নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...
এতক্ষণ ম্যান্ডেলা দেখছিলাম...
না আছে কোন পরিচিত নায়ক, না আছে কোন নায়িকা...
কিন্তু একটা স্ট্রং গল্প আছে।
খুবই সাধারণ একটা গল্প, যে গল্প ছোট জাত-বড় জাতের গল্প...
মানুষকে হেয় করার গল্প...
যে গল্প সময়ের প্রয়োজনে সেই ছোট জাতের মানুষকেই কাছে টানার গল্প...
বুকে টেনে নেওয়ার গল্প...
গল্পের ম্যান্ডেলা চরিত্রটার ফ্যান হয়ে গেছি এক প্রকার বলা যায়...
যোগী বাবুর লিড রোলে চরিত্র আমি এই প্রথম দেখলাম। যদিও উনার আরও বেশ কয়েকটা মুভি আছে, ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের...
সেগুলোও অসাধারণ...
তবে সব থেকে বেষ্ট চরিত্র করেছেন, এই ম্যান্ডেলা চরিত্রটি...
গল্পের শুরুতেই দেখি, গ্রামের কিছু মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলে যায়...
তার কিছু মুহূর্তেই একটা গাড়ি এসে জোর করে তাদের ওই অবস্থাতেই তুলে নিয়ে যায়, ওদের দিয়ে একটা শৌচাগার উদ্ভোধন করানোর জন্য...
গ্রামে ওইটাই একমাত্র প্রথম শৌচাগার। যা আগে ছিলো না...
সেখানেও আবার দ্বন্ধ।
দুই পাড়ার দ্বন্ধ।
দক্ষিণ পাড়া, আর উত্তর পাড়ার দ্বন্ধ।
এক পাড়ার মানুষ চাই, তাদের মানুষ আগে উদ্ভোধন করুক, আর আরেক পাড়ার মানুষ চাই, তাদের মানুষ আগে করুক...
এই নিয়েই তর্ক-বিতর্ক।
যখন এইটার কোন সমস্যার সমাধান হচ্ছে না...
তখন তারা অপেক্ষা করতে লাগলো গ্রাম প্রধানের। আবার এই দুই দলের দুই নেতাই হচ্ছে এই গ্রাম প্রধানের ছেলে...
কোন সমাধানই যখন হচ্ছে না, তখন গ্রাম প্রধান সিদ্ধান্ত নিলেন, তিনিই আগে গিয়ে উদ্ভোধন করবেন...
যেই ভাবা সেই কাজ...
গ্রাম প্রধান টয়লেটের ভেতরে, আর বাইরে দুই ভাইয়ের মারামারি...
মারামারির এক পর্যায়ে, গ্রাম প্রধান টয়লেটেই হার্ট এ্যাটাক করেন, পরে হাসপাতালে নেওয়ার সময়, দুই পাড়ার মানুষজনই সেই শৌচাগার ভেঙ্গে দেয়...
এই ঘটনার আগেই একটা কুকুর আবার সেই শৌচাগারে উদ্ভোধন করে চলে যায়...
মানে গ্রামের প্রধান উদ্ভোধনের আগেই, কুকুর পটি করে বিদায় নেয়...
পরে ম্যান্ডেলাকে ডেকে সেই টয়লেট পরিষ্কার করে...
মোটকথা গল্পে ম্যান্ডেলাকে খুব হেয় ভাবে দেখানো হয়েছিলো প্রথমে...
পরে সেই ম্যান্ডেলা হয়ে যায় একজন গ্রামের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এর ভেতর আরও বেশকিছু নানান কিছু ঘটনা ঘটে, যেমনঃ ম্যান্ডেলার গাছ থেকে টাকা চুরি হওয়া, পরে টাকা জমানোর জন্য ডাকঘরে গেলে, সেখানে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড চাইলে, যার কিছুই দিতে পারেনা...
পরে ম্যান্ডেলা ভোটার কার্ডের আবেদন করে...
এরভেতর চলে আসে গ্রামে নির্বাচন।
যে জিতবে, সে পাবে ৩০ কোটি টাকা...
গ্রাম প্রধান হার্ট এ্যাটাকের কারণে, তার দুই সৎ ছেলের যেকোন একজনে চাই বাবার পরিবর্তে ক্ষমতায় আসতে...
কিন্তু সেখানেও দুই ভাইয়ের দ্বন্ধ...
কোন ভাইই কাউকে ছাড় দিচ্ছে না...
বাবার আদেশ, যার লোকসংখ্যা বেশি, সেই নির্বাচনে দাঁড়াবে...
এখন দুই ভাইয়ের দুই দলই ভোট সংগ্রহের তোড়জোড় শুরু করে দিলো...
