![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কোম্পানীর ব্যবসায়িক পলিসির সাথে তাল মেলাতে হলে একটু বুদ্ধিমান হতে হবে। তুমি চলো ডালে ডালে আমি চলি আগায় আগায় আরকি।
আমার পর্যবেক্ষণ সমূহ:
১। ২টা সিম ইউস করবেন। যারা ফ্রি ফেসবুকিং করেন, গ্রামীন বন্ধ করলেও রবিতে এখনো ২৪ ঘন্টা ফ্রি ফেসবুকিং অফার আছে।
২। ২/৩ টা সিম সবসময় ঘুম পাড়িয়ে রাখবেন, কখন কোন অফার দেয় বলা তো যায়না।
৩। নতুন সিমে এখন প্রায় কোম্পানিই ফ্রি ইন্টারনেট দিচ্ছে। আমি ৩ টা রবি সিম কিনেছি। ২০০*৩=৬০০ টাকা পানিতে ফেলিনি। ৩০০ টাকার সাবান শ্যাম্পু ফ্রি পেয়েছি।১০ দিন মেয়াদে ৭২০ এমবি দিচ্ছে ৪ মাস, বুঝতেই পারছেন, ১০*৩= ৩০ দিন, ৭২০*৩= প্রায় ২ জিবি মাসে পাচ্ছি। ৪ মাসের জন্য নিশ্চিন্ত।
৪। আমার এলাকায় ৯৫% রবি ইউজার, তাই ১০০ টাকায় ৩৫০ মিনিট কিনে রবিতে কথা বলি ১ সপ্তাহ মেয়াদে। আর জিপি সিমে নিশ্চিন্ত প্যাকেজে ৭০ টাকা রিচার্জ করে ১ মাস মেয়াদে ভ্যাট সহ ৭৬ পয়সা মিনিটে কথা বলি অন্য অপারেটরে।
৫। যারা বেশি কথা বলেন মোবাইলে তারা জিপি বা রবির ৫০০ মিনিট ৩০০ টাকায় কিনে ৩০ দিন ব্যবহার করে দেখতে পারেন।
৬। আর যারা খেজুরে আলাপ বেশি করেন তারা কিনবেন দৈনিক বান্ডেল বা সাপ্তাহিক অফার গুলো।
৭। আমি অনেকের মোবাইলে চেক করে দেখেছি এখনো দেড় টাকা বা দুই টাকা মিনিট রেট চালু আছে। একটু সতর্ক হলেই কিন্তু প্যাকেজ চেঞ্জ করে সাশ্রয়ী রেটে কথা বলা যায়। কোম্পানী কখনোই সবার জন্য গণহারে কল রেট কমাবে না। আর কত কমাবে বলেন, ১০ টাকা থেকে এখন ২৫ পয়সা পর্যন্ত নেমেছে। আপনাকে জানতে হবে।
৮। নতুন বিজ্ঞাপন দেখলেই ২ মিনিট সময় নষ্ট করে পড়ুন, আরো সাশ্রয়ী কিছু পান কিনা।
৯। কিছুদিন আগে জিপি ব্যবহারের উপর বোনাস দিয়েছিলো, সপ্তাহে ১০০ এমবি ইন্টারনেট, আমার টার্গেট ছিল ২ টাকা প্রতিদিন। আমি শুক্র আর শনিবারে ৪ টাকা ব্যবহার করে প্রায় ৭০০ এমবি জমিয়েছি। এখন ব্যবহার করছি। মেয়াদ, কোন সমস্যা নাই, ১টাকার ইন্টারনেট আছেনা, প্রথম দিন যাক্টিভেট করে ১ মাস মেয়াদ পেয়েছি। ২য় দিন আবার অটো রিনিউ বন্ধ করে দিয়েছি। মেয়াদ ঐ ১ মাস ই আছে।
১০।িজপি আর রবি ব্যবহার করি বলে অন্যদের সম্পর্কে কিছু লিখলাম না।
এই লেখা পড়ে আবার কেউ আমাকে কিপ্টা বা কাজ কাম নাই বলে ভাববেন না। বললাম তো ২ মিনিট সময় নষ্ট করলেই অনেক কিছু জানা যায়। আর আপনার যদি টাকা বেশি থাকে তাহলে আপনি পানিতে ফেলবেন না মোবাইল কোম্পানীকে দিবেন সেটা আপনার ব্যপার। তবে আমার বিকাশ নাম্বারে কিছু পাঠালে আরো খুশি হব।
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮
এম ই জাভেদ বলেছেন: ওদের বিজ্ঞাপন গুলি আমার কাছে কনফিউজিং মনে হয়।
শেষে আবার লেখা থাকে শর্ত প্রযোজ্য।
আসলেই ওসব শুভংকরের ফাঁকি। তবে আপনার মত গবেষণা করে সিম ইউজ করলে সাশ্রয় না হয়ে যাবে কই ?
