নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

টাকা উপার্জনের জন্য প্রবাস জীবন...... আর প্রবাসেই যদি মৃত্যু হয়............

২৪ শে মে, ২০১০ বিকাল ৫:২৯

যারা প্রবাসে থাকেন তারাই বলতে পারেন প্রবাস জীবনটা কতটা আনন্দের আর বেদনার। জমানো টাকা, জমি বিক্রয় অথবা স্ত্রীর গয়না বিক্রী করে পরিবার-পরিজন ছেড়ে হাজার মাইল পাড়ি দিয়ে মধ্য প্রাচ্যের এই মরুভূমির দেশে আজ লাখো শ্রমিক কাজ করছে। তাদের নিদারুন দুঃখ-কষ্টের কথা দেশের মানুষেরা কতটুকুই বা উপলব্ধি করে। বেশীর ভাগ শ্রমিক সামান্য বেতনের চাকরী করে থাকে, এক রুমে ১৫/২০ জন করে বসবাস করছে। সন্ধ্যাকালীন রান্না করা ভাত দুপুরে খেয়ে থাকে। এই ভাবেই তাদের জীব্ন কাটে। আর দু বছর পর দু মাসের ছুটিতে দেশে গিয়ে সবার সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। কাজ করতে করতে এক সময় অনেক প্রবাসী শ্রমিক প্রবাসেই বৃদ্ধ হয়ে যায়। অনেকে প্রবাসেই মৃত্যু বরণ করে থাকে।



কয়েকদিন আগে ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার খবর আমাকে ভাবিয়ে তুলেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে মাত্র কয়েক মাইল দুরে তাদেরকে জীবন দিতে হয়েছে। হয়ত অনেক যাত্রী প্লেন নামার সময় আপনজনদের মোবাইলে বলেছিল " আর মাত্র দশ মিনিট পরে এয়ারপোট থেকে বের হবো,একটু অপেক্ষা কর।" কিন্তু নিয়তির নির্মম পরিহাস... তাদেরকে লাশ হয়েই বাড়ীতে ফিরতে হলো।

প্রবাসীর স্ত্রী কিভাবে তার সন্তানকে সান্তনা দিবেন। বহুদিন পর হাতের কাছে পেয়েও বাবাকে কাছে না পাওয়ার বেদনা সন্তান কি কোন দিন ভূলতে পারবে?



তাই প্রতিদিন প্রবাস জীবনে প্রার্থনা করি যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারি। প্রবাসেই যাতে কোন প্রবাসীর মৃত্যু না হয়। স্বদেশেই যেন প্রবাসীর..................................

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৪৪

নাজমুল আহমেদ বলেছেন: মৃত্যু সবসময়ই কষ্টদায়ক কিন্তু প্রবাসে কারো মৃত্যু অনেক বেশি কষ্টদায়ক

২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৪৯

সিটিজি৪বিডি বলেছেন: দেশের মাটিতেই মরতে চাই......আল্লাহ যেন সেই আমাদেরকে কবুল করেন । আমিন ।

২| ২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: সত্যিই ভাই, বিষয়গুলো ভাবিয়ে তুলছে,,,, এই কোন জীবন নিয়ে আমরা চলছি? টাকা টাকা করে আমরা কোথায় যে তলিয়ে যাচ্ছি বুঝতেছিনা। ম্যাংলোর এর বিমান দুর্ঘটনা সত্যিই ভাবিয়ে তুলছে, কারণ এমন করে হয়তো আগে ভাবিনি।
জীবনের সবচেয়ে সুন্দর সময় গুলো এই মুরুময় দেশে কাটিয়ে দিচ্ছি, হয়তো একদিন ফিরবো যখন স্ত্রী সন্তানকে দেওয়ার মতো কিছুই আর থাকবেনা।
ভালো লাগছেনা ভাই আর.........!!!!!

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯

সিটিজি৪বিডি বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমার কান্না আসতেসে......!!!

৩| ২৪ শে মে, ২০১০ বিকাল ৫:৫৮

ধ্রুবমেঘ বলেছেন:
প্রবাসে যেন কারো মৃত্যু না হয়। আল্লাহ যেন সবার স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করেন। আমিন।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২০

সিটিজি৪বিডি বলেছেন: আমাদের জন্য বেশী করে প্রার্থনা করবেন।

৪| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

রামন বলেছেন: কপালের লেখন না যায় তারে খন্ডন।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

সিটিজি৪বিডি বলেছেন: হতে পারে..............

