নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দামাল ছেলে

আমি দামাল ছেলে › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের কিছু গান

০৮ ই মে, ২০১৫ রাত ১০:৪১

আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্র জন্মবার্ষকী। বাংলা ভাষার জন্য রবীন্দ্রনাথ এক অমূল্য রত্ম, একথা অস্বীকার করার কোন উপায় নেই। বাংলা সাহিত্যকে এক রবীন্দ্রনাথ যা দিয়েছে, তা খুব কম মানুষই কোন ভাষাকে দিতে পারে। উপন্যাস, গল্প, নাটক, কবিতা, গান সকল শাখায় তার অবাধ বিচরন। এমন প্রতিভাবান লেখক বা কবি তিনি যার চিন্তা চেতনা, মনন আজ থেকে শত বর্ষের পুরনো হওয়া সত্ত্বেও পাঠকের কাছে এখনও তা চির নতুন। দিন যত অতিক্রান্ত হয়, রবীন্দ্রনাথকে ততই যেন নতুন মনে হয়। এক আশ্চর্য প্রতিভায় পূর্ণ তার সব লেখা। বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রবর্তক রবীন্দ্রনাথ শুধুমাত্র ছোটগল্পের কারণেই টিকে থাকতে পারতেন বাংলা সাহিত্যে। কিন্তু তিনি গল্পকার নন, তিনি কবি। তার কবিতার ক্ষেত্র এতই বিশাল যে তার পরিধি আমার এই ক্ষুদ্র লেখায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। কবিতার পাশাপাশি তিনি গীতিকার, সুরকার, গায়কও বটে। তার গানের ক্ষেত্র এত বিশাল যে তার গানের জন্য বাংলা ভাষায় সঙ্গীতের একটি ধারা প্রবর্তন করা হয়েছে যার নাম রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের স্তবগান আমার এই লেখার উদ্দেশ্য নয়। তিনি পরলোকগত, তাই তাকে দেবার আমার কিছু নেই। ভাষাকে ঋণী করে, ভাষাভাষীকে ঋণী করে তিনি চলে গেছেন। তাই এই ঋণ শোধ করার নিমিত্তে তাকে কিছু দেবার ক্ষমতা আমার নেই। তার পরিবর্তে তার সৃষ্টিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাইছি। এতে করে যদি কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ পায়........। তার তরে বলার শুধু এটুকুই আছে

"হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।"

আমি আপনাদের মাঝে রবীন্দ্রনাথের কিছু গান শেয়ার করার উদ্দেশ্যে এই লেখার অবতারণা করেছি। আমার সংগ্রহে থাকা রবীন্দ্রনাথের গানের কিছু অংশ আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভাল লাগবে। ইন্দ্রানী সেনের কণ্ঠে গাওয়া গানগুলো আমি বিভিন্ন স্থান হতে সংগ্রহ করেছি যার কোন কপিরাইট আমার নেই। তবু ভাল লাগা গানগুলো সবাইকে শুনাতে চাই বলে শেয়ার করলাম। শুভকামনা রইল সবার জন্য।

গান শুনতে অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.