষে অনেক পরিবারের রেওয়াজ অনুযায়ী এতো অল্প পরিমাণ মহরানা নির্ধারণ করা হয় যা শুনে হাসি পায় এবং স্ত্রীর জন্যও অত্যন্ত অবমাননাকর হয়।
যা দেখে বিবাহ করা উচিতঃ
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
"সাধারণত: চারটি গুণের ভিত্তিতে কোন নারীকে বিবাহ করতে হয়, সহায়-সম্পদ, বংশীয় মর্যাদা, রূপ এবং ধর্মানুরাগ,তোমরা ধর্মানুরাগী সৎ নারীকে বিবাহ করে সফলকাম হও, বড় কামিয়াবী এটাই।" (রেফাঃ)
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
"কেবল রূপ দেখে বিবাহ করো না, কেননা রূপ ধ্বংসের কারণ হতে পারে এবং কেবল অর্থ সম্পদ দেখেও বিবাহ করো না। কেননা সাধারণত অর্থ সম্পদ অহমিকা এবং অবাধ্যতার কারণ হয়। ফলে সে স্বামীর আনুগত্য করে না বরং স্বামীকে খাদেম মনে করে। তাই ধর্মানুরাগীতা দেখে বিবাহ করবে"
আরো হাদীস রয়েছে,
"যদি কেউ কেবল সম্মান অর্জনের জন্য বিবাহ করে তাহলে অসম্মান বৃদ্ধি পায়। যে অর্থ সম্পদের লোভে বিবাহ করে তার অভাব বৃদ্ধি পায়। আর যে বংশীয় মর্যাদা দেখে বিবাহ করে তার মর্যাদা মোটেও বৃদ্ধি পায় না। হ্যাঁ যে পবিত্রতার জন্য অথবা আত্মীয়দের সাথে উত্তম আচরণের খাতিরে বিবাহ করে তবে স্বামী স্ত্রী উভয়ের জন্যই এই বিবাহ বরকতময় হবে"
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেন-
"যদি এমন লোক বিবাহের প্রস্তাব দেয় যার ধর্মীয় ব্যাপারে আত্মবিশ্বাস হয় তাহলে অনতিবিলম্বে তার নিকট বিবাহ দাও। অন্যথায় পৃথিবীতে মারাত্মক ধরনের ফিৎনা ফাসাদ শুরু হবে।"
বলাহয়,
"তিন প্রকার লোকের সাহায্য করার দায়িত্ব আল্লাহ পাক নিজের উপর জরুরী করেছেন-
আল্লাহর জন্য জেহাদকারী মুজাহিদ, ক্রীতদাস যে তার মালিককে আযাদীর বিনিময় আদায় করতে চায় এবং যে গোনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে বিবাহ করতে ইচ্ছুক।"
বিবাহের ফযিলতঃ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
“মুমিনের জন্য তাকওয়ার পর সর্বাধিক উপকারী বস্তু হচ্ছে নেক স্ত্রী। নেক স্ত্রীর গুণাবলী হচ্ছে, যে স্ত্রী বিনা বিলম্বে স্বামীর নির্দেশ পালন করে। তাকে অবলোকন করে স্বামী আনন্দিত হয়। স্ত্রীর প্রতি ভরসা করে স্বামী শপথ করে, স্ত্রী তা পূরণ করে। স্বামীর অবর্তমানে তার সহায় সম্পদ নষ্ট করে না, এবং তার কারণে স্বামী কষ্ট পায় না।”
বলা হয়ে থাকে,
“বস্তুজগত কেবল সাময়িক উপকারী বস্তু, উপকারী উপাদানের মধ্যে সর্বাধিক উত্তম হচ্ছে নেক স্ত্রী।”
বর্তমান বাস্তবতাঃ
আমাদের আজকের সমাজের একটি দু:খজনক বাস্তবতা হলো:
আমরা বিবাহকে নানাবিধ অহেতুক খরচের বেড়াজালে বন্দী করে তাকে একটি বিভীষিকাময় কর্মযজ্ঞে পরিণত করেছে। এখন বিয়ের নাম নিতে গেলেই আগে লাখ লাখ টাকার বান্ডিল হাতে রাখতে হবে। যার কারণে লক্ষ লক্ষ যুবক আজ বিবাহের নাম নিতেও ভয় পায়। এভাবে অনৈসলামিক আর অপসাংস্কৃতিক কালচার আমাদের যুব সমাজকে বিবাহের ব্যাপারে নিরুৎসাহিত করছে। ইসলাম যেখানে বালেগ হওয়া এবং নুন্যতম আর্থিক সঙ্গতি থাকলে বিবাহের অনুমতি দিয়েছে সেখানে আমাদের সমাজ এখন ছেলেদের জন্য ক্যারিয়ার গঠন নামক শর্তের বেড়াজালে ৩০/৩৫ বছরের অলিখিত শর্তারোপ করে করেছে। কিছুদিন যাবত টেলিভিশনে প্রচারিত একটি কোম্পানীর বিজ্ঞাপনও এই থিউরী সম্প্রচার করছে। বলা হচ্ছে, বিবাহে তো অনেক খরচ, তার চেয়ে বরং মোবাইল কিনে প্রেম করেন, আর ফাও টাকা ওড়ান।
অথচ এর বহু আগেই ছেলে মেয়ে বালেগ ও প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। আমাদের বর্তমান সমাজে একটি তরুণ-তরুণীর সামনে অন্যায়-অশ্লীলতায় লিপ্ত হওয়ার সকল উপায়-উপকরণ খুবই সহজলভ্য। কিন্তু বিবাহ দুরূহ। যার কারণে যিনা-ব্যভিচারের বিস্তৃতি ঘটছে। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের রাষ্ট্র ও বহুজাতিক কোম্পানী গুলো অব্যাহত প্রচেষ্টায় এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, যেখানে যুবক-যুবতীদের বিবাহ বহির্ভুত প্রেম-ভালোবাসা আর যিনা-ব্যভিচার খুব সহজ একটা বিষয় হয়ে গেছে। কিন্তু ধর্ম ও সমাজ স্বীকৃত বৈধ বিবাহকে দেয়া হয়েছে নির্বাসন। তাই দিন যত যাচ্ছে, যিনা-ব্যাভিচার, ইভটিজিং ও নারী নির্যাতন ততই বেড়ে চলছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিবাহকে সহজ ও সাবলীল করার বিকল্প নেই
[বিভিন্ন প্রবন্ধ অনুসরণে মুমীনদের উদ্দেশ্যে রচিত]
ফেসবুকে কর্ণেল সামুরাই
একইরকমের আরো পোষ্টঃ
সম্পদের লালসা ও বিবাহ Vs মুহম্মদ (সা).. সামুরাইয়ের যুক্তিখন্ডন
নিষ্ঠুর ঈশ্বর, বিধ্বস্ত নাস্তিকতা এবং কর্ণেল সামুরাই..
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৩
কর্ণেল সামুরাই বলেছেন: দ্রুত অর্থশালী হয়ে বিয়ে করবেন সেই কামনা রইল।
২| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪০
দরিয়ানগর বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যাবাদ।
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৪
কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম
৩| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪১
রািজব বলেছেন: এটা কি নিজে লিখেছেন? অত্যন্তু ভালো একটা প্রবন্ধ হয়েছে।
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৫
কর্ণেল সামুরাই বলেছেন: বিভিন্ন প্রবন্ধের সংকলন করে এই প্রবন্ধটি রচিত। আর হাদীস তো নিজে লেখার কিছু নেই।
৪| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪২
উত্তেজিত বলেছেন: মনে হয় রোজাই রাখতে হবে
পড়লাম। লেখায় +
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৬
কর্ণেল সামুরাই বলেছেন:
৫| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৭
আহলান বলেছেন: যারা বিয়ে করতে পারছেন না বলে হা হুতাশ করছেন, তাদেরকে বলি ... এই মাত্র ভুমিকম্প হলো।
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৮
কর্ণেল সামুরাই বলেছেন: হা হা হা ..