৫| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৫

সাইফূল ইসলাম বলেছেন: সৃষ্টিকর্তার নিকট সমস্ত প্রবাসীদের হেফাজত কামনা করছি। আল্লাহ্ পাক্ যেন সমস্ত প্রবাসীদের হালাল উপার্জন কবুল করে,সহীহ্ সালাহ্ মতো দেশে ফিরে এসে মা,বাবা,ভাই,বোন,স্ত্রী,সন্তানের সাথে সুখময় সুন্দর জীবন-যাপন করতে পারেন। আমিন।
প্রবাসী ভাইয়েরা, আমি কখনো দেশের বাইরে যাইনি, তবুও আমি উপলব্ধি করতে পারি প্রবাসা জীবন কত কষ্টের, আপনজন থেকে দূরে অবস্থান করা কতই না বিরহের। এমনও প্রবাসীকে আমি দেখেছি যে নাকি স্ত্রীর গর্ভে সন্তান রেখে গেছেন দেশে ফিরে এসে দেখেন তার সন্তানের বয়স ৬-৭ বছর,নিজের সন্তান লজ্জায় তার বাবাকে বাবা,আব্বা/আব্বু ডাকে না। এমনও হৃদয় বিদারক পরিস্থিতি আমি দেখেছি যে, ২-৩ বছরের ফুটফুটে মেয়ে সন্তানকে রেখে তার বাবা গিয়েছেন বিদেশে। বিদেশ যাওয়ার ১৬-১৭ মাস পর বাবার সবচেয়ে আদরের ফুটফুটে চাঁদের বুড়ী (মেয়ে সন্তান) হয়তো বাবার উপর অভিমান করে ফিরে গেছেন চিরস্থায়ী জায়গায়,যেখানে গেলে কোন সন্তান আর বাবাকে বাবা,আব্বা/আব্বু বলে ডাকে না।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২০

সিটিজি৪বিডি বলেছেন: আমিও আমার মেয়েকে আদর করার জন্য পাগলপ্রায়..............!!!

বছরের বেশীর ভাগ সময় দেশের বাইরে থাকার কারনে ছেলে-মেয়েরা বাবার সাতে তেমন একটা মিশতে চাই না তারা বাবাকে লজ্জা পায়। আর সন্তানদের ও উচিত প্রবাসী পিতাকে যথাযথ সম্মান করা। ফোন করে প্রবাসী পিতা বা ভাইয়ের খবর নেয়া। এখন শূধ মাত্র আমরাই ফোন করে থাকি দেশ থেকে কেউ করে না...আপসুস!!! আর কত অবহেলা !!!

৬| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯

অভিবাসী বলেছেন: কষ্ট অনেক কষ্ট .........

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২১

সিটিজি৪বিডি বলেছেন: কষ্টে আমাদের জীবন নষ্ট...কিইবা পেলাম... বছরের পর বছর প্রবাস জীবন... আর ভাল লাগে না..........। দেশের কর্মসংস্তানের অভাবে মানুষকে প্রবাসী হতে হচ্ছে...

৭| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

সাইফূল ইসলাম বলেছেন: প্রবাসী ভাইয়েরা,নিজেকে অধিক সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনজন ছেড়ে প্রবাসে থাকবেন না,কারণ আপনি যাদের জন্য সম্পদ তৈরী করছেন, সম্পদের মতো আপনার সান্নিধ্যও তাদের অনেক বেশী প্রয়োজন,এমন যেন না হয়,একসময় আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন কিন্তু জীবন সূর্য্য তখন ডুবুডুবু, আফসোস্ করবেন তখন, নিজে কী পেলেন আর আপনজনকেই বা কী দিলেন??? তাই যতদূর সম্ভব মোটামুটি চলার মতো একটা অবস্থা তৈরী করে আপনজনের নিকট ফিরে আসুন। দেশেই ব্যবসা-বানিজ্য করুন। দেখবেন জীবনটা কত অনাবিল সুন্দর।

২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: সুন্দর লিখেছেন।..........আসলে বেশীর ভাগ প্রবাসী কম বেতনের চাকরী করে থাকে তাই তাদের পক্ষে দেশে এসে কিছুই করা সম্ভব হয় না। আর সরকার ও প্রবাসীদেরকে তেমন একটা ভালবাসার দৃষ্টিতে দেখে বলে মনে হয় না। প্রতিটি জেলায় প্রবাসী শিল্প পল্লী/আবাসিক পল্লী গড়ে তুলা দরকার। তাহলেই তারা এক সময় মুক্তি পাবে........দেশে গিয়ে কিছু একটা করতে পারবে।

