নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

সুরা ইয়াসীনের শেষ সাত আয়াতের অর্থ.........

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৬



মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। (সুরা-ইয়াসীন-আয়াত-৭৭)



সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অতচ সে নিজের সৃষ্টি ভূলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমুহকে যখন সে গুলো পচে যাবে? (সুরা-ইয়াসিন-আয়াত-৭৮)



বলুন যিনি প্রথম বার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সর্ম্পকে সম্যক অবগত। (সুরা-ইয়াসীন-আয়াত-৭৯)



যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। (সুরা-ইয়াসীন-আয়াত-৮০)



যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ তিনি মহাস্রষ্ট্রা সর্বজ্ঞ। (সুরা-ইয়াসীন-আয়াত-৮১)



তিনি যখন কোন কিছু করতে ইচ্ছে করেন, তখন কেবল তাকে বলে দেন 'হও' তখনই তা হয়ে যায়। (সুরা-ইয়াসীন-আয়াত-৮২)



অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। (সুরা-ইয়াসীন-আয়াত-৮৩)




কোরআন শরীফঃ



http://www.quraanshareef.org/



হাদিস শরীফঃ



http://www.hadithshareef.org/



কোরআন শরীফ শুনতে ও পড়তে/হাদিস শরীফ/ বিভিন্ন ইসলামী বই পড়তে ও ডাউনলোড করতে হলে...



http://www.banglakitab.com/index.htm

























মন্তব্য ২৯ টি রেটিং +২০/-১

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১১

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: অনেক ভাল, ধন্যবাদ

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৯

সিটিজি৪বিডি বলেছেন: প্রতিদিন কোরআন পড়ুন আর কোরআনের বানী বুঝার চেষ্টা করুন।

২| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৮

সাইফ ইমাম বলেছেন: +++

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩১

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩২

িটিটিটএস বলেছেন: অবশ্যই সত্য

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৯

সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই সত্য.......................

৪| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৭

কিরিটি রায় বলেছেন: বিস্ময়কর নয়? ১৪০০ বচরে আগে জেনেটিক সাইনাসের এত নির্ভুল তত্ত্ব কি করে একজন উম্মি (আক্সরিক বা বিধ্যায়তনে না যাওয়া) নবী বললেন!!!!

সত্যি, মাঝে মাঝে অবাক হতেই হয়।
+

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫১

সিটিজি৪বিডি বলেছেন: পবিত্র কোরআনে সব দিক নির্দেশনা দেয়া আছে।

৫| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৭

কিরিটি রায় বলেছেন: জেনেটিক সাইনাসের = জেনেটিক সাইন্সের..

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫১

সিটিজি৪বিডি বলেছেন: বুঝতে পেরেছি............... ।

৬| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৪

জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: ভাইজান কি মাদ্রাসায় পড়ালেখা করেছেন ? এ লাইনে অভিজ্ঞ মনে হচ্ছে

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৯

সিটিজি৪বিডি বলেছেন: শুধু কি মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে ? আমি অবসর সময়ে নেট এ কোরআন ও হাদিস পড়ার চেষ্টা করি।

৭| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৪

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন,.........।

১৪০০ বছর আগেও নভোমন্ডল সমন্ধেও বলা হয়েছে, তারপরও নাস্তিকরা বুজতে চায় না....।


(++++)

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩০

সিটিজি৪বিডি বলেছেন: সময় হলে ঠিকই বুঝবে।

৮| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২

ব্যতিক্রমী বলেছেন: একটা অনুরোধ করি, আপনি এইসব নিয়মিত চালিয়ে যান।

"ধরুন আমি কোন জনসভায় যদি চোখ বন্ধ করে মনে করি আমাকে কেউই দেখছে না; কিন্তু সবাই যে আমাকে দেখছে তা আমি বুঝতে পারছি না"।

এতে কি অকালতত্ত্বজ্ঞানীর সম্পূর্ণ পরিচয় প্রকাশ পায়না?

জয় নাস্তিকতা।

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮

সিটিজি৪বিডি বলেছেন: আস্তিকদের জয় হবেই...........................

৯| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৮

আমিই রূপক বলেছেন: +++++++

অনেক মূল্যবান পোস্ট। অনেক ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২১

সিটিজি৪বিডি বলেছেন: প্রতিদিন অর্থসহ কোরআন পড়ুন, আপনাকেও অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮

ইসানুর বলেছেন: ++++++

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৩

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৮

নিরব হাসি বলেছেন: +++
লেখক বলেছেন: শুধু কি মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে ? আমি অবসর সময়ে নেট এ কোরআন ও হাদিস পড়ার চেষ্টা করি।

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৬

সিটিজি৪বিডি বলেছেন: আমরা নেটে অনেক সময় ফালতু বিষয় নিয়ে ব্যস্ত থাকি। প্রতিদিন যদি ১০/২০মিনিট কোরআন ও হাদিস পড়ি তাহলে আমাদের জন্য কল্যান হবে। অনেক সওয়াব হবে।

তাই আসুন আমরা যেন প্রতিদিন কোরআন ও হাদিস পড়ি। কোরআন ও হাদিস শুধু মাদ্রাসার ছাত্ররা পড়লেই হবে না আমাদের সবাইকেই পড়তে হবে।

কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করে পরকালের জন্য প্রস্তুত থাকতে হবে।

১২| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলা অনুবাদ সহ আর আরবী পড়নের মতো কুরানের কুনো সাইট আছে?

থাকলে একটা জানান দেন!

১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭

সিটিজি৪বিডি বলেছেন: http://www.quraanshareef.org/

১৩| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১

অগ্নিগিরি বলেছেন:
ধন্যবাদ অনেক । খুব প্রয়োজনীয় পোস্ট।

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০২

সিটিজি৪বিডি বলেছেন: ধন্য হলাম।

১৪| ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১

পুরাতন বলেছেন: ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০২

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.