![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা রেডিও শোনার অনেক অ্যাপই হয়ত আপনি ব্যাবহার করেছেন। কিন্তু এই অ্যাপটি আপনার রেডিও অ্যাপের ধারনাই পালটে দিবে।
অ্যাপটিতে ৯০ টি দেশি বিদেশি বাংলা রেডিও স্টেশন আছে। আছে পছন্দের কোন অনুষ্ঠান রেকর্ড করে রাখার সুবিধা। শ্রোতার সুবিধার জন্য চ্যানেল গুলকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা হয়েছেঃ বাংলাদেশি এফএম, ভারতীয় এফ এম, আন্তর্জাতিক বাংলা এফ এম, ইসলামিক রেডিও ও অনলাইন রেডিও। এছাড়াও পছেন্দের রেডিও তালিকা করেও রাখা যায়।
এই অ্যাপে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক মিডিয়া প্লেয়ার, যার সাহায্যে দ্রুত রেডিও প্লে হয়। যদি আপনার মোবাইল ডিভাইসটি অই প্লেয়ার সাপোর্ট না করে কোন সমস্যা নেই, সেটিং থেকে Advance Player মোডটি বন্ধ করে দিন। এক্ষেত্রে হয়ত সব চ্যানেল নাও চলতে পারে।
ছবিতে দেখানোর মত আপনি ডান বামে সোয়াইপ করে চ্যানেল পরিবর্তন করতে পারেন।
পছন্দের প্রোগ্রাম রেকর্ড করতে মাইক্রোফোন বাটনে ক্লিক করুন, শেষ হলে Stop বাটনে ক্লিক করুন, একটি পপ-আপ আসবে, চাইলে পছন্দের নাম দিয়ে সেভ করতে পারবেন।
এরপর এভাবে মেনুতে গিয়ে সেভ করা ফাইল প্লে করতে পারবেন।
অ্যাপটির ডাউনলোড করতে ক্লিক করুনঃ Google Play Store
অ্যাপটির পেজে গিয়ে আপনার মতামত জানাতে পারেন। ফেসবুক পেজ
এছাড়াও চ্যানেল সার্চ করতে পারবেন।
©somewhere in net ltd.