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪
দালাল বলছি বলেছেন: প্রযোজ্য শর্ত ব্যবচ্ছেদ করার পরে এ পোস্ট লিখেছি। ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
কালো গুপ্তচর বলেছেন: সোজা প্রিয়তে । অনেকগুলো ধন্যবাদ ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
স্বপ্নসমুদ্র বলেছেন: বাউরে বাউ। সিম রাখার জন্য বয়াম এবং হিসাব রাখার জন্য খাতা রাখা লাগবে দেখছি। ক্যামনে?? সম্ভব??
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
দালাল বলছি বলেছেন: আমার পরামর্শ নেন ফি সহ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
জামিল হাসান বলেছেন: চলুন আমরা আবার আগের যুগে ফিরে যাই বেশী আগে না এই যেমন আশির দশকে
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
দালাল বলছি বলেছেন: সম্ভব না ভাই। একবার চিন্তা করেনতো, বাড়ি থেকে ঢাকা গিয়েছেন, রাতে বসে চিঠি লিখেছেন, ডাকপিয়নের দয়া হলে সে চিঠি ১০ দিন পর বাড়ি পৌছেছে। আপনার মায়ের, স্ত্রীর মন শান্ত হয়েছে। আরো কত উদাহরণ।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: হাহাহা.......... ভালই ।
তা অাপনার বিকাশ নাম্বার কই !!!
ক্যামনে পাঠামু !!!
৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩
বেলায়েত হােসেন ইমন বলেছেন: হ্যাঁ ভাই আপনি ভিটামিন এ- টু জেড এর কাজ করেছেন। আপনার কথা শুইনা পুটলি থেইকা ঘুমানো তিনটা সিমই আমি সাবান দিয়া ধুইয়া নিছি। এইবার চলবে একশ একশ। কোম্পানীরে বাাঁশ। কি ভাই কামডা বালা করিনাই ?
৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
বেগুনী ক্রেয়ন বলেছেন: "বন্ধু" প্যাকজে ১৫ টা এফ-এন-এফ, আর কি লাগে? এরপর থেকে আমার ফোন বিল কমে তিন ভাগের একভাগ হয়ে গিয়েছে|
৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯
রাফা বলেছেন: ভালো কাজের পোষ্ট, বিদেশি কোম্পানিগুলো প্রচুর মুনাফা নিয়ে যাচ্ছে
আমাদের দেশ থেকে। কিছুটা বাচাতে পারলে সার্বিকভাবে আমাদেরই লাভ।
ধন্যবাদ, বাংলাদেশের দালাল।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কাম কহন করবেন সিম নিয়া এতো ব্যস্ত থাকলে। ব্যবসা বা চাকরীতো লাটে উঠবো, তহন দেহা যাইবো লাভের চাইতে লস বেশী, আর সাথে পাগল-ছাগল উপাধি ফ্রি।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
জামিল হাসান বলেছেন: তাইতো প্রযুক্তি আমাদের দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে মনের আবেগ!
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
সজীব বলেছেন: