নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত চরণ

I

কার্ল মাকর্স

I'm sooo coool

কার্ল মাকর্স › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানে ড্রোন হামলা উগ্রবাদী তালিবানের সংখ্যা বাড়িয়েছে

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ড্রোন হামলা চালালেও তালিবানের প্রতি মানুষের আকর্ষণ কমাতে ব্যর্থ হয়েছে। ব্রাসেলসে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের দপ্তর অবস্থিত। এ গ্রুপ বলেছে, মার্কিন ড্রোন হামলার ফলে উপজাতি অধ্যুষিত এলাকায় উগ্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা আরো বেড়েছে। তারা আরো বলেছে, যুক্তরাষ্ট্র উপজাতি এলাকায় ড্রোন হামলা চালিয়ে দীর্ঘ মেয়াদে ওই অঞ্চলের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। তাই পাকিস্তানে ড্রোন হামলার ব্যাপারে আরো বেশি স্বচ্ছতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা ও বিরোধিতা উপেক্ষা করে সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ থেকে ৩৫ কিলোমিটার দূরে একটি বাড়ির ওপর মার্কিন সেনারা ড্রোন হামলা চালায়। এতে চারজন নিহত হয়। ২০০৪ সালে থেকে এ পর্যন্ত মার্কিন ড্রোন হামলায় প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বিশেষ করে নারী ও শিশু।

উল্লেখ করা যায়, পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনে জিততে পারলে মার্কিন ড্রোন হামলা বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাকিস্তানের সুপ্রিম কোর্টও সম্প্রতি ড্রোন হামলাকে বেআইনি হিসেবে অভিহিত করেছে। গত ১১মে পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নওয়াজ শরীফের মুসলিম লীগ দল বিজয় লাভ করে। বিজয় লাভের পর নওয়াজ শরীফ এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলা সে দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেছেন, এ বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যুদ্ধবিরতি কর্মী ইউজিন পুরিরও বলেছেন, পাকিস্তান এমনকি আমেরিকাতেও উপজাতি অধ্যুষিত এলাকায় ড্রোন হামলার বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে এবং এ ব্যাপারে জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে। তিনি রাশা টু-ডেকে দেয়া সাক্ষাতকারে এ পরিস্থিতিকে দু’দেশের সরকারের জন্য সতর্ক বার্তা হিসেবে অভিহিত করে বলেছেন, ড্রোন হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে। জাতিসংঘও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলাকে সে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত এর নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি আদালতও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় ড্রোন হামলার ব্যাপারে তথ্য দেয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতি আহবান জানিয়েছে। কারণ সিআইএ’র পরিচালনায় ড্রোন হামলা পরিচালিত হচ্ছে। জেনেভা ভিত্তিক মানবাধিকার পরিষদের প্রতিবেদক এবং তদন্ত টিমের প্রধান বিন অ্যামেরসন পাকিস্তানে ড্রোন হামলার ব্যাপারে তিন দিনের তদন্ত শেষে এক বিবৃতিতে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে একে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তান সরকারের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই ড্রোন হামলা চালানো হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিক ইউনিয়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির একটি আদালত সম্প্রতি বলেছে, ড্রোন হামলার ব্যাপারে সিআইএ আর নীরব থাকতে পারে না। সূত্র : ওয়েবসাইট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.