নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্থিরতা

কোরাল আহ্‌মেদ

ব্লাকহোলে ডুবে যাওয়া তরুন

কোরাল আহ্‌মেদ › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ কিনব; টেকি হ্যাল্প চাই

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

যদিও ল্যাপটপ কেনার দরকার নাই, ঋণ করে ঘি খাওয়ার মত ক্রেডিট কার্ডে ল্যাপটপ কিনব।



প্রোগ্রামিং আর হালকা পাতলা গেমিং করাটাই উদ্দেশ্য



রিকয়েরমেন্ট

কোর আই ৫ , ৩য় প্রজন্মের প্রসেসর

আলাদা গ্রাফিক্স কার্ড ( হলে ভালো ?)

বেশি ব্যাটারি ব্যাকাপ ,

লাইট ওয়েট

বাজেট ম্যাক্স ৫০,০০০ টাকা।

কোন ব্রান্ডের কোন মডেল ভালো হবে?

কষ্টের টাকায় কিনব, বেশিদিন যেন ঝামেলাহীন চালাতে পারি এটাই চাওয়া ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০

কোরাল আহ্‌মেদ বলেছেন: ব্লগের কি হলো? আগে কত কত টেকি পোষ্ট পাইতাম!!!
টেকি ভাইরা কি ব্লগ ছেড়ে দিলেন নাকি?? :(

২| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

পাপন বলেছেন: কার্ডে কিনবেন, তার মানে হছে যে EMI বা সুদ মুক্ত ১২/৬ মাসের কিস্তিতে কিনবেন। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনাকে একটা ব্যাপার জানাই যে ফ্লোরা কম্পিউটার শুধু মাত্র বাস্তবে এই ভাবে ল্যাপটপ বিক্রি করে, অন্যরা সবাই কাগজে কলমে। ব্যাংক বলে যে তিন হাজারের বেশী যে কোনো কেনা কাটায় কিছু নির্দিষ্ট দোকানে এই EMI সার্ভিস নেয়া যাবে। কিন্তু আসলে তা কাগজে কলমেই। ফ্লোরাতেও নির্দিষ্ট কিছু ল্যাপটপ ই EMI এর আওতায় পরে। আমি আমার নতুন ল্যাপটপ কিনতে যেয়ে এই প্রবলেম ফেইস করেছি। আমি বলবো আপনি একটু আবার আপনার ব্যাংকের সাথে কথা বলে স্পেসিফিক দোকানের নাম নিয়ে গিয়ে কিনুন। তাতে দোকানে ঘাপলা করলে সরাসরি ব্যাংক কে জানাতে পারবেন। ব্যাংকে পরিচিত থাকলে অনেক সুবিধা হবে। Happy Shopping :)

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১০

কোরাল আহ্‌মেদ বলেছেন: থেঙ্কস, দোকান জানা আছে , ল্যাপটপের মডেল নিয়াই চিন্তায় আছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.