নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

[{(ল্যাংড়া আম + ফজলি আম)-(মিলেনিয়াম ÷ এ্যালুমেনিয়াম)}x ইউরেনিয়াম] = B:-/ :-B ??

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৬

অনেক আগে মানে ছোট বেলায় পড়েছিলাম যে, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়...বর্তমানে দেশে বিভিন্ন জাতের আমের বাম্পার ফলন হচ্ছে, আমরা আম রপ্তানী করছি, প্রতিবেশী দেশে উপহার হিসাবে পাঠাচ্ছি। কিন্তু আমি ভেবেছিলাম আগে শিক্ষার মান ভাল ছিল, দিনে দিনে তা নিম্নমুখী হচ্ছে। কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে, আগে নকল করে পাশের দারুণ সুযোগ ছিল, আর এখন আছে তার আধুনিক সংস্করণ অটোপাশ। তাই, কোন শব্দের শেষে আম যুক্ত থাকলেই যে সেটা ভোজনোপযোগী রসালো ও সুস্বাদু ফল আম নয়, এই অতিসামান্য বিষয়টি যে কারও কারও কাছে দুর্বোধ্য হতে পারে তা ছিল আমার ধারণাও অতীত... B-) আসলে মানুষের সহজাত প্রবৃত্তি হলো কোন বাক্য বা শব্দ যদি সে নতুন শেখে বা শোনে, তবে সে কোন না কোন ভাবে সেটাকেই বার বার ব্যাবহার করতে চায়। এখানেও তার ব্যাত্যয় ঘটেনি, আমাদের মাননীয় সেতু মন্ত্রী হয়তো অনেকের মতো ইউরেনিয়াম শব্দটি জীবনে প্রথম বার শুনেছেন, দেশের ইতিহাসে প্রথম বার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আগত ইউরেনিয়ামের প্রথম চালন থেকে... :-B । এজন্যই মনে হয় তিনি নতুন করে শেখা শব্দটি ব্যবহারের জন্য উছিলা খুজছিলেন, আর জনসভায় গেলে বা মাইক্রোফোন হাতে পেলে তো আবার বাঙালীর মাথার ঠিক থাকেনা, একবার বলা শুরু করলে আর থামতে ইচ্ছা করেনা... B-)) তাই হয়তো তিনি অতি আবেগের ঠেলায় বা অতি উত্তেজনার বসে ইউরেনিয়াম শব্দটি শেষমেশ ব্যবহার করেই ফেললেন। ওনার কথায় মনে হলো ইউরেনিয়াম অন্য সকল আমের মতই সহজলভ্য বা খুবই সস্তা একটি পদার্থ... =p~ :P । কিন্তু হায় তিনি যদি জানতেন যে, প্রকৃতিতে প্রাপ্ত ভেজাল মানে অন্য বিভিন্ন উপাদান মিশ্রিত ১ গ্রাম ইউরেনিয়ামের দাম ৬০ টাকা, আর যদি তা শতকরা ৫ ভাগও বিশুদ্ধ হয় তখন তার ১ গ্রামের দাম হয়ে যায় ১১শত টাকা, সেই অনুপাতে তিনি যদি ২০ লিটারের এক বালতি পানির সমান মানে, ২০ কেজি ইউরেনিয়াম কারও মাথায় ঢালতে চান, সে ক্ষেত্রে ওনার খরচ করতে হবে ২ কোটি টাকারও বেশি... :-B B-) । ওনাদের যে আন্তকেন্দ্রিক স্বভাব, তাতে কিছুতেই এমন দামী বস্তু অন্যের মাথায় ঢালবার কথা কখনই মুখে আনতেন না, তাই না =p~ B-)) ?? আর আমি শতভাগ নিশ্চিত যে ইউরেনিয়াম ক্রয় এবং ব্যবহারের জন্য যে আলাদা লাইসেন্স বা সনদ দরকার হয় তিনি সেটা জানেন না.. B-) :-B .। আর ইউরেনিয়াম তো ২ ধরনের - ১.ইউরেনিয়াম ২৩৫, এবং ২. ইউরেনিয়াম ২৩৮, কোনটা পছন্দ ওনার... B:-/ !!!?? দেশে আগত ইউরেনিয়াম হলো ২৩৫। আর সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ইউরেনিয়াম একটি মারাত্নক তেজক্রিয় পদার্থ, এর সংস্পর্শে অনিরাপদ ভাবে থাকলে, ত্বকের, ফুসফুসের, পাকস্থলি, লিভার বা কলিজা, বৃক্ক বা কিডনির ও রক্তের ক্যান্সার হবার শতভাগ সম্ভাবনা রয়েছে.। উনি একে বয়স্ক মানুষ, তার উপর আবার চরম মাত্রার হৃদরোগী, কারও মাথার উপর ইউরেনিয়াম ঢেলে দেবার আগেই না আবার নিজেই উপরে চলে যান, এটা কিন্তু ভাববার বিষয় :|| B:-) /:) । আর ইউরেনিয়াম নরম হলেও পারদের মত তরল নয়। তাই এতে ঝক্কি ঝামেলা না করে, আামাদের মাননীয় প্রধাণমন্ত্রী যেমন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুপুত করে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন, ওনারও যদি ইচ্ছে হয়, তবে উনি দেশের সর্ববৃহৎ রেল সেতু পদ্মা রেলসেতু হতে নদীতে ফেলে দিতে পারেন, তাতে শুধু মাথা ঠান্ডা নয় সমস্ত শরীরই ঠান্ডা হবে..., ;) তাই না। নাকি আবার আমি কিছু ভুল বলে ফেললাম... :-& :( ???
পুনশ্চ: সব শেষে ওবায়দুল কাকু, ও গুগোল ভাই কে অনেক ধন্যবাদ, না হলে ইউরেনিয়ম সম্পর্কে এত খুটিনাটি তথ্য জানার ইচ্ছাই হতো না..। :#) :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: রাজনীতিতে বিনোদন আছে।

১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সাইবার সোহেল বলেছেন: অন্য দেশের রাজনীতিতে আছে দেশ প্রেম... :-< আর আমদের দেশের রাজনীতিতে আছে তেলবাজি, চামচামি, বেহায়াপনা এবং ভরপুর বিনোদন... B-)) B:-/ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.