৬| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০০
মামুণ বলেছেন: জলদি কইরা কইরা ফালান দরকার । পরে
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০১
কর্ণেল সামুরাই বলেছেন: জলদি করে ফেলুন
৭| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫
জিসসান বলেছেন: বিয়া করুম। এইটা অনেকদিনের ইচ্ছা......কিন্তু পাত্রী তো সেই ইচ্ছার দাম ই দেয়না
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫
কর্ণেল সামুরাই বলেছেন:
৮| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: এখন আর বিয়া করুমনা।বাঁচুমতো মাত্র ৪০-৫০ বছর।বিয়ার বয়স গেছেগা।
নিজে কামামু,নিজে খামু।দুনিয়ার লাইগা কিছু করমু।
১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
কর্ণেল সামুরাই বলেছেন: বাকি চাহিদা মিটাইবেন কেমনে??
৯| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২১
প্রকৃতির প্রতিফলন বলেছেন: বিয়া ক্যামনে করি ভাই
টাকা-পয়সা তো নাই।
১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
কর্ণেল সামুরাই বলেছেন:
১০| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৪
Observer বলেছেন: আচ্ছা খুব দ্রুতই বিয়ে করে ফেলব :!>
।
।
ইয়ে মানে ৫ লক্ষ টাকা ধার দেন
১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
কর্ণেল সামুরাই বলেছেন:
১১| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৮
ইলুসন বলেছেন: ভাল্লাগছে লেখাটা।
১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
কর্ণেল সামুরাই বলেছেন: ধন্যবাদ ইলুসন!
১২| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: যখন কোন মুসলমান বিয়ে করে তখন সে ধর্মের অর্ধেক পূর্ণ করে, বাকী অর্ধেকের জন্য সে যাতে আল্লাহকে ভয় করে [তিরমিজি]
বিয়ে একটা বিশাল বড় ঢালের মতো, তাই নানা ধরনের ফেৎতা এবং পাপ থেকে মুক্ত থাকার জন্য তাড়াতাড়ি বিয়ে করার বিকল্প নাই ।
লেখককে অনেক ধন্যবাদ একটা ভালো জিনিষ শেয়ার করার জন্য। যারা টাকার জন্য বিয়ে করতে পারছেন না, তাদের জন্য ও ইসলাম কিছু আমল বাৎলে দিয়েছে । লৈখক ভাই বলে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করূন ।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫
কর্ণেল সামুরাই বলেছেন: আমীন
১৩| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০১
ছোট নদী বলেছেন: আপনার লেখাটি ভালো লাগলো। আশা কার বিয়ের বয়স হওয়া মাএ শুভ কাজটি সেরে ফেলবেন। আপনার সাথে একমত।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৬
কর্ণেল সামুরাই বলেছেন: আমার প্রোফাইল পিকচার দেখে বিভ্রান্ত হবেন না।
১৪| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৬
রাহি বলেছেন: লেখা ভাল হইয়াছে। পিলাচ। আপনার নিকট হইতে নিষ্ঠুর ঈশ্বর, বিধ্বস্ত নাস্তিকতা এবং কর্ণেল সামুরাই.. এর ২য় পর্ব আশা করিতেছি। ভাল থাকিবেন
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭
কর্ণেল সামুরাই বলেছেন: কোন বিশেষ টপিকের উপর?? নাকি র্যানডম?
১৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১২
চারু৩২ বলেছেন: আজকে ভূমিকম্প দেখে ভয় পেয়েছি।দ্রুত বিয়ে সেরে ফেলতে হবে।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭
কর্ণেল সামুরাই বলেছেন: হুম সেরে ফেলুন!
১৬| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২২
এস এইচ খান বলেছেন: সুন্দর পোস্ট। +
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭
কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম ভাই
১৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৫
ভালো থাকতে চাই বলেছেন: :-D
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৮
কর্ণেল সামুরাই বলেছেন:
১৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৮
আমি অতি সাধারণ বলেছেন: এই পোস্টে কোন একটা মেয়ে কমেন্ট করল না ! আফসোস ! সবাই স্টারপ্লাস আর জিটিভিতে সিরিয়াল দেখায় বেস্ত ! দারুন পোস্ট । ধন্যবাদ !
একটা কথা, দেনমোহর জিনিষটা কি একটু নিজের ভাষায় বলে বুঝিয়ে দিতে পারবেন? এটা কেন দিতে হয়? এখন তো দেনমোহর নিয়ে রীতিমত দরকষাকষি হয় । কম হইলে মেয়েপক্ষ নারাজ, বেশি হইলে ছেলের টেনশন ।
হাআআআআ ( এটা হতাশা ) মনে হইতেছে সারা বছর রোজাই রাখতে হবে!! কিছু একটা উপায় বের করেন!
১১ তম ভাললাগা !
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
কর্ণেল সামুরাই বলেছেন: দেনমোহর ইসলামী বিবাহের একটি শর্ত যা নামায রোজা ও অন্যন্য ইবাদতের শর্তের মত। মুমীনগণ নামাযের অনেক বৈজ্ঞানিক উপকারীতা ব্যাখ্যা করলেও প্রকৃতপক্ষে শারীরিক বা মানসিক কোন লাভ নয় বরং তাকওয়া বা আল্লাহ সন্তুষ্টির জন্যই পড়া হয়। একইভাবে, মোহরানা আদায় মেয়েদের সিকিউরিটি মানি, তাদের জন্য উপঢৌকন ইত্যাদি বলা হলেও সহজ কথা হল এটা আল্লাহ প্রদত্ত বিধান যা মুমীনদের মানা বাধ্যতামূলক।
যেহেতু বিধানটা আল্লাহপাকের দেয়া এবং তিনি বান্দাদের জন্য বিধান সহজ করার চেষ্ঠা করেছেন সবসময় তাই দেনমোহরের কোন নির্দিস্ট পারিমাণ নির্ধারণ করে দেননি। আপনার সামর্থ অনুসারে দেবেন, চেষ্ঠা করবেন একবারেই দিয়ে দিতে। বাকী না রাখাই উত্তম।
আপনি যদি বাকী রাখেন তো, মেয়েপক্ষ ৫ লক্ষ ১০ লক্ষ টাকা নির্ধারণ করতেও বাধবেনা। আর শুরুতেই আপনি যদি বলে দেন আপনি ইসলামী শরীয়াহ মোতাবেক দেনমোহর একবারেই শোধ করেদিতে চান, তাই আপনার সামর্থ্য অনুসারে দেবেন কেউ কখনোই দর কষাকষি করবেনা এবং কখনো করতেও দেখিনি। বাংলাদেশের সবাই ধর্মপ্রাণ এবং একবারে মোহরাণা শোধ করাটাকে অনেক ভালো চোখে দেখা হয়।
১৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪০
বাদশা নামদার বলেছেন: বিয়ে করতে মুঞ্চায়
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
কর্ণেল সামুরাই বলেছেন: করে ফেলুন।
২০| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪১
আসুন মজা করি বলেছেন: ঐ টাকার জন্যই তো ৫ বছরের প্রেম এর জলাঞ্জলি দিতে হইছে। শালার আমাগো সমাজ এ ক্যারিয়ার এর কথা চিন্তা কইরা কত পাপ কাজ করা লাগে তার কোন হিসাব নাই। আমি এটা নিশ্চিত কইতে পারি, শারিরিক চাহিদা থাকা এবং আর্থিক অবস্থা খারাপের কারনে সমাজে ১% লোকও রোজা রাখব না। বিয়ার ফরজ আর সুন্নত সংক্রান্ত নতুন হাদিস দরকার। হাদিস তো হইব না কিয়াস দরকার। চলেন আমরা সবাই মিলে একটা কিয়াস তৈরি করি।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১১
কর্ণেল সামুরাই বলেছেন: স্পস্ট বিধানের ক্ষেত্রে কিয়াসের কোন সুযোগ নেই। অবশ্য দোষ আপনার নয়। দোষ গার্জিয়ানদের। বিয়ে না দেবার জন্য এসব পাপের বোঝা তাদেরই টানতে হবে।
২১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬
হাসান ইকবাল বলেছেন: যারা সম্প্রতি বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য এই লিস্টটা কাজে আসতেও পারে।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৪
