নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কক্সবাজার নিউজ ডটকম

ডিসকভার কক্সবাজার,ডিসকভার বাংলাদেশ।

কক্সবয়

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে লুকিয়ে আছে ,তাকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।বাংলাদেশের নাগরিক হিসেবে এটুকু করতে পারাতেই আমার আনন্দ।

কক্সবয় › বিস্তারিত পোস্টঃ

‘আবার যদি পড়ে যাই’

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

- আকতার চৌধুরী

ছাত্র ছুটছে শিক্ষকের পেছনে ১টা মার্কের আশায় । নীতিবান শিক্ষকের উত্তর ‘কক্ষনো না’ ।

ছাত্র নাছোড়বান্দা। শিক্ষকের পেছনে ছুটতে ছুটতে এক্কেবারে বাড়ীর সিড়ি পর্যন্ত পৌছে গেল।

কিন্তু হার মানলেন শিক্ষক। যখন তালত বোনের ঢংয়ে (!) মেয়ে বাবাকে বাই বাই বলছিল , হঠাৎ হিল জুতো স্লিপ করে পড়ে যেতে যেতে মালির ঘাড়ে গিয়ে ঠেকল।

ছাত্ররুপী নায়ক শিক্ষক মেয়েকে কোলে নিয়ে বাঁচালেন। আর যায় কোথায় , ছাত্রকে এক্কেবারে ড্রইং রুমে নিয়ে আসা হল ।

এরপরই শিক্ষক পিতার স্বগতোক্তি – একটা মার্ক ই ত । দেখছি ।

তার মানে শিক্ষক নিমরাজি , মেয়ের কারণে একটা মার্ক দিতেও পারেন।

ছাত্ররুপী নায়কের কাছে শিক্ষক মেয়ের প্রেমময় আহলাদী প্রশ্ন , আবার যদি পড়ে যাই ?

তার মানেটা সোজা – শিক্ষকের মেয়ে বারবার স্লিপ করে পড়ে যাবে, আর তাকে রক্ষায় ছাত্রকে দরকার !

এটা একটা গ্রামীণফোনের বিজ্ঞাপন। সন্দেহ নেই । কাহিনীটা বাংলা ফ্লিম থেকে ধারকৃত।

সে যা-ই হোক। ব্যাপরটা হালকা ভাবে নিতে পারলে হয়তো ভাল হত। কিন্তু না।

যখনই দেখলাম,টমটমে করে যাওয়ার সময় এক ছাত্র দুষ্টামি করে বান্ধবীকে বলছে- তোর বাবাকে বলব –একটা মাত্র মার্ক ,স্যার। আর ওতেই বুঝে যাবে আমি কি চাই ।

বর্তমান সময়ের বিজ্ঞাপন গুলো যথেষ্ট প্রভাব বিস্তার করে মানুষের মনে।এমনকি ডায়লগগুলোও রাজনৈতিক মঞ্চেও স্থান পায়।

তাই শিক্ষক –ছাত্র সর্ম্পককে নিয়ে এত বাজেভাবে উপস্থাপন সত্যি অনেককে অবাক করেছে।

আমি নিশ্চিতভাবে বলতে পারি, যখন একটি শিক্ষক পরিবার এ বিজ্ঞাপনটি দেখবেন টিভির সামনে থেকে শিক্ষক অথবা তার কলেজগামী সন্তানদের উঠে যাওয়া ছাড়া উপায় থাকবে না।

শিক্ষকদের নিয়ে ফান, নিম্নমানের রুচি ও অনৈতিকতার প্রচারণামূলক এড গ্রামীণ ফোন থেকে আশা করা যায় না। বিগত দিনে গ্রামীন ফোনের এড গুলো দেশ প্রেম , স্বাধীনতা , মা মাটি ও নিখাদ প্রেম ভালবাসার প্রমাণ রেখেছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল আর কুষ্টিয়ার পান্না মাষ্টারের লেপনকৃত কালিমা শিক্ষক সমাজের সম্মানকে এমনিতেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।তার উপর এ ধরনের বিজ্ঞাপন শিক্ষকের নৈতিকতার মূলে কুঠারাঘাত ও শিক্ষক পরিবারের প্রতি অসম্মান প্রদর্শন বৈকি।

আজ মনে প্রশ্ন জাগা স্বাভাবিক- শিক্ষকের মেয়ে পড়ে গেলে হয়তো কথিত নায়ক ছাত্র বাঁচাতে আসবে।

কিন্তু শিক্ষক সমাজ পড়ে গেলে জাতিকে কে বাঁচাতে আসবে ?

এখানে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৮

বটের ফল বলেছেন: নীতি বিবর্জিত এইসব এ্যাড গুলো অসম্ভব বিরক্তিকর। গ্রামিনের উপর বিরক্ত হয়ে ইউজ করা বাদ দিসি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

কক্সবয় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.