নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

আমরা কি রিক্সাওয়ালাদের সাথে ভাল ব্যবহার করি?

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬



আমরা কি রিক্সাওয়ালাদের সাথে ভাল ব্যবহার করি?



রিক্সায় চড়েনি এমন মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে? ধনীরা হয়ত না চড়তে পারে কিন্তু গরীবদের একমাত্র বাহন রিক্সা। প্রতিদিন চলার পথে শত শত রিক্সা দেখি। নানান রকমের রিক্সা। কিশোর থেকে বৃদ্ধ বয়সের রিক্সা চালক চোখে পড়ে। রিক্সা চালাতে কোন প্রাতিষ্টানিক শিক্ষার প্রয়োজন হয় না। রিক্সা চালকের কোন লাইসেন্স নেই। কিছু কিছু এলাকা ছাড়া যে যেখানে খুশী রিক্সা চালাতে পারে। রিক্সা চালাতে কোন তেল লাগে না। শুধুমাত্র হাত আর পা দুটো ঠিকভাবে কাজ করলেই চলে। আর রিক্সা চালকদের অবশ্যই শক্তির প্রয়োজন আছে। তাই তাদেরকে রিক্সা চালাতে গিয়ে কিছুক্ষন পর পর খেতে হয়।



۞۞۞ রিক্সা চালকদের সাথে আমরা কি রকম আচরণ করি? ۞۞۞



গ্রাম অঞ্চলের রিক্সাওয়ালারা পরিচিত বলে কেউ " এই রিক্সা যাবে/যাবি? বলে না। কিন্তু শহরে রিক্সাচালকরা অপরিচিত বলে আমাদের দেশের কিছু কিছু মানুষ বিশেষ করে স্কুল-কলেজ-ভার্সিটির ছেলে-মেয়েরা খালি রিক্সা দেখলেই বলে-" এই খালি যাবে/যাবি? বা এই রিক্সা যাবে/যাবি? রিক্সা কি কথা বলতে পারে? বাপের বয়স/ভাইয়ের বয়সী রিক্সাচালককে তুই-তুকারী শব্দ বলা কি ঠিক? আমরা কি বলতে পারি না, রিক্সাওয়ালা চাচা/ভাই যাবেন?



۞۞۞ ভাড়া নিয়ে বাড়াবাড়িঃ ۞۞۞



অনেকে খালি রিক্সা দেখলেই চালককে কিছু না বলে রিক্সায় উঠে বসে। রিক্সাওয়ালা কোথায় যাবেন জিজ্ঞেস করলে উত্তর দেয়, "এই তো সামনে"। কিন্ত সামনের পথটা কোথায় গিয়ে শেষ হবে রিক্সাওয়ালা জানে না। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে অনেক সময় ঝগড়া শুরু করে দেয়। আর যাত্রী ভাড়া না দিয়ে বা কম ভাড়া দিয়ে চলে যায়। রিক্সাওয়ালা অসহায়ের মত তাকিয়ে থাকে।



۞۞۞কিছু ফ্রি টিপসঃ۞۞۞



۞ রিক্সায় ওঠার আগে কোথায় যাবেন বলুন।

۞ ভাড়া কত দিতে হবে জেনে নিন।

۞ কয়জন যাবেন তাও বলুন।

۞ রিক্সাওয়ালাকে বসিয়ে রেখে পথের মধ্যে আড্ডা দেয়া উচিত নয়।

۞ ভাংতি টাকা নিয়ে রিক্সায় উঠুন।

۞ উচু রাস্তার দিকে চলার সময় রিক্সা থেকে নেমে পড়ুন।

۞ প্রয়োজনে রিক্সাওয়ালাকে সাহায্য করুন।

۞ রিক্সাওয়ালার সাথে ভাল আচরণ করুন।

۞ তাদের গায়ে হাত তুলবেন না।



۞۞۞ সাবধানতা অবলম্বন করুনঃ۞۞۞



অনেক ছিনতাইকারী রিক্সাওয়ালা সেজে রিক্সা চালায়। তারা নারীদেরকে টার্গেট করে থাকে। তাই রিক্সায় ওঠার আগে রিক্সাওলাকে ভাল করে দেখে নিন। সন্দেহ হলে অন্য রিক্সা নিন।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮

ভালোরনি বলেছেন: রিক্সাওয়ালারা কি আমাদের সাথে ভাল ব্যবহার করে?

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

তারেক বলেছেন: ভাল টিপস। আমি ব্যক্তিগত ভাবে ভাড়া নিয়ে তাদের সাথে কোন খারাপ ব্যবহার করি না। পারলে ২ থেকে ৫ টাকা বেশী দিয়ে দিই।আমার একটাই যুক্তি এদের কামাই হালাল, এরা ঘাম জড়িয়ে টাকা কামাই করে, অন্যের পুটকি মেরে টাকা কামায় না, দেশের ,দেশের মানুষের পুটকি এরা মারে না।সেজন্য আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি না। এবং ওদেরকেও আমার সাথে খারাপ ব্যবহার করার সু্যোগ দিই না।