কর্ণেল সামুরাই বলেছেন: এত বিশাল লিস্ট!! :-& :-& :-&
২২| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৯
হাসান ইকবাল বলেছেন:
যারা সম্প্রতি বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য এই লিস্টটা কাজে আসতেও পারে।
Click This Link
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৪
কর্ণেল সামুরাই বলেছেন: ভাল করেছেন। যাদের সামর্থ আছে দেবে।
২৩| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৬
অগ্রপথিক... বলেছেন: চমৎকার পোস্ট ভাই, আল্লাহ্ তা'আলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:২৮
কর্ণেল সামুরাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
২৪| ১২ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:১৪
মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন: অতি সুন্দর এবং অতি প্রয়োজনীয় পোষ্ট লেখার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১০
কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম
২৫| ১২ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৪৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ!
১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১১
কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম
২৬| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫০
রাহি বলেছেন: র্যানডম দেন। যেগুলো নিয়া সাধারনত বেশী খোঁচাখুঁচি করা হয়।
১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১১
কর্ণেল সামুরাই বলেছেন: চেষ্ঠা করব।
২৭| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: লেখক বলেছেন: বাকি চাহিদা মিটাইবেন কেমনে??
বাকী চাহিদা বলতে কি বোঝাতে চাইলেন?যদি যৌনতা হয় তাইলে ক্লিয়ার করি বিয়া আর যৌনতার অধিকারপ্রাপ্তির লাইসেন্স পাওয়া একচোখে দেখা ঠিক মনে করিনা।
১২ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১০
কর্ণেল সামুরাই বলেছেন: কোন শর্ত অধীনে ঠিক মনে করেন না? ব্যক্তিগত মতবাদ?
বিবাহ মুমীনদের জন্য যৌনতার অধিকারপ্রাপ্তির লাইসেন্স। আপনি কোন মতালম্বী সেটা অবশ্য জানিনা।
২৮| ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৭
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: বাড়ি থেকে বিয়ে দেবার জন্য পাগল করে ছাড়ছিল..............।
শুধু মনে যে টাকা পাই নিজেরই চলে না ঠিক মত আবার বউ নিয়ে চলব কেমনে।
তয় অনেকের সাথে আলাপ করে দেখি তারা আমার মত বা আমার চেয়ে কম বেতন পেয়ে ছেলে-মেয়ে নিয়ে ভালই চলতেছে...........।
আল্লাহ যদি রহমত করেন, এই বছরেই কামটা সেরে ফেলব ইনশাল্লাহ।
ধন্যবাদ, ভাল থাকবেন।
আল্লাহ সবার মঙ্গল করুন। আমিন।
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৩
কর্ণেল সামুরাই বলেছেন: দোয়া থাকল। আশা করছি ভাল ভাবেই চলে যাবে। বিয়ে করে ফেলুন।
২৯| ১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩১
ক্রিয়েটিভ ইনফিনিটি বলেছেন: সময়পযোগী দারুন পোস্ট। ধন্যবাদ!
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৩
কর্ণেল সামুরাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
৩০| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৭
s r jony বলেছেন: মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বিয়া কইরতে মুঞ্চায়। কিযে করি।
ট্যাকা, বুইঝলেন !