৮| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: @সাইফুল ভাই, আপনার মেইল এড্রেস টা দিবেন.......
লেখক সাহেব আপনার মেইল আইডি টা ভুলে গেছি,,,, পাঠালে খুশি হবো।
চিন্তা করছি চলে যাবো,,,, আবার চিন্তা করছি গিয়ে কি করবো? দেশে যে জালিয়তি এগুলো সহ্য করতে পারবো তো?? আর ভালো লাগছেনা ,,,

২৪ শে মে, ২০১০ রাত ৮:০৫

সিটিজি৪বিডি বলেছেন: আমার ও একি অবস্থা দেশে গিয়ে কি করবো? দেশের অরাজক কান্ডগুলি আমার ভাল লাগে না। বিদেশের এই সুন্দর ও পরিছন্ন্ সিসটেম আমাদের দেশে নাই কেন? দেশের সরকার যদি সবাইকে কর্মস্থান দিতে পারতো তাহলে কে আসে বিদেশে বলুন?

আমার মেইল আইডি... আমার ব্লগ বাড়ীতেই পাবেন স্যার। আশাকরি সংগ্রহ করে আমাকে মেইল করে ধণ্য করবেন।

৯| ২৪ শে মে, ২০১০ রাত ৯:২২

মোহাম্মদ লোমান বলেছেন:
মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা- তিনি যেন হাজারো ব্যাথা বক্ষে ধারণকারী প্রাবসীদেরকে বিপদ-মুসিবত মুক্ত রাখেন।
পোস্টে +

২৪ শে মে, ২০১০ রাত ১০:০১

সিটিজি৪বিডি বলেছেন: আমিন আমিন আমিন.........আপনাকেও ধন্যবাদ। কারন আপনি মুরুব্বী মানুষ.. ব্লগ দেখতে অনেক কষ্ট হয়।

১০| ২৪ শে মে, ২০১০ রাত ১১:৫১

মু. নূরনবী বলেছেন: আপনার লেখায় অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম....

অনেক কিছু শিখলাম এবং জীবনে কাজে লাগাবো...এবং আমার বাবা ও প্রবাসী।

পিলাস,....

২৫ শে মে, ২০১০ সকাল ১০:২৪

সিটিজি৪বিডি বলেছেন: প্রবাসী বাবাকে বেশী করে শ্রদ্ধা করুন.আর দেশ থেকেই বাবাকে ফোন করে খবরাখবর রাখুন। আর বেশী করে বাবার জন্য দোয়া করুণ।

১১| ২৫ শে মে, ২০১০ সকাল ৯:০৫

সাইফূল ইসলাম বলেছেন: গতকাল অফিস শেষ করে বাসায় যাওয়ার কারণে উত্তর দিতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে ব্যথিত। এমদাদ হোসেন জাবেদ ভাই এবং লেখক আপনাদের জন্য আমার মেইল আই ডি শেয়ার করলাম [email protected] এই আমার মেইল আই ডি। প্লিজ শেয়ার করবেন আপনাদের প্রবাস জীবনে ঘটে যাওয়া রোমাঞ্চকর সুখ এবং না বলা কষ্টের স্মৃতিগুলো। নিজেকে শেয়ার করুন দেখবেন অনেক হালকা এবং ফ্রেশ লাগবে আর আত্নতৃপ্তি আসবে নিশ্চিত। আপনারা প্রবাস জীবনে যে কষ্ট করেন তার জন্য শুধু ধন্যবাদ দিলে অনেক কম হবে । মানুষের নিকট মাথা নত করার বিধান সৃষ্টিকর্তা দেননি,যদি দিতেন তাহলে মাথা নত করে কুর্নিশ করতাম,সালাম জানাতাম সমস্ত প্রবাসী ভাইদের। কত কষ্ট করেন আপনারা আমাদের জন্য,আমাদের দেশের জন্য,দেশের মানুষদের জন্য। দোয়া করি সুখে থাকেন ভালো থাকেন। ফি আমানিল্লাহ্।

২৫ শে মে, ২০১০ সকাল ১০:২৯

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,, প্রবাসীদের প্রতি আপনার এই সহানভূতি খুব প্রশংসনীয়.... ।

১২| ২৫ শে মে, ২০১০ সকাল ৯:৩১

নতুন রাজা বলেছেন: প্রবাসীদের কষ্টটা যে কোথায় সেটা বলে কাউকে বোঝানো সম্ভব নয়। তাই সেটার সমাধান আর প্রত্যাশিতও নয় আমার কাছে ব্যক্তিগত ভাবে। এখন একটাই করনীয়, নিজেই নিজেকে সান্তনা দেয়া আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করা। এছাড়া আর কোন সমাধান নেই...

