নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

যৌথ পরিবারের ঐক্য ধরে রাখার জন্য বউদেরকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরী।

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

আমাদের দেশের যৌথ পরিবার গুলো আজ বিলুপ্তির পথে। একমাত্র সংসারের খরচের টাকা ও সংসারের কাজ কর্ম নিয়ে বউ-শাশুড়ি-স্বামীর সাথে মান-অভিমান-ঝগড়া শুরু হয়। বেশী টাকা উপাজর্নকারীর বউরা তাদের স্বামীকে পৃথক হয়ে বসবাস করার জন্য চাপ সৃষ্টি করে। অন্যদিকে কম উপার্জনকারীকে নীরবে সহ্য করতে হয়। টাকাম কম উপার্জন করার শাস্তি স্বরুপ তার বউকে ঘরের বেশীর ভাগ কাজ করতে হয়। আমাদের সমাজে এই চিত্র আমরা প্রায় দেখতে পাই। অবস্থা চরম আকার ধারন করলে কোন এক সময় যৌথ পরিবার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। বৃদ্ধ মা-বাবাকে নিয়ে টানাটানি শুরু হয়। বোনদের প্রতি অবহেলা করা হয়।



সংসারে কেউ বেশী টাকা আয় করে আবার কেউ কম টাকা আয় করে। সবাই সমান উপার্জন করতে পারে না। তাই বলে কম উপার্জনকারীর উপর ক্ষীপ্ত হয়ে পৃথক করে দেয়া মোটেও উচিত নয়। তাকে ভাল কিছু করার সুযোগ দিতে হবে। সংসারে এক ভাই সুখে থাকবে অন্য ভাই কষ্টে থাকবে। পৃথিবীর কোন বাবা-মাই চাইবে না।



রাজু ,সাজু, মনি তিন ভাই। তিনজনই বিবাহিত। তিনজনের ৫সন্তানসহ তাদের বাবা-মাকে নিয়ে শহরে বসবাস করে। একত্রে বসবাস করে বলে সংসার চালাতে তাদের কষ্ট হয় না। সবাই সাধ্যমত খরচের টাকা শেয়ার করে।



এখন যদি উপরোক্ত কারনে (টাকা ও বউদের ঝগড়ার কারনে) সংসার ভেঙ্গে যায় তাহলে তিনজনকে আলাদা বাসা নিতে হবে। তিনজনকে বাসা ভাড়া সহ সংসারের যাবতীয় খরচ নিজেদেরকে বহন করতে হবে।



সীমিত আয়ের সংসারে কে বেশী আয় করল কে কম আয় করল, কে বেশী কাজ করল কে কম কাজ করল এই বিষয় গুলো নিয়ে ঝগড়া-বিবাদ না করে যদি একটু ছাড় দিয়ে মিলে মিশে যৌথভাবে বসবাস করা যায় তাহলে সংসারে আয়-উন্নতি বাড়বে। সঞ্চয় বাড়বে। তাদের সন্তানেরা সামাজিক হবে। পড়ালেখায় প্রতিযোগিতা বাড়বে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। তাদের বাবা-মা ছেলেদের প্রতি সন্তুত থাকবে। বোনরা ভাইদের প্রতি শ্রদ্ধাশীল হবে।



তাই যৌথ পরিবারের ঐক্য ধরে রাখার জন্য বউদেরকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরী। যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশী বলে কাজ ও বেশী থাকে। আলাপ-আলোচনার মাধ্যমে সংসারের কাজ গুলো সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করা যায়।





যৌথ পরিবারে থাকার সুবিধাঃ



যৌথ পরিবারে আপনি আপনার সন্তানটাকে ভালোমত লালন-পালন করতে পারবেন। বাইরে গিয়ে সন্তানের জন্য দুশ্চিন্তা করতে হবে না। কথায় আছে যত মানুষ তত কাজ, নাই মানুষ নাই কাজ। কিন্তু মানুষ বেশি থাকলে সে আপনাকে সাহায্য করতে পারবে। বাচ্চারা দাদা-দাদি বা নানা-নানির সান্নিধ্য পাচ্ছে। তারা তাদের কাছ থেকে রূপকথার গল্প, অতীত জীবন প্রণালী সম্পর্কে জানতে পারছে। বাচ্চাদের মানসিক গঠন ও বেড়ে ওঠায় যৌথ পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া বাচ্চারা একাকিত্বের দুঃসহ কষ্ট থেকে মুক্তি পায়। দাদা-দাদি, নানা-নানির সঙ্গে তারা হেসে খেলে সময় কাটাতে পারে। তা না হলে টিভি আর কম্পিউটারে ভিডিও গেমস নিয়ে তাদের সময় কাটাতে হয়। যা শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে।

শুধু শিশুদের ক্ষেত্রেই নয়, যৌথ পরিবারে সদস্যদের ভালো বোঝাপড়ার মধ্য দিয়ে আর্থিক সচ্ছলতাও আসে। একেকজন একেকভাবে সাহায্য করে।





যৌথ পরিবারে সুখী সুন্দরভাবে বসবাস করতে হলে পরিবারের সব সদস্যকে কয়েকটি উপদেশ মেনে চলতে হবে।



১. মনটা পরিষ্কার রাখুন।

২. সবার সঙ্গে মানিয়ে চলুন।

৩. অহংবোধ ঝেড়ে ফেলুন।

৪. কিছু করলে তা নিয়ে বড়াই করবেন না

৫. স্বামীর উপার্জিত অর্থ নিয়ে ফ্যাসাদ করবেন না।

৬. আপনার স্বামী বেশি রোজগার করে তাই তিনি সংসারে বেশি টাকা দেন, দিতেই পারেন তাই বলে আপনি এই নিয়ে মন খারাপ করবেন না।

৭. কোনো সমস্যা হলে সরাসরি প্রশ্ন করেন। অন্যের মাধ্যমে জেনে কাউকে সন্দেহ করবেন না। তথ্যটা ভুলও হতে পারে।



যৌথ পরিবার সবার কাছে অধিক প্রয়োজনীয়, আর সবাই মিলে একসঙ্গে বাস করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। তাই একক পরিবার নয়, যৌথ পরিবার গঠনে অধিক আগ্রহী হয়ে উঠুন। সবাইকে নিয়ে সুখের সংসার গড়ে তুলুন।



পরিশেষে, কুমার বিশ্বজিতের একটি গানের ভাষা বলতে চাই-“সংসার সুখের হয় রমণীর গুনে-এই কথা সত্যি হয়ে ছিল আমার মায়ের জীবনে”।



আমাদের প্রত্যেকের মায়ের জীবন সুখের হোক।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: সহমত

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬

রকিবুল আলম বলেছেন: পোস্ট ভাল লাগল। কিন্তু শুধু আজকাল যে মেয়েদের বা বউ দের কারনে ঘর ভাংছে, এইটা ভাই ঠিক না। অনেক সময় ছেলেদের কারনেও ঘর ভাংঘে।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬

সিটিজি৪বিডি বলেছেন: হুম্

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩

পড়শী বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.