এই ট্যাকার লাইগাই বিয়াডা কইরতে পারিতেছিনা।
হে আল্লাহ ট্যাক দেন, বিবাহ করিব। সহমত
এই জনমে মনে হয় রোজা রাইখাই দিন পার করতে হবে
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৯
কর্ণেল সামুরাই বলেছেন:
৩১| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০
শিকদার বলেছেন: বাবা মায়েদের এইগুলা কে পড়াইবে? বলেন?
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৯
কর্ণেল সামুরাই বলেছেন: সেটাও ঠিক!
৩২| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৪
শিকদার বলেছেন: বাপ মা ঠিক হলেই এই গুনাহ বন্ধ করা সম্ভব। পোস্টের জন্য ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৯
কর্ণেল সামুরাই বলেছেন: স্বাগতম শিকদার ভাই
৩৩| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩
মশিউর মামা ১ বলেছেন: দ্রুত বিবাহ করে ফেলুন | খরচ কর্নেল বহন করবেন |
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১১
কর্ণেল সামুরাই বলেছেন: খরচের ভার কর্ণেলের কান্দে চাপায়া মামা কি মতলবে আছেন??
৩৪| ১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৭
প্রজন্ম৮৬ বলেছেন: কর্ণেল, কথা তো সত্য, আসলে বিয়ে করে ফেলা যায় কিন্তু সিরিয়াসলি ভাবতে গেলেই শয়তান নানা রকমের ফ্যাকরা বাঁধায়!!!
টাকা-পয়সার বিষয়টাও খুব ছোট না তবে শয়তানের ইনফ্লুয়েন্সে ফিনান্সিয়াল ইস্যুটা আরো বড় হয়ে উঠে! এর বাইরেও নানা রকমের ছোট-খাট ইস্যুতো আছেই!
১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১১
কর্ণেল সামুরাই বলেছেন: কথা সত্য!
৩৫| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৬
তাজদীদ বলেছেন: হায়!হায়!! দেশের এতো গুলা মানুষের কি উপায় হইবো!!!
১৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২১
কর্ণেল সামুরাই বলেছেন:
৩৬| ১৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৬
নাফীস কাজী বলেছেন: মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বিয়া কইরতে মুঞ্চায়। কিযে করি।
ট্যাকা, বুইঝলেন !
এই ট্যাকার লাইগাই বিয়াডা কইরতে পারিতেছিনা। সহমত
খরচের একটা ডেমো দেই..........
আমার ফ্যামেলিতে বিয়ে সাধারনত দরবার হল/ সেনাকুঞ্জে হয়। বতমান খরচ ১.৫ লাখ টাকা ।
খাবার খরচ ৪ লাখ টাকা।
গয়না ১০ ভরি ৬.৫ লাখ টাকা।
শাড়ি ও প্রসাধনী ১ লাখ টাকা।
নিজের ও পরিবারের পোষাক ১ লাখ টাকা।
দেনমোহর (এডভান্স ২০%) ২ লাখ টাকা।
ভুংচুং খরচ- ১লাখ টাকা।.........
হানিমুন ৫লাখ টাকা।.....
মোট..........২২ লাখ টাকা।!!!!!!!!!!!!!!!!
কি করুম কন............ মাঝে মাঝে ভাবি পালিয়ে বিয়ে করা ভাল!!
কিন্তু প্রেমতো করি নাই ।
তবে আপনার পোস্ট সুন্দর। আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করূন ।
১৬ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৫
কর্ণেল সামুরাই বলেছেন: আপনার যদি বিয়েতে ২২ লাখ টাকা খরচের সামর্থ্য থাকে তো করতে পারেন, তবে সত্যিই তার কি কোন প্রয়োজন আছে?
হুজুর (সা) যদি খেজুর দিয়ে ওয়ালিমা করেন (সর্বোচ্চ ওয়ালিমা পাওয়া যায় খাসী জবাই দিয়ে) সেখানে খুব বেশী বিলাসীতার প্রয়োজন আছে কি?