২৫ শে মে, ২০১০ সকাল ১০:৩২

সিটিজি৪বিডি বলেছেন: ২০০০০০ টাকা খরচ করে কয়েক দিন আগে এক ছেলে দুবাইতে এসে বলল ভাই.. এই টাকা তুলতে আমার দুই বছর সময় লাগবে। দুই বছর পর লাভের মুখ দেখবে। কার করুণ মুখ দেখে ব্যতিত হয়েছি। এও বলেছে না জেনে শুনে আসলেন কেন?

এখানে কত টাকা বেতন হবে, খরচ কত হবে, কাজ কি হবে প্রত্যেকের জেনেই আসা উচিত।

১৩| ২৫ শে মে, ২০১০ দুপুর ১২:০৮

সাইফূল ইসলাম বলেছেন: দুবাইতে রয়েছে এবং দুবাই থেকে দেশে ফেরত এসেছে এমন বেশ কয়েকজনের করুণ অবস্থা আমি দেখেছি। যারা জমি বিক্রি সহ ঋণের টাকা ৪০-৫০% পর্যন্তও কেউ কেউ রিকাভার করতে পারেনি,তাদের কী করুণ অবস্থা হইতে পারে তাহা সহজেই বোধগম্য।
তাই বিদেশগামী সকল ভাইদের আমার পরামর্শ আপনার বিদেশে পাড়ি জমানোর আগেই ভালভাবে জেনে নিন,কন্ট্যাক্ট ফর্ম দেখে নিন প্রবাসে গিয়ে আপনার বেতন সহ অন্যান্য সুযোগ-সুবিধা কী কী পাবেন। নিজে কনফার্ম হয়ে তবেই সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪১

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলে বেশীর ভাগ মানুষ না জেনেই দুবাইতে চলে আসে মনে করে থাকে দুবাইতে আসলে টাকা আর টাকা। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। তবে সফল প্রবাসীও সংখ্যাও কম নয়। বর্তমানে প্রায় ১৪০০০০০ লাখের বেশী বাংলাদেশী ইউ এ তে কাজ করছে। আর ভাল পজিশনে আছে এমন বাংলাদেশীর সংখ্যা ও অনেক। বিশেষ করে পানি ও ইলেট্রিসিটি ডিপাটমেন্টে এ হাজারো বাংলাদেশী ইন্জিনিয়ার কাজ করছে । আর বর্তমানে দুবাইতে মোবাইল ব্যবসায় বাংলাদেশীরা অনেক এগিয়ে রয়েছে। আবার দুর্নাম ও অনেক .... নাই বা লিখলাম।...............

১৪| ২৫ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৬

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: @ সাইফুল ভাই এবং লেখক স্যার,,,,, মেইল পেলে জানাবেন।

২৬ শে মে, ২০১০ সকাল ১০:৩৩

সিটিজি৪বিডি বলেছেন: জি স্যার আপনার মেইল এর উত্তর দেয়া হবে ইনশাল্লাহ...

১৫| ২৬ শে মে, ২০১০ দুপুর ১২:১৩

শান্তি প্রিয় বলেছেন: সত্যিই আপনার এই রিপোর্ট আমাকে কাঁদিয়েছে। যদিও ম্যাংলোরের খবরটি আমার সহকর্মীর (ম্যাংলুরের) মুখ থেকে শুনেছি, টিভি চ্যানেলে দেখেছি। কিন্তু আপনার এই করুণ লিখা পড়ে চোখে পানি এসে গেছে।
---------------------------------------------------------------------------------
আমি কুয়েত প্রবাসী, আমাদের অফিস হতে মাসিক আল-হুদা নামে একটি ইসলামী পত্রিকা বের হয়। ইমারাত ও বাহরাইনে আমরা প্রতি মাসে পাঠিয়ে থাকি। পত্রিকার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
সারওয়ার জামাল খান রেজভী
মোবাইল: +৯৭১-৫০৮৪৯৪৩৪৮

২৬ শে মে, ২০১০ দুপুর ১২:৫৭

সিটিজি৪বিডি বলেছেন: পোস্টে ভিজিট করার আপনাকে ধন্যবাদ। আসলে প্রবাস জীবন আমার ভাল লাগে না। তাই একটু করুন ভাষায় ..........আর পত্রিকার জন্য অবশ্যই ফোন করবো। কুয়েতে ভাল থাকুন এই কামন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.