নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লান্ত চরণ

I

কার্ল মাকর্স

I'm sooo coool

কার্ল মাকর্স › বিস্তারিত পোস্টঃ

বাবা জমির সাহেব ও বেজায় খুশি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

কয় দিন থেকেই বাসায় যেন উৎসব লেগে আছে। আমেনা বেগমের একমাত্র ছেলে আবু তালহা দু'বছর পর আজ এমবিএ শেষ করে বাসায় ফিরবে।

সারা বাড়ি সাজ সাজ রব। পিঠা, পায়েস সহ হরেক রকম খাবার তৈরিতে ব্যস্ত সবাই। বাবা জমির সাহেব ও বেজায় খুশি, গ্রামের প্রতিটি মোড়ে, চায়ের দোকানে তিনি একটু পর পর ছেলের আশার খবর দিয়ে আসছেন, তার বোকামীতে সবাই হাসলেও তিনি কেন যেন আজ এসব করেই খুব মজা পাচ্ছেন। করবেনই বা কেন তার ছেলে যে গ্রামের প্রথম এমএ পাশ।

সরাবাড়ি উৎসবের আমেজ, সবাই হাসি মুখে তালহার পথচেয়ে আছে কখন আসবে কখন আসবে।মায়ের যেন আর তর সইছেনা, এমন সময় ছেলের ফোন -মা আমি ট্রেন থেকে নামলাম, ঘন্টাখানেকের মধ্যেই পৌছে যাব।

সবার ব্যস্ততা যেন শত গুন বেড়ে গেল। কে কি করবে যেন ভেবে পাচ্ছেনা।



দৌড়াতে দৌড়াতে একজন এসে খবর দিল তালহা চলে এসেছে, কাজ ফেলে ছুটে গেল সবাই ঐযে দুরে আসছে আমার ছেলে মা খুশিতে লাফিয়ে উঠল।



ধীরে কাছে আসল গাড়ি

কিন্তু তালহা কোথায় !

গাড়িতে সাদা কাপড়ে মোড়ানো ঐটা কি? সবার মুখ গম্ভীর, অজানা আতংক ভীড় করল সবার মনে।

নিরবতা ভেঙ্গে একজন বললেন,

ট্রেন থেকে নামার সময় পুলিশের গুলিতে মারা গেছে সে।

ধীরে ছেলের লাশের দিকে আসল মা।।



#সাতক্ষীরা_বাসির_প্রতি_উৎস্বর্গ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

আধার রাতের মুসাফির বলেছেন: ++++

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

কার্ল মাকর্স বলেছেন: thanks Musafir

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.