ফাতেমা (রা) বলেন, সবচেয়ে বেশী বরকত সেই বিবাহে যেখানে খরচ হয় কম। বর্তমান জমানায় বউএর হাতে স্বামীরা যেভাবে লান্ছিত হয় এর অন্যতম কারন হলঃ শরীয়াহ থেকে আমাদের বিচ্যুতি।
পাত্রী পছন্দ করা হয় কোটিপতির মেয়ে দেখে, পরে সেই মেয়ের দেমাগ আর বাপের জোরে স্বামীকে পায়ের তলার পিষে ফেলে, সাথে শ্বশুর-শ্বাশুড়ীকেও।
ইসলামী শরীয়াহ অনুসারণ করা হলে এসব বিশৃঙ্খলা সহ্য করতে হত না্
৩৭| ১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১
মাহমুদুল হাসান অনিক বলেছেন: ভাইয়া আপনে কি শিউর ৫০০ দিরহাম সমান ২ লক্ষ টাকা? মধ্যবিত্তের অনেকেরই তো ২ লক্ষ টাকা দেনমোহর দিয়ে আবার বিয়ের গহনা ও অন্যান্য খরচের সামর্থ্য নেই তাদের কি হবে? ছেলে হিসেবে আমরা কি সব সময় দিয়েই যাব কিছু কি পাব না?
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১:৩৫
কর্ণেল সামুরাই বলেছেন: ভাই এটা জরুরী নয় যে আপনাকে দুই লক্ষ টাকা দেনমোহর দিতে হবে। আপনি আপনার সামর্থঅনুসারে দেবেন
৩৮| ০৫ ই মে, ২০১২ রাত ৯:০৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র...
আমি বিয়া কইরালচি, দুটাডা পোলাও আছে !!
০৫ ই মে, ২০১২ রাত ৯:৫৫
কর্ণেল সামুরাই বলেছেন: মারহাবা!!
৩৯| ১৯ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪০
রাশেদ হাসান নোবেল বলেছেন: সরকারি চাকরি পাইছি । শুনছি এইটার বিয়ার বাজার ভাল। আব্বু আম্মু রে কেমনে কোই 'বিয়া করতে মন চায়' :#>
২১ শে মে, ২০১২ রাত ১:৪৯
কর্ণেল সামুরাই বলেছেন: বলে ফেলুন।
৪০| ২৮ শে জুন, ২০১২ রাত ১১:০৮
ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: বিয়ে আমার কাছে বিনা বেতনে করমী নিয়োগের মত।বিশ্বস্থ করমী নিয়োগ।স
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩১
কর্ণেল সামুরাই বলেছেন: সার্কাস কর্মী অপেক্ষা ভাল
৪১| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:০৮
চোরা শিকারি বলেছেন: +++ আল্লাহ আমাদের পিতা মাতা কে বোঝার ক্ষমতা দান করুন আমীন
৪২| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:২২
রাতুল_শাহ বলেছেন: বাসায় বিয়ার কথা বলতে হবে।
৪৩| ১৩ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৬
আতিকুল০৭৮৪ বলেছেন: মনের মত কাউকে পাইলাম না এখনো
কবে জে বিয়া করবো
৪৪| ২৩ শে আগস্ট, ২০১২ সকাল ৭:২০
চে২১ বলেছেন: দৌড়ের উপ্রে ...........
৪৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯
সাখাওয়াত রহমান বলেছেন: ভাই, কেমন আছেন?
৪৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
বিদেশ পাগলা বলেছেন: বিষয় টি ভাল ও গুরুত্ব পুর্ন, চালিয়ে যান ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৬
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বিয়া কইরতে মুঞ্চায়। কিযে করি।
ট্যাকা, বুইঝলেন !
এই ট্যাকার লাইগাই বিয়াডা কইরতে পারিতেছিনা।
হে আল্লাহ ট্যাক দেন, বিবাহ করিব।
হা-হা-হা
সুন্দর পোস্ট। ধন্যবাদ