নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতি নিয়ে যত মিথ।

১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫২







প্রজাপতি শব্দটা শুনলেই মন ভালো হয়ে যায়। কেমন এক পূত-পবিত্র ভাব ফুটে উঠে। রঙে আর বৈচিত্রে প্রজাপতির তুলনা প্রজাপতি নিজেই। প্রকৃতিতে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না।







মনে পড়ে ছোটবেলায় প্রজাপতির পেছন পেছন কত দৌড়িয়েছি। আর এখন এই ঢাকা শহরে প্রজাপতির দেখা পাওয়া যেন হ্যালির ধূমকেতু দেখতে পাওয়ার মতোই দুর্লভ। ফুল ছাড়া প্রজাপতি কিভাবে? ওহু, একদম না।







আজ কিন্তু আমি প্রজাপতির রং, বৈচিত্র আর সৌন্দর্য নিয়ে বলতে আসিনি। এসেছি এই প্রজাপতি নিয়ে যে প্রচলিত বিশ্বাসগুলো আছে, সেগুলো একটু জানাতে। তাই বলে প্রজাপতি দেখবো না। তা কি হয়। আমার ফেসবুক বন্ধু মনির আহমেদ এর তোলা কিছু প্রজাপতির ছবি দিয়ে দিলাম। একেবারে আমাদের দেশের প্রজাপতি। গুগুলে সার্চ দিয়ে নয়। (মনির ভাইয়ের অনুমতি ছাড়াই দিয়ে দিলাম।)







সাধারণত প্রজাপতিকে পরিবর্তন, আনন্দ, ভালোবাসা এবং রূপান্তরের প্রতীক বিবেচনা করা হয়।







গ্রিক মিথঃ

প্রাচীন গ্রীক শব্দে psyche হলো প্রজাপতি। আর psyche অর্থ হলো 'Soul' বা 'আত্মা' অথবা 'Mind' বা 'মন'।

গ্রীকরা বিশ্বাস করে যে, প্রতিটি মথ প্রজাপতি থেকে বের হয়ে আসার সাথে সাথে মানুষের আত্মার জন্ম হয়।







জাপানী মিথঃ

যার ঘরে প্রজাপতি প্রবেশ করে, সবচেয়ে পছন্দের ব্যাক্তিটি তাকে দেখতে আসে।







চাইনিজ মিথঃ

দুটি প্রজাপতি একত্রে উড়া কে চাইনিজরা ভালোবাসার প্রতীক হিসাবে দেখে।









ফিলিপাইনের মিথঃ

ফিলিপাইনে মনে করা হয়, কোন ঘরে যদি কালো প্রজাপতি প্রবেশ করে অথবা এর মথ আনা হয় বা জন্ম হয়, তবে ঐ পরিবারের কেউ মারা গেছে বা শীগ্রই মারা যাবে।







ইউরোপের মিথঃ

প্রাচীন ইউরোপীয়ানরা মনে করতো মানুষের আত্মা নেয়া হয় প্রজাপতির রূপে, তাই তারা প্রজাপতিকে খুবই শ্রদ্ধার সাথে এবং ভয়ের সাথেই দেখতো।







আইরিশ মিথঃ

আইরিশরা বিশ্বাস করে, মৃত ব্যাক্তিদের আত্মা স্বর্গে প্রবেশের আগ পর্যন্ত প্রজাপতি হয়ে থাকে।







মক্সিকো মিথঃ

মেক্সিকোর কিছু কিছু আদিবাসী বিশ্বাস করে যে প্রজাপতি হলো পৃথিবীর উর্বরতার প্রতীক।







মায়া(Maya) মিথঃ

মায়ারা মনে করে মৃত যোদ্ধাদের আত্মা প্রজাপতির রূপে পৃথিবীতে বিচরণ করে।







* আসামের নাগাস অঞ্চলের লোকদের বিশ্বাস যে আত্মা পৃথিবীতে এর রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। এর সর্বশেষ ধাপে প্রজাপতি হয়ে জন্মগ্রহণ করে। এই প্রজাপতির মৃত্যূর সাথে সাথে আত্মার রূপান্তর ও শেষ হয়।







** কারো গায়ে প্রজাপতি বসাও সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। আমাদের দেশে কারো গায়ে (অবিবাহিত প্রাপ্ত বয়স্ক) প্রজাপতি বসলে তার বিয়ের ফুল ফুটলো বলে ধরে নেয়া হয়।





*** সাদা প্রজাপতিকেও সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় কোথাও কোথাও।





আচ্ছা প্রজাপতি নিয়ে কি কি গানের কথা মনে পড়ে?





