নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

পুলসিরাত কি ও পুলসিরাত পার হতে হলে আমাদের করণীয়.....................

২৩ শে মে, ২০১০ রাত ৮:১৯

পুলসিরাত কি?



হাশরের ময়দানে বেহেশত ও দোযখ এনে উপস্থিত করা হবে। বেহেশত উঁচু স্থানে আর দোযখ রাখা হবে গভীর নিম্নে। দোযখের উপর পুল স্থাপন করা হবে সেটিই পুলসিরাত নামে পরিচিত।



ঐ পুলের শেষ প্রান্তে বেহেশত অবস্থিত। বেহেশতে যেতে হলে সেই পুলটি পেরিয়ে যেতে হবে। মানুষের নেকি-বদি ওজন এবং হিসাব-নিকাশের পর সকল লোকজনকে বলা হবে, তোমরা এখন নিজ নিজ স্থানে চলে যাও। ফিরিস্তাগন আল্লাহর নির্দেশে বান্দাগনকে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবে এই তোমাদের পথ। এই পুল পেরিয়েই তোমাদেরকে যেতে হবে। কিন্তু সবার জন্য ঐ পুল পার হওয়া সম্ভব হবে না। পাপীরা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ঐ পুলে আরোহণ করা মাত্রই তাদের পদদ্বয় কেটে তারা নিন্মস্থ দোযখে পড়ে যাবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশস্থ সুগম পথ। তারা তাদের নেকীর তারতম্যানুয়াযী কেউবা বিজলীর মত মুহুত্বে পুলসিরাত অতিক্রম করবে। কেউ বা বায়ূ বেগে, আবার কেউবা দ্রত দৌড়ে, কেউবা ধীর মন্তর গতিতে হেঁটে হেঁটে পুল পার হয়ে তাদের গন্তব্স্থল বেহেশতে পৌঁছে যাবে।



আল্লাহপাক পবিত্র কোরআনে বলেন- ‍" যেদিন আমি পরহেগারদিগকে মেহেরবান আল্লাপাকের কাছে মেহমানের ন্যায় জামাত জমাত সমবেত করিব এবং অপরাধী দিগকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে চালিত করিব।" (সূরা মারইয়াম, আয়াত ৮৫-৮৬)



আল্লাহপাক আরো বলেন-" তাহাদিগকে জাহান্নামের পথে চালিত কর এবং তাহাদিগকে থামাও কারণ তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা হইবে।" (সূরা ছাফফাত, আয়াত ২৪)



রাসুলুল্লাহ (স.) বলেন- পুলসিরাত জাহান্নামের মধ্যখানে স্থাপন করা হইবে। রাসুলের মধ্য আমিই সর্ব প্রথম স্বীয় উম্মত লইয়া ইহা অতিক্রম করিব। সে দিন নবী রাসুলগন ব্যতীত অন্য কেহ কথা বলিবে না। প্রত্যেক নবী বলিতে থাকিবে হায় আল্লাহ! নিরাপত্তা দান করুন। হায় আল্লাহ! নিরাপত্তা দান করুন।





পুলসিরাত পার হতে হলে আমাদের করণীয় কি কিঃ



* অবশ্যই আল্লাহ ও তার রাসুল (সা) উপর ঈমান আনতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে।



* আমৃত্যু পাঁচ ওয়াক্ত নামায অবশ্যই পড়তে হবে।



* রমযান মাসে রোযা রাখতে হবে।



* যাকাত প্রদান করতে হবে।



* হজ্জ ফরজ হলে হজ্ব পালন করতে হবে।



* হালাল উপার্জন করতে হবে ও হারামকে বর্জন করতে হবে।



* সুদ, ঘুষ, দুর্ণিতি থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে।



* আত্বীয়-স্বজনের প্রতি খেয়াল রাখতে হবে। বিপদাপদে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে।



* সর্বোপরি কোরআন ও হাদিসের আলোকে জীবনকে পরিচালিত করতে পারলেই পুলসিরাত পার হওয়া যাবে।



হে আল্লাহ ! আমাদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৪/-৯

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১০ রাত ৮:২৩

বিলাল বলেছেন: ভালো লাগলো।

২৩ শে মে, ২০১০ রাত ৮:২৪

সিটিজি৪বিডি বলেছেন: ভাল লাগার জন্যই ...........!!!

