নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার জয়গান

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন।" www.deshbidesh.tk

মাসুদ চৌধুরী

ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। কিম্পিউটারের নতুন বিষয়গুলি ভালো লাগে।

মাসুদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনেকগুলো ছবি একসঙ্গে রিসাইজ/রিনেম করুন।

০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১০:১৬



অনেক সময় কাজের প্রয়োজনে অনেক ছবি রিসাইজ করার প্রোয়োজন হয়।



আপনি অনেকগুলো ছবি রিসাইজ/রিনেম করতে পারেন নিচের ছোট সফটওয়্যারটি (FastStone Photo Resizer 3.0 ) নেট থেকে ডাউনলোড করুন।



ডাউনলোড লিঙ্কঃ-

FastStone Photo Resizer 3.0 Freeware http://www.faststone.org/download.htm

http://www.faststone.org/FSResizerDownload.htm



ফটোশপে যেভাবে করতে হবেঃ-



১। যে ফোল্ডার এ অরজিনাল ছবি আছে, তার মধ্যে রিসাইজ নামে আরে একটি ফোল্ডার তৈরি করুন।



২। ফটোশপ চালু করুন এবং view হতে action বা ALT+ F9 চাপুন। ( যদি একশন প্যালেট চালু না থাকে)।



৩। এবার প্যালেট এর create new action বাটন এ ক্লিক করে name text box এ resizepic টাইপ করে Record বাটন এ ক্লিক করুন।



৪। এবার file>open এ ক্লিক করে আপনার অরজিনাল ফটো ফোল্ডার হতে যে কোন একটি ফটো অপেন করুন।



৫। এবার image>image size এ ক্লিক করে, width 720 and height 576 type করুন। ok বাটনে ক্লিক করুন।



৬। এখন file>save as এ ক্লিক করে format এর drop down বাটন এ ক্লিক করে JPEG (*.jpg,*.ipeg,*.jpe) সিলেক্ট করন এবং ফাইলের নাম পরিবতন না করে শুধুমাত্র আপনার resize folder লোকেশন নিধারন করে save baton এ ক্লিক করুন। JPEG OPTIONS এর Qulity box এ ৪ অথবা ৫ টাইপ করুন। এবার OK বাটনে ক্লিক করুন।



৭। ফটো ফাইলটি বন্ধ করুন। একশন প্যালেট এর stop G Cilck করুন ।



৮। File>automate>batch এ ক্লিক করুন।



৯। এবার action dropdown হতে resizepic selet , অতপর source হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার অরজিনাল ফোল্ডার সিলেক্ট করে দিন। একইভাবে destination হতে Folder এবং choose এ ক্লিক করে আপনার Resize ফোল্ডার সিলেক্ট করে দিন। Ok বাটনে ক্লিক করুন।



১০। দেখুন আপনার অরজিনাল ফোল্ডার হতে (আপনার অরজিনাল ফোল্ডার এ প্রচুর পরিমানে ছবি আছে, তাতেও কোন সমস্যা নেই) অটোমেটিক একের পর এক করে Resize folder এ জমা হচ্ছে, আপনার নতুন সেটিং অনুযায়ী। এই প্রসেস চলাকালিন JPEG OPTIONS box আসলে OK বাটনে ক্লিক করুন।



মন্তব্য ৩৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১০:২৭

পলাশ রহমান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১১

মাসুদ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।।

২| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১০:৪২

রনি রাজশাহী বলেছেন: ফেভারিটে রাখলাম।

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১২

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ রনি ভাই।।

৩| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৭

অগ্নিবীনা বলেছেন: প্রয়োজনীয়। ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১২

মাসুদ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যাবদ।।

৪| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৫

মোতাব্বির কাগু বলেছেন: Click This Link

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।।

৫| ০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৮

রাজসোহান বলেছেন: প্লাস :)

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩

মাসুদ চৌধুরী বলেছেন: ধণ্যবাধ

৬| ০১ লা অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫১

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩

মাসুদ চৌধুরী বলেছেন: আপনাকেও............................