টাকা দিয়ে, গ্রামের বাইরে জীবিকার টানে যারা আছেন, তাদের নিয়ে আসেন, দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন মিথ্যা অজুহাতে তাদেরকেও নিয়ে আসে...
দুই দলের কে হবে গ্রাম প্রধান তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা...
সাথে মারামারি, কাটাকাটি...
ছোট ভাই, বড় ভাই থেকে এক ভোট এগিয়ে গেলে, গ্রামের এক বৃদ্ধার মৃত্যুতে হয়ে যায় সমান ভোট...
কে জিতবে, সেটা কেউই বুঝতে পারছে না...
কে ভোটে দাঁড়াবে সেটার যখন ফাইনাল ঘোষণা দেবে, ঠিক সেদিনই ম্যান্ডেলার ভোটার কার্ড হাজির...
এখন ম্যান্ডেলা যাকে ভোট দেবে, সেই হবে পরবর্তী গ্রাম প্রধান...
এখন এই দুই দলই চাই, ম্যান্ডেলাকে তাদের দলে ভেড়াতে...
ম্যান্ডেলাকে দেয় লোভনীয় সব অফার...
একজন সাধারণ ম্যান্ডেলা হয়ে উঠে অসাধারণ ম্যান্ডেলা...
যা এই মুভিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে...
মূলত এই নিয়েই মুভির পুরো জার্নি...
একটা ভোটের কত মূল্য, একটা ভোট চাইলে কতকিছুই না পরিবর্তন করতে পারে তা এই ম্যান্ডেলা সিনেমা না দেখলেই উপলব্দিই করতে পারবেন না...
সিনেমাটিক গ্রাফিক থেকে শুরু করে সব কলাকৌশলীর কাজ অসাধারণ ছিলো...
তবে দুঃখের বিষয় এই মুভির ডাবিং নাই। আপনাকে বাংলা সাব দিয়ে দেখতে হবে...
তবে পুরো সিনেমা দারুণ উপভোগ্য...
মনে হবে চোখের সামনে, কিছু জীবন্ত চরিত্র দেখছি...
আর ম্যান্ডেলার প্রশংসায় পঞ্চমুখ হবেন...
চাইলে দেখতে পারেন...
ছবিঃ গুগল থেকে
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ...
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬
সোনাগাজী বলেছেন:
মুভিটি কোনভাবে আপনাকে উৎসাহিত করেছে?
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: আপনি সম্ভবত দাদা, আমার পোষ্টের শেষের দিকের প্যারাগুলো ইগনোর করে গেছেন...
ওখানেই উত্তর ছিলো।
একটা ভোট কত গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আমাকে উৎসাহিত করেছে।
প্রয়োজনে কাছে টেনে নেয়া মানুষদের কত রূপ, সেটা সম্পর্কে অন্তত কিছুটা উপলব্দি করাতে সাহায্য করেছে...
একজন মানুষ চাইলেই, সমাজের উন্নয়ন করতে পারে, সেটা সম্পর্কে ভালো ধারণা দিয়েছে...
আরও অনেক অনেক...
যদিও আমি মুভি দেখি, বিনোদনের জন্য...
শিক্ষা নেওয়ার জন্য না...
যেসব মুভি দেখে চোখ জুড়িয়ে যায়, একটা সুন্দর মেসেজ থাকে, চেষ্টা করি সেটা সম্পর্কে অন্যদের জানাতে...
ধন্যবাদ দাদা। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। সুস্থ ও ভালো থাকুন...
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি দেখেছি মুভিটা। ভালো গল্প।আসলে একদল পরিশ্রমী কলাকৌশলী ও গুণী শিল্পীদের মারাত্নক ডেডিকেশান ও অক্লান্ত পরিশ্রমের ফল হল একটি ভালো মুভি।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর বলেছেন দাদা। ধন্যবাদ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ম্যান্ডেলা মুভির কথা আমি শুনেছি।
হিন্দি ডাব পাইনি। এজন্য দেখা হয় নাই।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: হুমম। হিন্দী ডাব নাই। আমি বাংলা সাব দিয়ে দেখেছি। ধন্যবাদ দাদা।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: আপনি রিভিউও লিখতে পারেন!!
বাহ! দারুন তো!!
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: চেষ্টা করি দাদা। ধন্যবাদ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি অবসরে প্রচুর সিনেমা দেখি। আপনার ম্যান্ডেলা দেখা হয়নি। অবশ্যই ম্যান্ডেলা দেখবো।
মুভি রিভিউ ভালো লিখেছেন। +++
১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৪
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর একটা গল্পের সিনেমা। ভালো সময় কাটবে...
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য...
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সিনেমাটা দেখি। আপনার থেকে কাহিনী শুনে মনে হলো দেখতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে হবে। এটার কোন হিন্দী ডাবিং নেই। অনেক তুপ্তি পাবেন দেখে দাদা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভালো লিখেছেন।