২| ২৩ শে মে, ২০১০ রাত ৮:২৫

জাভেদ জামাল বলেছেন: ভালো

২৩ শে মে, ২০১০ রাত ৮:২৭

সিটিজি৪বিডি বলেছেন: হুম! সব সময় ভাল থাকুন ।

৩| ২৩ শে মে, ২০১০ রাত ৮:২৭

নিমপাতা১২ বলেছেন: এমন সুন্দুর পোস্টর জন্য অনেক ধন্যবাদ

২৩ শে মে, ২০১০ রাত ৮:৩১

সিটিজি৪বিডি বলেছেন: নিমপাতা .......আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে সামুতে ইসলামিক পোষ্টে সংখ্যা খুব কম। তাই চেষ্টা করি সুদুর প্রবাসে অফিসে কাজের ফাঁকে ফাঁকে ভাল কিছু শেয়ার করার জন্য........... আশাকরি সবাই উপকৃত হবে।

৪| ২৩ শে মে, ২০১০ রাত ৮:৩২

কবুতর সন্ধানী বলেছেন: মজা পাইলাম

২৩ শে মে, ২০১০ রাত ৮:৩৫

সিটিজি৪বিডি বলেছেন: মজা পাবার জন্য শেয়ার করিনি। উপরওয়ালাকে ভয় করার জন্যই কষ্ট করে পোষ্ট করেছি। আশাকরি বুঝতে পারছেন। কারন সকল ধর্মের মানুষকেই এই পুলপার হতেই হবে।

৫| ২৩ শে মে, ২০১০ রাত ৮:৩৩

লুৎফুরমুকুল বলেছেন: পেলাচ+++

২৩ শে মে, ২০১০ রাত ৮:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: ধন্য হইলাম মুকুল ভাই......."মুকুল" নতুন সংখ্যা কখন আসবে?

৬| ২৩ শে মে, ২০১০ রাত ৮:৪৬

ডাইনোসর বলেছেন:
নিজস্ব হেলিকপ্টার ব্যবস্থা রাখা যায়ন? ব্রীজটা আসলে কিসের তৈরি? কেউ যদি পার না হতে চায় তার কি হবে?

২৩ শে মে, ২০১০ রাত ৯:২৪

সিটিজি৪বিডি বলেছেন: পার হতে না পারলে নীচে পড়ে যাবে..আর কোথায় পড়বে উপরেই উল্লেখ আছে।

৭| ২৩ শে মে, ২০১০ রাত ৮:৫১

দেখা হয় নাই চক্কু মেলিয়া বলেছেন: হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুন।

সুন্দর পোষ্টের জন্যে++++++++

২৩ শে মে, ২০১০ রাত ৯:২৫

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২৩ শে মে, ২০১০ রাত ৮:৫৮

নাজিম উদদীন বলেছেন: কত রকমের রাজনীতি !

২৩ শে মে, ২০১০ রাত ৯:২৫

সিটিজি৪বিডি বলেছেন: রাজণীতি কোথায়?

৯| ২৩ শে মে, ২০১০ রাত ৯:০৩

নুরুন নেসা বেগম বলেছেন: ভয় লাগে, কি যে হবে!

২৩ শে মে, ২০১০ রাত ৯:২৬

সিটিজি৪বিডি বলেছেন: আমার ও ভয় লাগে। পুলসিরাত কি পার হতে পারবো?

১০| ২৩ শে মে, ২০১০ রাত ৯:০৫

বিপ্লব কান্তি বলেছেন:

সকল ধর্মের মানুষকেই এই পুল পার হতেই হবে। ===================================


এই কথাটি বলা হাস্যকর হয়ে গেল। অন্য ধর্মের লোকজন তো আল্লাহকে বিশ্বাস করে না। কেউ গৌতম কেউ কৃষ্ণ , কেউ যিশু আরো হাজার হাজার ধর্ম , হাজার হাজার নাম ।

আচ্ছা, একটি বিষয় খেয়াল করছি , যদি ও আমি আরব ও তার আশেপাশের এলাকার ভাষা নিয়ে কিছুই জানি না। কোরানে তখনকার আরববাসীদের তৃতীয়পক্ষ হিসেবে গন্য করা হয়েছে কেন ?

যেমন : তারা কি বিশ্বাস করে না !
: তারা কি শুনে না ।

তাহাদিগকে জাহান্নামের পথে চালিত কর এবং তাহাদিগকে থামাও কারণ তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা হইবে।" (সূরা ছাফফাত, আয়াত ২৪)

২৩ শে মে, ২০১০ রাত ৯:২৮

সিটিজি৪বিডি বলেছেন: হাস্যকর কিছুই নেই। সোজা কথায় যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা পার হতে পারবে। আর যারা বিশ্বাস করে না তারা পার হতে পারবে না।

১১| ২৩ শে মে, ২০১০ রাত ৯:৪৭

জামিল আনসার বলেছেন: আমিন।

২৪ শে মে, ২০১০ দুপুর ১:২৩

সিটিজি৪বিডি বলেছেন: আমিন..আমিন...আমিন...!

