![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
মহানবী (সাঃ) বলেছেন, কিয়ামত খুবই কাছে এসে গেছে। তিনি নিকটবর্তী হওয়ার কতগুলো আলামত জানিয়ে দিয়ে গেছেন। আলামত গুলো ছোট বড় দু'করমেরই রয়েছে। আলামত গুলোর মধ্যে...
১. মানুষ ব্যাপকহারে ধর্মবিমুখ হবে,
২. বিভিন্ন রকমের পার্থিব আনন্দ এবং রং তামাশায় মেতে থাকবে,
৩. নাচ-গানে মানুষ মগ্ন থাকবে,
৪. মসজিদে বসে দুনিয়াদারীর আলাপ-আলোচনায় লিপ্ত হবে,
৫. সমাজে ও রাষ্ট্রে অযোগ্য লোক এবং মহিলা নেতৃত্ব শুরু হবে,
৬. মানুষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ ভালবাসা কমে যাবে,
৭. ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে,
৮. সব দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিবে,
৯. অত্যাধিক শিলা-বৃষ্টি হবে,
১০. বৃষ্টির সাথে বড় বড় পাথর বর্ষিত হবে,
১১. মানুষের রূপ পরিবর্তিত হয়ে পুরুষ স্ত্রীলোকের ন্যায় এবং স্ত্রীলোক পুরুষের রূপ ধারন করবে।
কিয়ামতের সময় যখন আরও নিকটবর্তী হবে তখন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আর্বিভাব, হযরত ঈসা (আঃ) এর আকাশ থেকে পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ-মাজুজের উৎপাত, পশ্চিম দিক হতে সূর্য উদয়, কুরআনের অক্ষর বিলোপ, তাওবার দরজা বন্ধ, দুনিয়া হতে ইমানদারের বিলুপ্তি ইত্যাদি দেখা দেবে..........
বিস্তারিত জানতে হলে পডুনঃ
Click This Link
.....................................................................................................
মহরম মাসের দশ তারিখ সমগ্র জগৎ সৃষ্টির দিন ও এদিন কেয়ামত অনুষ্টিত হবে
.........................................................................................
আরবী মহরম মাসের দশ তারিখ (পবিত্র আশুরা দিবস)
এই দিনের গুরত্ব ও ইতিহাসঃ
১. সমগ্র জগৎ সৃষ্টির দিন।
২. এদিন কেয়ামত অনুষ্টিত হবে।
৩. হযরত আইয়ুব (আঃ) কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন।
৪. হযরত ঈসা (আঃ) জন্মগ্রহন করেছিলেন।
৫. হযরত দাউদ (আঃ) আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছিলেন।
৬. হযতর সোলেমান (আঃ) তার হারানো রাজত পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন।
৭. হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।
৮. হযরত ইয়াকুব (আঃ) তার হারানো পুত্র হযরত ইউসুফ (আঃ) কে চল্লিশ বছর পর ফিরে পেয়েছিলেন ।
৯. ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া শিশু মুসাকে গ্রহন করেছিলেন।
১০.মহা প্লাবনের সময় হযরত নূহ (আঃ) এর নৌকা তার অনুসারীদের নি য়ে জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল।
১১. এই দিনে স্বেরসারী ইয়াজিদ বাহিনী বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ) এর প্রাণাধিন দৌহিত্র অতুতভয় সৈনিক হযতর ইমাম হোসাই (রাঃ) কে একজন ব্যতিত সপরিবারে কারবালার মরু প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছিল।
হযরত মুহাম্মদ (সঃ) বলেনঃ যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবার-পরিজনদের জন্য মুক্ত হাতে ব্যয় করবে, আল্লাহ তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন।
Click This Link
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: অনলাইনে থাকলে কয়েকটি বইয়ের লিন্ক দিন। আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:০০
নাজিম উদদীন বলেছেন: যেই বর্ণনা দিলেন কেয়ামত তো মনে হয় এরমধ্যে হয়ে গেছে।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:০২
সিটিজি৪বিডি বলেছেন: এখনো কেয়ামত শুরু হয়নি তবে কেয়ামতের আলাম শুরু হয়েছে।
৩| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
রবিনহুড বলেছেন: এই লক্ষন গুলো তো গত ৫০ বছর আগে থেকেই দেখা যাচ্ছে। তা হলে আনুমানিক আর কত বছরের মধ্যে কেয়ামত আসন্ন?