তবে কোন রিকশাওয়ালা যদি বেশী খারাপ ব্যবহার করে তাহলে তা প্রতিহত করি।

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

খাটাস বলেছেন: ভালোরনি বলেছেন: রিক্সাওয়ালারা কি আমাদের সাথে ভাল ব্যবহার করে? - ভাই আপনি যে দিক থেকেই ভাল হন, মানুষের মানসিকতা বোঝার দিক থেকে সম্ভবত খুব ভাল না। শিক্ষিত মানুষরা ই ব্যাবহার শেখে নি, সেখানে এক মূর্খ রিক্সা আলা আর কি শিখবে? তাই বলে যার বিবেক আছে, তিনি অবশ্যই মেজাজ খুব খারাপ না থাকলে কারও সাথে খারাপ ব্যাবহার করেন না আশা করি। তবে কিছু মানুষ এর ব্যাবহার কখনই ভাল হ্য় না, তাদের মধ্যে কিছু রিক্সা আলা ও আছে।


লেখক কে বলছি, অসম্ভব ভাল পোষ্ট ভাই। বাঙালি তো আমরা, নিজেদের পরিবর্তন না করে খালেদা হাসিনার নেংটি নিয়া টাইনা দেশ প্রেম দেখাই। একারণে আপনার পোষ্ট এ কমেন্ট নাই। সুশীল মানসিকতা বলে কথা, নিজে কে চেঞ্জ করার সময় নাই। অনেক মানুষের বদনাম করতে হবে। যাই হোক, মেজাজ খারাপ করে বললে ও এই মানসিকতায় সমাজে বেশি দেখা যায়।
আপনার মানসিকতা কে লাখ স্যালুট। এমন ই থাকবেন সব সময়। ভাল থাকবেন।

৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২

~মাইনাচ~ বলেছেন: উপরের গুলোত ঠিক আছেই, তাবে

۞উচু রাস্তার দিকে চলার সময় রিক্সা থেকে নেমে পড়ুন।
۞ প্রয়োজনে রিক্সাওয়ালাকে সাহায্য করুন।
۞ রিক্সাওয়ালার সাথে ভাল আচরণ করুন।
۞ তাদের গায়ে হাত তুলবেন না।

এইগুলো আমি অবশ্যই করে থাকি।

তাদের ভাবা উচিত আমাদের ।


সুন্দর পোষ্ট

৫| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

আমিনুর রহমান বলেছেন:



সাধারণত আমি বেশিরভাগ রিক্সাওয়ালাকেই আপনি করেই সম্বোধন করে থাকি। তবে একটা ভুল করি প্রায়ই সময়ই তা হলো ভাড়া ঠিক না করেই রিক্সা উঠে যাই আর যার মাসুল কিন্তু আমি প্রায়ই দিয়ে থাকি বেশী ভাড়া প্রদান করে।


তবে নিচের এই কাজগুলো সবসময় করি।

১। উচু রাস্তার দিকে চলার সময় রিক্সা থেকে নেমে পড়ি
২। প্রয়োজনে রিক্সাওয়ালাকে সাহায্যও করে থাকি।
৩। রিক্সাওয়ালার সাথে ভাল আচরণ করি।
৪। তাদের গায়ে হাত তুলি না।

৬| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

আখাউরা পূলা বলেছেন: আমি একবার রিক্সাওয়ালাকে পিছনে বসায়া রিক্সা চালাইসি! হাতের ব্যালেন্স রাখাটা একটু কঠিন, রাস্তা বেকা হোলে খুব ঝামেলা হয়! ১দিনের মত সময় লাগে নাকি হাত আসতে! অবশ্য ঢাকা শহরে গাড়ি চালানোর চেয়ে সহজ আছে বলবো!

৭| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

আখাউরা পূলা বলেছেন: আমি একবার রিক্সাওয়ালাকে পিছনে বসায়া রিক্সা চালাইসি! হাতের ব্যালেন্স রাখাটা একটু কঠিন, রাস্তা বেকা হোলে খুব ঝামেলা হয়! ১দিনের মত সময় লাগে নাকি হাত আসতে! অবশ্য ঢাকা শহরে গাড়ি চালানোর চেয়ে সহজ আছে বলবো!

৮| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

আখাউরা পূলা বলেছেন: আমি একবার রিক্সাওয়ালাকে পিছনে বসায়া রিক্সা চালাইসি! হাতের ব্যালেন্স রাখাটা একটু কঠিন, রাস্তা বেকা হোলে খুব ঝামেলা হয়! ১দিনের মত সময় লাগে নাকি হাত আসতে! অবশ্য ঢাকা শহরে গাড়ি চালানোর চেয়ে সহজ আছে বলবো!

৯| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

আখাউরা পূলা বলেছেন: আমি একবার রিক্সাওয়ালাকে পিছনে বসায়া রিক্সা চালাইসি! হাতের ব্যালেন্স রাখাটা একটু কঠিন, রাস্তা বেকা হোলে খুব ঝামেলা হয়! ১দিনের মত সময় লাগে নাকি হাত আসতে! অবশ্য ঢাকা শহরে গাড়ি চালানোর চেয়ে সহজ আছে বলবো!

১০| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮

আখাউরা পূলা বলেছেন: দুঃখিত নেট প্রব করায় ৪ বার ক্লিক করসিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.