নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

সূরা ইয়াছিন নাযিল ও ফজিলত

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৮

১. মক্কাবাসীরা হযরত মুহাম্মদ (সাঃ) কে উপহাস করে বলতো, ইয়াতিম ও নিরক্ষর হযরত মুহাম্মদ (সঃ) কি করে নবুয়তের দাবী করতে পারে? অবিশ্বাসীদের এই প্রশ্নের উত্তরে মহান আল্লাহ তায়ালা এই সুরা নাযিল করেন।



২. মহান আল্লাহ তায়ালা সুরা ইয়াছিনের মাধ্যমে নবুয়তের সত্যতা প্রমান করেছেন।



৩. হযরত মুহাম্মদ (সাঃ) সুরা ইয়াছিনকে কালাবুল কোরআন অথ্যাৎ কোরআনের দিল বলে ঘোষনা দিয়েছেন।



৪. সুরা ইয়াছিনে আল্লাহ তায়ালার তাওহীদ ও অদ্বিতীয় শক্তি মহিমা বা কোরআনের পবিত্রতা ও গৌরব, নবী করিম (সাঃ) নুবয়ত, রেসালাত ও ইসলামের সত্যতা, কেয়ামতের দিন পুনরুত্থান ও পরকালের বিষয় উল্লেখ থাকায় এই সুরার গুরত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ন।



৫. তিরমিজী শরীফে উল্লেখ রয়েছে, সুরা ইয়াছিন একবার পাঠ করলে দশবার কোরআন খতম করার নেকী হয় এবং পাঠকের সব গুনাহ মাফ হয়।



৬. হাদীসে আরো বলা হয়েছে, রাতে সুরা ইয়াছিন পাঠ করলে নিস্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়।



৭. যে ব্যক্তি সুরা ইয়াছিন বেশী বেশী পড়ে থাকে কেয়ামতের দিন এই সুরাই তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।



৮. নবী করিম (সাঃ) আরো বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াছিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে।



৯. বুজ্জরগানে ওলামায়ে কেরামগন বর্ননা করেছেন, বিপদ-আপদ ও রোগ ব্যধির সময় এই সুরা পাঠ করলে সম্পূর্ন মুক্তি লাভ হয়। মুমুর্হ ব্যক্তির কাছে এই সুরা পড়লে মৃত্যু যন্ত্রনা লাঘব হয় এবং কবরের কাছে সুরা ইয়াছিন পড়লে কবরের আযাব থেমে যায়।



সুরা ইয়াছিনের আরো অনেক ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, যাতে করে আমরা সুরা ইয়াছিনের সার্বিক বরকত ও ফজিলতের ধণ্য হতে পারি। আমিন।



সুরা ইয়াছিন (বাংলা তরজুমা সহ) পাঠ করতে হলে ক্লিক করুন।

Click This Link



ডাউনলোড করে মোবাইলে শুনতে হলে............(বাংলা তরজুমা সহ)

http://www.banglakitab.com/qerat.htm

মন্তব্য ২৮ টি রেটিং +১৭/-১

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৫

শয়তান হন্তারক বলেছেন: অনেক ধন্যবাদ সিটি। এরকম আরো কিছু পাওয়ার অপেক্ষায় থাকলাম।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে ও ধণ্যবাদ। কিন্ত আপনার নাম শয়তান হন্তারক কেন?

২| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪

মুরুববী বলেছেন: ইয়াসিন একটা অসাধারন সুরা। [লুহাইদেন|http://www.youtube.com/watch?v=DLyLO6-HQjo&feature=related] অথবা শাতিরি-র রিসাইটেসন টা শুনতে পারেন।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৭

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৪

শয়তান হন্তারক বলেছেন: আমার নামটি বুঝতে আপনি ভুল করেছেন। এখানে হন্তারক শয়তান নয় , বরং এখানে হন্তারকের উদ্দেশ্যই হল শয়তান। এক কথায় যে শয়তান কে বিনাশ করে , সেই শয়তান হন্তারক। সম্ভবত আপনি হ্ন্তারককেই শয়তান ভেবেছিলেন।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৭

সিটিজি৪বিডি বলেছেন: বুঝতে পারলাম............. মাইন্ড করবেন না প্লিজ।

৪| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪২

অমাবশ্যার চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ, এরকম পোস্ট দিন

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

৫| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৫

হুমায়ুন হাকিম বলেছেন: অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম আরও পাবার আশায়।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২

সিটিজি৪বিডি বলেছেন: ইনশাল্লাহ................. ভাল থাকবেন।

৬| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৭

পাপী বলেছেন: +++++

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৬

স্বপ্ন ব্যাকরণ বলেছেন:

+++++++

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: ধণ্যবাদ।

৮| ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: অনেক ধন্যবাদ লিংক দেঔয়ার জন্য ।

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯

সিটিজি৪বিডি বলেছেন: আশা করি প্রতিদিন পড়বেন।...........আপনাকে ও অনেক ধন্যবাদ।

৯| ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ লোমান বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষ্ট। ভাল লাগলো। ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: আজকের এই পবিত্র রাতে আমার জন্য একটু দোয়া করবেন। আমিও আপনার জন্য দোয়া করেছি। আর বাংলাদেশে ভাল থাকবেন।

১০| ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৬

ইমতিয়াজ জামিল বলেছেন: অনেক ইনফরমেটিভ লেখা।খুবই ভাল লাগলো :)

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৪

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১১| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৪

একজন সৈকত বলেছেন: নিজ ধর্ম সমন্ধে জানা সবার জন্যই অত্যাবশ্যক।
প্রশংসনীয় পোস্ট।
পবিত্র রমজানকে সামনে রেখে এমন আরো পোস্ট চাই।
ভালো থাকুন ও আমাকেও দোয়ায় সামিল করুন।
আসল + খোদার থেকেই পেয়ে গেছেন নীচের + বন্দে খুদা এই অধমের থেকে গ্রহন করুন।
++++++

১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০০

মোহাইমেন বলেছেন: সুন্দর পোষ্ট, ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩| ০৬ ই মে, ২০১০ রাত ১০:১৫

মোঃমিজানুর রহমান বলেছেন: ইসলামী পোষ্ট, গুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার দির্ঘায়ূ কামনা করছি-----------------এখন প্লাস +++++++++++++++++++++++++++

০৮ ই মে, ২০১০ সকাল ১০:৩২

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যাবাদ ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬

এরশাদ বাদশা বলেছেন: I was sarching yasin sura online.

thanx vaiya.

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: ওয়েলকাম....আশাকরি পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.