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬
সিটিজি৪বিডি বলেছেন: কিয়ামতের সময় যখন আরও নিকটবর্তী হবে তখন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আর্বিভাব, হযরত ঈসা (আঃ) এর আকাশ থেকে পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ-মাজুজের উৎপাত, পশি।চম দিক হতে সৃর্য্ উদয়, কুরআনের অক্ষর বিলোপ, তাওবার দরজা বন্ধ, দুনিয় হতে ইমানদারের বিলুপ্তি ইত্যাদি দেখা দেবে..........
৪| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১২
নষ্ট গিটার বলেছেন: "নাজিম উদদীন বলেছেন: যেই বর্ণনা দিলেন কেয়ামত তো মনে হয় এরমধ্যে হয়ে গেছে। "
তাওবা আস্টাগফিরুল্লাহ। এমন বলবেন না।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮
সিটিজি৪বিডি বলেছেন: শুধু তাওবা বললেতো হবে না...........মৃত্যুর জন্য প্রতিদিন প্রস্তত থাকুন। যেকোন মুহুর্ত্বে মৃত্যু আপনাকে হাতছানি দিয়ে ডাকবে......
৫| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৪
সাইফুর বলেছেন: অনেক কিছুই মিল পাওয়া যায়
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯
সিটিজি৪বিডি বলেছেন: মনে হয় কেয়ামত হতে আর বেশী দিন বাকী নেই.....................
৬| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: আরো ভালো কইরা পড়লে বুঝবেন কিয়ামত হইতে আরো ৭০০-৮০০ বছর দেরী! কারন এইখানে আরও যেসব নিয়ামতের কথা বলা হইছে আর সবচেয়ে লক্ষ্য করার মতো একটা আয়াত আছে সেইটা হইলো যতক্ষণনা একজন পর্যন্ত কলমা বলা লোক থাকবে!
যেইভাবে জঙ্গী চাড়া দিয়া উঠছে এরাই কিয়ামত ৪০০-৫০০ বছর পিছায় দিছে!
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১
সিটিজি৪বিডি বলেছেন:
জঙ্গীরা যে পথের আশ্রয় নিয়েছে তা কোনভাবেই কাম্য নয়। মানুষ হত্যা করে ইসলাম প্রচার করা যায় না বা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করা যায় না। আমি বুঝিনা..............তারা কেন এই পথের আশ্রয় নিয়েছে।
৭| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩১
আন্ধার রাত বলেছেন: গুড পোস্ট।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৩
সিটিজি৪বিডি বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেককককক ধণ্যবাদ.......।
৮| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১
অনিগিরি বলেছেন: ভাই সূর্য্য পশ্চিম দিক থেকে কেমনে উদয় হইবে একটু বুঝাইয়া বলবেন???
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫
সিটিজি৪বিডি বলেছেন: এখন পূর্ব দিক থেকে উদয় হয় তখন পশ্চিম দিক থেকে উদয় হবে।
৯| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪২
বদরুল খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন আর দোয়া করবেন।
১০| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ বদ্দা।
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৯
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও..................
১১| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪১
ভাবনাহীন আমি বলেছেন: যে অবস্থা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে কিয়ামত সব আলামত নিজেরা দেখতে পারছি।
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
সিটিজি৪বিডি বলেছেন: তাই সাবধান এ পথ চলুন..............
১২| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
রাফাত সাদাত বলেছেন: কেয়ামতের আবির্ভাবের লক্ষন গুলো স্মরণ করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এই পোষ্টে মাইনাস কে দিল? কেনই বা দিল বুঝলাম না।
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: কারা দিল বুঝেন না? আপনি আস্তিক তাই কেয়ামতকে বিশ্বাস করেন আর যারা নাস্তিক তারা তো কেয়ামতকে বিশ্বাস করেনা তাই তারা মাইনাস দিবেই.................