নজরূলের প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিণ পাখা।





কৃষ্ণ কলির, প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে রাঙা মেঘের মতোন।





হাবিবের প্রজাপতি। প্রজাপতি ছবি থেকে





সেই প্রজাপতি- নির্মুলেন্দু গুণ। (আবৃত্তি শিমুল মোস্তফা)





প্রজাপতি মায়া দিয়ে- রবীন্দ্রনাথ ঠাকুর।





ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো।





আরো আছে নিশ্চয়ই। সবাই শেয়ার করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওয়াউ। প্রিয়তে নিলাম :)

১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আপু।

২| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৪৮

শায়মা বলেছেন: কারো গায়ে প্রজাপতি ছুঁয়ে দিলে তাকে বলে প্রজাপতি নিবন্ধ না কি যেন এমনি একটা শব্দ!:)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি জানি, আমার তো লেখাপড়া কম। একটু জানিয়েন, নিশ্চিত হয়ে। প্রজাপতি মন বলেও একটা ব্যাপার আছে। এর অর্থ কি জানি না। মনে হয় সুন্দর মন বুঝাতে ব্যাবহার করা হয়।

আপি, আপনাকে প্রজাপতি ছুঁয়ে যাক। আপনিও প্রজাপতি নিবন্ধ হয়ে থাকুন।

৩| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:০৫

মেহেরুন বলেছেন: খুব ভাল লাগলো ভাইয়া।অনেকে বলে ঘরে প্রজাপতি আসলে নাকি ভাগ্য ভাল হয়। পোস্ট এ প্লাস। ভাল থাকবেন।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, সাদা প্রজাপতি সৌভাগ্যের লক্ষণ। আর কালো প্রজাপতি মৃত্যূর লক্ষণ। অবশ্য আমাদের দেশে সাদা আর কালো প্রজাপতিকে আলাদা করে বিবেচনা করা হয় না।

ধন্যবাদ মেহেরুন ভাইয়া।

হ্যাপি ব্লগিং।

৪| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:১৮

বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো জেনে আমারো ভালো লাগলো।

আপনাকেও ধন্যবাদ। হ্যাপি ব্লগিং।

৫| ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল পোস্ট।

ভাল লাগল প্রজাপতি কথন

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রজাপতি নিয়ে সুন্দর পোস্ট দেয়া যায়। কিন্তু আমি, প্রজাপতির অন্যান্য দিক গুলোর চেয়ে এই মিথ গুলোই তুলে ধরলাম।

প্রজাপতিদের আচরণ কিছুটা অদ্ভুত। সাধারণত ছেলে প্রজাপতি মেয়ে প্রজাপতির পেছন পেছন ঘুরে। কিন্তু ইরাক মেসোপটেমিয়ে এলাকায় মেয়ে প্রজাপতি ছেলে প্রজাপতির পেছন পেছন ঘুরে। এই রকম আরো সুন্দর এবং অদ্ভুত কিছু তথ্য আছে। ভবষ্যতের জন্য তোলা রইলো।

ধন্যবাদ তানিম ভাই।

৬| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

বাহঃ মিথ গুলো জেনে ভালো লাগলো

১৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

বিকারগ্রস্ত বিকার খুঁজে পাক, সেই দোয়া করি।

হ্যাপি ব্লগিং।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ পোষ্ট


প্লাস

২০ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওরে *কুনোব্যাঙ* ভাইয়া, এতো দিন পরে এই পোস্টের সন্ধান পেলেন। ধন্যবাদ।

সাথে থাকুন, ভালো থাকুন। এই কুনোব্যাঙটা সম্পূর্ণ দেশি। মানে বাংলাদেশী। সবাই কি জানে? হাঃ হাঃ হাঃ

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

শিশেন সাগর বলেছেন: অসাধারন একটা পোস্ট। মুগ্ধ

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাই শিশেন সাগর, এটা বেশ অনেক দিন আগের একটা পোস্ট। খুজে বের করতে বেশ কষ্টই করতে হয়েছে আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.