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:২৭

এস বাসার বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।

০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৯

মাসুদ চৌধুরী বলেছেন: বাসার ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৮

আজাদ আল্-আমীন বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই। কাজে লাগবে।

০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০০

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আলামীন ভাই
।।।।।।।।।।।।।।।।।

৯| ০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৯

যীশূ বলেছেন: কামের পোস্ট। সংগ্রহে রাখলাম। :)

০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫১

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ যীশূ দা কেমন আছেন???

১০| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৭

আহাদিল বলেছেন: হুমম......উপকারী পোস্ট। :)

০৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:১৬

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আহাদিল ভাই...............

১১| ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৩

রেজোওয়ানা বলেছেন: কাজের জিনিস,

০৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:১৭

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপু।।

১২| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২২

ময়নামতি বলেছেন: মাসুদ ভাই সালাম , সবার পোষ্টে কমেন্ট করি না কিন্তু কারো কারো পোষ্ট এ কমেন্ট না করলে অকৃতজ্ঞ হব, কারন কমেন্টের উদ্দেশ্যে কমেন্ট নয় যা আমার ভাবনা মাধ্যমটি শিক্ষা,বিনোদন নাকি কাদছোড়াছোড়ী এখনো ঠিক করতে পারতেছি না আপনাকে বিনোদনের মাঝে শিক্ষক হিসেবে নিয়েছি, ই মেইলে ফাইল এটাচ করতে গিয়ে আধ ঘন্টা লেগে গিয়েছিল একেক পন্ডিত একেক একেক রকম বলল আমি ফটোসপে রেজুলেশন কমিয়ে দিয়ে ভাল ফল পেয়েছি তবে সেইভ ফরমেট জেপিজি করেছি, আপনার টা জটিল মনে হচ্ছে, ভাল থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯

মাসুদ চৌধুরী বলেছেন: ময়নামতি আমাকে মাফ করবেন আমি হয়তো আপনাকে বিপদে ফেলে দিয়েছি।

তবে আমাকে জানতে হবে আপনি জি-মেইল না ইয়াহুতে ছবি যোগ করতে চান।

আপনার ই-মেইল ঠিকানাটা দিলে আমি আপনাকে কিছু ছবি যোগ করে পাঠাতাম যাতে আপনার মনের সন্দেহ দুর হয় যে ছবির ওজন কোন ফ্যাক্ট না।

বড় বড় সাইজের ছবিও পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনার পিসি হতে সরাসরি ছবি যোগ করলে জি-মেইল সাথে ব্রাউজার ইন্টারনেট ইক্সপ্লোরার -৮ ব্যাবহার করলে সুবিধা হবে।

******সেটিং থেকে ল্যাবস ওপশনে গিয়ে ইনসার্ট পিকচার ইনেবল করতে হবে।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১০

ইউিটউব বলেছেন: + সহ প্রিয়তে

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ-----------

২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:২৩

মাসুদ চৌধুরী বলেছেন: http://www.linux.org.bd

১৪| ১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

মনি moni বলেছেন: সোকেসে রাখলাম পিলাছ+++++++++

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯

মাসুদ চৌধুরী বলেছেন: থেঙ্কু---------

১৫| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৯

ময়নামতি বলেছেন: [email protected]

১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৬

মাসুদ চৌধুরী বলেছেন: ছবি পাঠালাম দেখবেন।।

১৬| ২০ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:৩২

যেমন ইকোনোমিক্স বলেছেন: ওহ্ এটা দরকার ছিল

২০ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৫

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ ইকোনোমিক্স।।
আপানার কাজে লেগেছে জেনে ধন্য হলাম।।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১

আই আনাম বলেছেন: এ ধরণের সফটওয়ার খুঁজছিলাম অনেকদিন ধরে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৭

মাসুদ চৌধুরী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যাবাদ আই আনাম।।।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৭

ফটো পাগল বলেছেন: ++++++++++ B-) B-) B-) B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৫

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ

১৯| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৫

জুবাইর রেযা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফেভারিটে রাখলাম।

০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৭

মাসুদ চৌধুরী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.