নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
আমার বিকেলে বেলায় গ্রামের মেঠোপথ ধরে খুব হাঁটতে ইচ্ছে করে!
এক পাশে গরুর দল হাঁটবে, দলবেঁধে...
পেছনে থাকবে রাখাল ছেলে, হাতে থাকবে বাঁশি, খুব সুরে বাজাবে...
যদিও হেঁটে বাঁশি বাজানো খুবই কঠিন কাজ!
কিন্তু রাখাল ছেলে তা অবলীলায় বাঁজিয়ে মাতিয়ে রাখবে প্রকৃতিকে...
বিকেলের হাঁটা আমার অসম্ভব প্রিয়...
মনে হয়, সব ক্লান্তিতা দূর হয়, এই পরিবেশে...
তপ্ত সূর্যের আলো ছুঁই ছুঁই করেও শরীর স্পর্শ করবে না!
বিকেলে সেইও শান্ত হয়ে যায়...
তারও যে অন্যদেশে যাওয়ার তাড়া আছে!
তার তো চোখে ঘুমও নাই!
ঘুমহীন চোখ লাল থাকবে সেটাই স্বাভাবিক...
সেই লালে বিকেলে পুরো আকাশ ঢেকে থাকে...
সেই লালের রশ্মি পড়ে নদীতে!
বিকেলে নদীরা নাকি শান্ত থাকে!
দিনভরের ক্লান্তি দূর করতে তারাও নাকি রাখালের বাঁশির সুর শোনার অপেক্ষা করে!
অপেক্ষা করে হয়তো, এক ঝাক নাম না জানা পাখিরাও!
দলবেঁধে গাছের মগডালে বসে থাকে...
হয়তো তারাও ক্লান্তি দূর করার জন্য বসে আছে!
হালকা বাতাস বয়বে,
আর আমি ক্লান্তি দূর হওয়ার জন্য নদীর পাড়ে বসে থাকবো...
বাড়ি ফেরার তাড়া কারও নেই,
নেই আমারও...
আমার যে অনেক হাঁটতে ইচ্ছে করে!
হেঁটে সমুদ্র দেখার ইচ্ছে করে!
রাস্তায় নানান মানুষ দেখে দেখে, তাদের সারাবেলার গল্প শুনতে ইচ্ছে করে!
সব গল্প সমুদ্রকে চিৎকার করে বলতে ইচ্ছে করে!
দেখো হে সমুদ্র,
মানুষ এখন আর মানুষ নাই,
যান্ত্রিক হয়ে গেছে,
কেউ ছুটে টাকার পেছনে, কেউ বা মোহর...
হে সমুদ্র তুমি খুব ভালো আছো,
তুমি রেগে গেলে ঢেউ দিয়ে নিজের ক্ষোভ ঝাড়ো,
কিন্তু মানুষ নিজের ক্ষোভ মেটাতে মানুষকেই মেরে ফেলে...
তুমি এভাবেই থেকো,
আমি আসবো,
যেদিন ইচ্ছে হয় আবারও স্বপ্নে...
আমার বিকেলের স্বপ্নে...
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ। শুভ সন্ধ্যা...
২| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: গ্রাম্য পরিবেশ আমার সবচেয়ে ভালো লাগে।
কেন শুনবেন?
১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: অবশ্যই দাদা। আপনি বলেন দাদা...
৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ রাজীব দা...
৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বিকেলের টাটকা স্বপ্ন। স্বপ্নরা যেন বাসি হয়ে কভু না যায়।
১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: কেমন আছেন দাদা?
৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আছি খুব ভালো আছি।যাকে বলে ফাইন। আপনি কেমন আছেন?
১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: গিটার নাই, ভালো নাই...
৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১
ঢাবিয়ান বলেছেন: কবিতায় +++
১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬
নয়ন বড়ুয়া বলেছেন:
৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি কি ছাত্র? দেশের কোন এলাকায় থাকেন?
৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯
সোনাগাজী বলেছেন:
অন্যদের মন্তব্য পড়ে বুঝলাম, ইহা একটি কবিতা!
১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
নয়ন বড়ুয়া বলেছেন: লিখি এইভাবেই...
অভ্যাস। কবিতা হয় কী না জানি না...
আমি ছন্দ মেলাতে পারিনা...
৯| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: রাখালের বাঁশির সুর আমি কখনও শুনি নি। সত্যি কি রাখালেরা বাঁশি বাজায় না-কি তা শুধু গল্প কবিতাতেই আছে?
১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৪
নয়ন বড়ুয়া বলেছেন: না না। আছে তো। আমি শুনেছি। গোমদণ্ডী নামক একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে এক রাখাল ছেলের সাথে দারুন বন্ধুত্ব হয়েছিলো। নাম ছিলো তারেক। খুব সুন্দর বাঁশি বাজাতে জানত। বিকেলে তার সাথে প্রায় আড্ডা হত। গরু তার আপন মনে ঘাস খেতো, আর সে বাঁশি বাজাত, আর আমি শুনতাম...
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: সব মানুষ মনে হয় এখনো যান্ত্রিক হয়নি। এখনো আগের মতই আছে সহজ সরল। লেখা ভাল ছিল।