১৩| ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৬
মাঈনুদ্দীন বলেছেন: অনেরে ধন্যবাদ বদ্যা।
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
সিটিজি৪বিডি বলেছেন: কেন আছন বদ্দা ,
১৪| ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫২
মনুমনু বলেছেন: আপনার হতে এই পোস্ট পেয়ে অভিভুত হলাম।
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
সিটিজি৪বিডি বলেছেন: জন্মিলে মরিতে হইবে, আর কেয়ামত হইবে, আর আমাদের জন্য বেহেস্ত আর দোযখ নামক দুটি স্থান অপেক্ষা করিতেছে। যাহারা ভাল কাজ করিবে যাহারা মুমিন, যাহারা ইমান আনিয়াছে, যাহারা সৎ কর্ম করিয়াছে তাহারা জান্নাতবাসী হইবে, যাহারা এইগুলির বিপরীত করিবে তাহারাতো জাহান্নামে যাইবে....................
১৫| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ৯:২৩
জুনায়েদ হাসান বলেছেন: ১০ নং আলামত কি এখনো শুরু হয়ে গেছে?
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১০:০৪
সিটিজি৪বিডি বলেছেন: একটু একটু আলামত শুরু হয়েছে....................তবে কেয়ামত হতে আরো অনেক দেরী আছে...........
১৬| ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯
মৌনোতা বলেছেন: + এর সংখাই বেশি
তার মানে বিকৃত মস্তিষ্কওয়ালাদের সংখা এখনও কেয়ামত হবার জন্য যথেষ্ট নয় ।
যদিও এসব বিকৃত মস্তিষ্কওয়ালাদের সংখা সামুতে বেশ রমরমা । আল্লাহ আমাদের ঈমানের পথে দৃঢ় রাখুন । আমীন ।
০২ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৯
সিটিজি৪বিডি বলেছেন: নাস্তিকরা সাম, ইন এ আশ্রয় নিয়েছে। কোন ভাল পোষ্ট দেখলেই মাইনাস দেয়। তারপরে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সাম. ইন এ যতদিন থাকবো ভাল কিছু উপহার দিতে চাই। আপনার সুন্দর কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ।
১৭| ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩
সৈয়দ নূর কামাল বলেছেন:
+
০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৩
পুরাতন বলেছেন: valo laglo aro ekta kajer post
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬
সিটিজি৪বিডি বলেছেন: প্রিন্ট করে রাখুন। কাজের পোষ্ট ।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২১
তাশফিকাল বলেছেন: আর তো বেশি দেরি নাই...
নিয়মিত নামাজ পড়া চাই...
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬
সিটিজি৪বিডি বলেছেন: হুম।
২০| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:২১
মুসাফির... বলেছেন: প্রশংসনীয় প্রয়াস +
২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
২১| ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৩
অনিত্য বলেছেন: কিয়ামতের অনেক লক্ষণই শুরু হয়ে গেছে। তারপরেও আরও কতো বছর পরে তা হবে, কেউ বলতে পারি না। কিন্তু এটা নিশ্চিত বলতে পারি যে সুস্থভাবে বেঁচে থাকলেও জন্মের ৭০-৯০ বছরের মধ্যে মারা যাবোই। একজনের জন্য তার মৃত্যুই কিয়ামততুল্য। তাই ভাল কিছু করার জন্য অনন্তকাল সুযোগ আছে এটা ভেবে আরামে বসে থাকার কোন কারণ নেই।
সুন্দর পোস্ট দিয়েছেন। ভাল লাগা জানিয়ে গেলাম।
২২ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫
সিটিজি৪বিডি বলেছেন: আরামে বসে থাকার কোন সুযোগ নেই...প্রতিদিন সৎকর্ম করতে হবে আর কিয়ামতের জন্য প্রস্তুতন নিতে হবে। তাহলেই সাফল্য আসবে।
২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
আরিয়ানমাসুদ বলেছেন: ভালো লাগলো...প্রস্তুত থাকা ছাড়া কোনো উপায় নেই...
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
চান্টু ভাই বলেছেন: ভিমরুল ও পঙ্গপালের আক্রমণ, এগুলো কি কেয়ামতের আলামত? জানাবেন দয়াকরে....
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: এ সম্পর্কে প্রচুর বই পাওয়া যায়।