নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী , বাংলা আমার ভাষা

দাদাজী

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।

দাদাজী › বিস্তারিত পোস্টঃ

ওয়াই ফাই নেটওয়ার্কিং , অভিজ্ঞদের কাছ থেকে একটু আইডিয়া চাই

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

আমি একটি ৬তলা সম্পূর্ণ বিল্ডিং ওয়াই ফাই নেটওয়ার্কিং করতে চাই । প্রতিটা PC যাতে শেয়ার করা যায়। শেয়ার প্রিন্টার থাকবে এবং একটি ফাইল সার্ভার সবার সাথে শেয়ার করা থাকবে। কি ভাবে নেটওয়ার্কিং করলে ভালো ফাইল ট্রান্সফার স্পিড পাব ?

অভিজ্ঞদের কাছ থেকে একটু আইডিয়া চাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

দধীচি বলেছেন: একটা রাউটার দিয়ে একটা ফ্লোর কভার করা যায়, আপনি ৬ টা রাউটার ব্যবহার করতে পারেন।

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭

দাদাজী বলেছেন: ৬ টা রাউটার ব্যবহার করলে একটা রাউটারের ল্যাপটপ অন্য রাউটারের ল্যাপটপের সাথে শেয়ার পায় না । সে ক্ষেত্রে কানেকশোন কেমন হবে ?

৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৮

শাহ আজিজ বলেছেন: Click This Link

এটা পড়ুন আর মালটিপ্লান এলিফান্ট রোডে যোগাযোগ করুন। কারন এ ক্ষেত্রে ওরাই আপনাকে সেট করে দেবে।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩

একাকী সমুদ্রে বলেছেন: একটা রাউটার ৩ তলার পুরোপুরি সাপোর্ট করার কথা। সেই ক্ষেত্রে ১ তলা পরপর রাউটার বসালে ৩ টা রাঊটারে হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে রাউটার এর লোকাল এরিয়া নেটওয়ার্ক এর আইপি এড্রেস আর ডিফল্ট গেটওয়ে,মাস্, গ্লোবাল আইপি(যদিও তা লোকাল আইপি রাউটারের জন্য তা গ্লোবাল) এইগুলা বিশেষ পদ্ধতিতে সেট করতে হবে। এইজন্য একটা মাষ্টার রাউটার বানাতে হবে। ওইটা থেকে চেইন করে করে অন্য গুলাতে কানেক্ট করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.