![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
১. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে ব্যক্তি তাহার ছেলেকে কুরআন শিক্ষা অথবা এলমে দীন শিক্ষা দিবে কেয়ামতের দিন আল্লাহ তাহাকে এমন একটি হার দান করিবেন যে তাহা দেখিয়া পূর্ববর্তী সমস্ত লোকই আশ্চর্যাম্বিত হইয়া যাইবে।
২. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যাহার বুকে কুরআনের কিছুই নাই সে যেন ধ্বংশ হওয়া ঘরের ন্যায়।
৩. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে প্রতিদিন সুরা এখলাছ ২০০ বার পড়ে তাহার ৫০ বৎসরের গুনাহ মাফ হইয়া যায়। শুধু তাহার ঋণ মাফ হয় না।
৪. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- সুরা ফাতিহায় প্রত্যেক রোগের ঔষধ আছে।
৫. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- তোমাদের স্বর দ্বারা কোরআনকে সুশোভিত কর।
৬. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়িয়া ভূলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।
৭. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে লোকের নিকট হইতে রিযিক পাওয়ার জন্য কুরআর পড়ে সে কেয়ামতের দিন মাংস শূন্য মুখ লইয়া আসিবে।
৮. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়ে সে যেন তদ্বারা আল্লাহর নিকট প্রার্থনা করে শীঘ্রই এমন লোক বাহির হইবে যাহারা লোকের নিকট হইতে ভিক্ষা করার জন্য করআন পড়িবে।
সুরা ইয়াসিন নাযিল ও ফজিলত সম্পর্কে..........................ক্লিক করুন।
Click This Link
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯
সিটিজি৪বিডি বলেছেন: কে মানল আর কে মানল না সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে সবাই নিজ নিজ কর্মকান্ডের হিসাব দিতেই হবে।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪২
মোঃ খায়রুল ইসলাম বলেছেন: ভাল লাগলো পোস্ট । +
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
ফুয়াদ০দিনহীন বলেছেন: আরিফুর রহমান, আপনে এখানে ক্যন ? আপনারা তো নাস্তিক । এই খানে কি করেন । এটা ত আস্তিক নাস্তিক কোন পোষ্ঠ না । না কোন বিজ্ঞানের পোষ্ঠ । এখানে ত আপনার থাকার কথা না।
সূরা ফাতিহা কোন মানুষ না , যে নবেল দিতে হবে । বিপদে পরলে ট্রাই কইরেন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
সিটিজি৪বিডি বলেছেন: আমি তার কমেন্টের উত্তর দিই না । ইসলামের কথা শুনলেই তার রক্ত মনে হয় গরম হয়ে যায়্।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
দণ্ডিত পুরুষ বলেছেন:
আপনার এই পোস্টেও ছাগলে মুখ দিছে। ইগনোর হিম।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১
সিটিজি৪বিডি বলেছেন: হুম।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
নাজমুল। বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ।+
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে ধন্যবাদ নাজমুল ভাই।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬
দণ্ডিত পুরুষ বলেছেন:
হিঁদু বলাতে এর পশ্চাৎ জ্বলুনি শুরু হইয়া গেছিল। কিন্তুক এই নাচ্তিক যখন হিঁদু কইল, তখন কিছু জ্বল্লনা?
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩২
ফিরোজ-২ বলেছেন: ভাল লাগলো পোস্ট । +
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০
সৈয়দ নূর কামাল বলেছেন: সুন্দর পোষ্ট, ধন্যবাদ। কেমন আছেন?
আপনার লেখা ইদানিং "আমাদের ফটিকছড়ি" তে আসেনা।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫
সিটিজি৪বিডি বলেছেন: ভাল আছি কামাল ভাই । পোষ্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের ফটিকছড়িতে অবশ্যই আসবে। ভাল থাকুন সুস্থ থাকুন। প্রবাসীদের নিয়ে মজার মজার ঘটনা আমাদেরকে শেয়া করুন।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
নাযীর আহমদ বলেছেন: সালাম থাকল ভাই- এরকম আরো সম-সাময়ীক পোস্ট দেন যাতে নাস্তিক দের একটু শিক্ষা হয়। ভাল থাকুন
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: আমি শুধু মাত্র ইসলাম প্রিয় ভাই-বোনদের জন্যই পোষ্ট করে থাকি। আর নাস্তিকদের এড়িয়ে চলি। কারন তারা বিভিন্ন নিক থেকে আজে-বাজে কমেন্ট করে থাকে। ভাল থাকুন নাযীর ভাই।
১০| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭
মোহাইমেন বলেছেন: সুন্দর পোষ্ট, ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
লেখাজোকা শামীম বলেছেন: শেষের ২টা খুবই প্রাসঙ্গিক। এই ২ হাদীস কেউ মানে না।