১২| ২৩ শে মে, ২০১০ রাত ৯:৪৮

বিপ্লব কান্তি বলেছেন: মত অনেক , ধর্ম অনেক । পৃথিবীতে হয়তো ৫০০০ হাজারের মত ধর্ম ছিল অতীত ও বর্তমানে। সবাই একই বিশ্বাস করে না। হিন্দু - বৌদ্ধরা বিশ্বাস করে পরজন্মে। অরো কিছু ধর্ম বিশ্বাস করে পরজন্মে। কিছু ধর্ম বিশ্বাস করে না ।


ধর্ম মানে কল্যান। পৃথিবীর কল্যান যাতে সাধন হয় সেই পথ।


যেমন পরজন্ম : একটি মানব সন্তান পৃথিবীতে জন্মান্ধ হয়ে জন্মগ্রহন করল । সে তো কোন পাপ করেনি ? তার কেন এই অবস্হা হল ? যেসব ধর্মে পরজন্ম বলে কিছু নেই তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারবে না।

যেসব ধর্মে পরজন্ম আছে তাদের উত্তর হবে: আগের কোন জন্মে এমন কোন পাপ করেছিল যার ফলে এই কষ্ট ভোগ করতেছে এই জন্মে ।

ধর্ম অনেক মত অনেক । যার যার মত । তাই অন্য ধর্মের লোক ঐ পুলের দিকে যাবে সেটা তারা বিশ্বাস করবে না । আপনাকে ও জোর করে বলা বা লেখা উচিত নয় যে সবাই শেষ নবীর উম্মতে বিশ্বাসী হয়ে ঐদিকে যেতে হবে , না হলে আগুনে ফেলে দেয়া হবে ।



২৪ শে মে, ২০১০ দুপুর ১:২৫

সিটিজি৪বিডি বলেছেন: আমি শুধু মাত্র কোরআন ও হাদীসের আলোকে বর্ণনা করেছি..

১৩| ২৩ শে মে, ২০১০ রাত ১০:১৯

সজীব আকিব বলেছেন: তবে আমি পুলসিরাত পার হতে চাই না। সব চেয়ে বড় দোজখে যেতে চাই। আমাকে কী করিতে হইবে জানিয়ে বাধিত করিবেন।

২৪ শে মে, ২০১০ দুপুর ১:৩৪

সিটিজি৪বিডি বলেছেন: আল্লাহ ও তার রাসুল (স.) আদেশ নির্দেশ অমান্য করলেই হবে....


আর আশাকরি দোযখে যাওয়ার জন্য কামনা করবেন না।

১৪| ২৩ শে মে, ২০১০ রাত ১০:৩১

শিশির ভেজা ভোর বলেছেন: ভালো লাগলো,ভাই আল্লাহ আপনার মংগল ক্রুন।

২৪ শে মে, ২০১০ দুপুর ১:৪২

সিটিজি৪বিডি বলেছেন: আমিন।

১৫| ২৩ শে মে, ২০১০ রাত ১১:৫৫

লুকার বলেছেন: হাস্যকর কল্পনা।

২৪ শে মে, ২০১০ দুপুর ১:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: মোটেও হাস্যকর কল্পনা নয়।

১৬| ২৪ শে মে, ২০১০ রাত ৩:০১

নাজিম উদদীন বলেছেন: বিপ্লব কান্তি বলেছেন: মত অনেক , ধর্ম অনেক । পৃথিবীতে হয়তো ৫০০০ হাজারের মত ধর্ম ছিল অতীত ও বর্তমানে। সবাই একই বিশ্বাস করে না। হিন্দু - বৌদ্ধরা বিশ্বাস করে পরজন্মে। অরো কিছু ধর্ম বিশ্বাস করে পরজন্মে। কিছু ধর্ম বিশ্বাস করে না .......

এইসব ই রাজনীতির অংশ।

২৪ শে মে, ২০১০ দুপুর ১:৪৪

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন।

১৭| ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৩০

Arefin বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ, ++++++++++

৩০ শে মে, ২০১০ বিকাল ৫:২৬

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.