নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাইমোনিক

ডাইমোনিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সহ বিশ্বের সব বাংলা রেডিও শোনার অ্যাপ Bangla Tune এখন আরও উন্নত ফিচার নিয়ে

২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০২

অনেকেই আছেন যারা সময় কাটাতে এফএম রেডিও শুনতে পছন্দ করেন। তবে বর্তমানে অনেক স্মার্টফোনেই রেডিও থাকে না। তাদের জন্য বাংলা টিউন নামক একটি অ্যাপ রয়েছে গুগল প্লেস্টোরে। সম্প্রতি অ্যাপটিকে আরও উন্নত করে প্লেস্টোরে ছাড়া হয়েছে। এতে নতুন নতুন ফিচার যোগ করার পাশাপাশি অ্যাপের আকার আগের চেয়ে অনেক কমান হয়েছে ফলে অ্যাপটি আপনার ফোনে কম জায়গা নিবে।

অ্যাপটির উল্লেখযোগ্য বিষয়টি হল এর নজর কাড়া ডিজাইন ও সহজে ব্যবহার করা যায়। অ্যাপটি চালু করে ডানে বামে সোয়াইপ করলেই চ্যানেল পরিবর্তন হয়। এছাড়াও চ্যানেল লিস্ট থেকে যেকোনো চ্যানেলে ক্লিক করলেই তা চালু হয়। পছন্দের গান বা অনুষ্ঠান রেকর্ড করে পরবর্তীতে ইন্টারনেট এমবি খরচ না করেই শোনা যাবে। এতে দেশের প্রায় সব এফএম ও কমিউনিটি রেডিও শোনার সুবিধা আছে। কলকাতা সহ ভারতের জনপ্রিয় বাংলা এফএম ও আঞ্চলিক বেতারের সমাহার রয়েছে এই অ্যাপটিতে। পাশাপাশি বিশ্বের জনপ্রিয় বাংলা এফএম, অনলাইন রেডিও ও ইসলামিক রেডিও শোনার সুবিধা আছে এতে। চাইলে নিজের পছন্দের রেডিওর আলাদা তালিকা তৈরি করে শুনতে পারবেন।

নোটিফিকেশন থেকে অ্যাপ খোলা ও বন্ধ করা যায় ফলে রেডিও চালু করে অন্য অ্যাপও চালান যাবে, এতে রেডিও বন্ধ হবে না। পছন্দের রেডিও সহজে খুঁজে পেতে সার্চ করার সুবিধা আছে এতে। এছাড়া ব্রেকিং নিউজ অ্যালার্ট, খেলার আপডেট পাওয়া যাবে এই অ্যাপে। অ্যাপটি চালাতে আপনার ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ (৫.০) থেকে সর্বশেষ ভার্সন থাকতে হবে।

অ্যাপটি এই ঠিকানা থেকে ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন: http://bit.ly/banglatune

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন মোবাইলে ম্যাচ করবে ?

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

ডাইমোনিক বলেছেন: অ্যানড্রয়েড

২| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি সাধারণত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বেশি শুনে থাকি।

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

ডাইমোনিক বলেছেন: এই অ্যাপ ব্যবহার করে?

৩| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: রেডিও তো শুনি না।

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

ডাইমোনিক বলেছেন: এই অ্যাপ ব্যবহার করলে শোনার ইচ্ছা বাড়বে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.