নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্পঃ পার্সপোর্ট বিড়ম্বনা...

২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০১



২০১৮ সালের ঘটনা। কম সময়ে কীভাবে পার্সপোর্ট বানানো যায়, তার খোঁজ করলাম নানান জায়গায়...
শেষমেষ মেজো দিদির জামাই, ইকরামুল নামে একজনকে ঠিক করলেন...
উনাকে সব বলা হলো। সব শুনে বললেন, কোন সমস্যা নাই, পাঁচ দিনেই পার্সপোর্ট আপনার হাতে...
৭ম দিনেই আপনি ইন্ডিয়া...
বললাম, ৬ষ্ঠ দিনে ইন্ডিয়া কী সমস্যা?
বললেন, ভিসার জন্য এপ্লাই করবেন না? নাকি ভিসা না করেই ইন্ডিয়া চলে যাবেন?
(মনে মনে) আরেহ, এরকমই তো কাউকে খুঁজছিলাম, যাঁর থাকবে এইসব ব্যাপারে হিউজ নলেজ...



২য় দিন থেকে পার্সপোর্টের চেয়ে বেশী চিন্তা ইকরামুল ভাইকে নিয়ে। তার সাথে একসপ্তাহ থেকে আমার জটিল এক অভিজ্ঞতা হলো।
প্রথম দিন দেখলাম, তিনি হাঁটতে পছন্দ করেন, এবং হাঁটা নিয়ে লম্বা একটা লেকচার দিলেন...
মনে মনে খুশিও হলাম। যাক মনে হয় অল্প টাকাতেই আমার পার্সপোর্টের কাজ হয়ে যাবে...
নাস্তা করতে কোন হোটেলে ঢুকলে নাস্তার এক পর্যায়ে ড্রামের পানি খেয়েই তৃষ্ণা মেটাতেন...

কিন্তু ২য়দিন থেকে তার কাজের ধরণ দেখলাম অন্যরকম...
আমার কাজের সাথে যুক্ত হলেই সকাল ১১ টা বাজলেই নাস্তার জন্য হোটেলে ঢুকে যেতেন...
দুপুরে লাঞ্চের সময় হলে, ভাতের হোটেলে ঢুকে যেতেন এবং শুরুতেই ওয়েটারকে বলতেন, আগে একটা ১ লিটারি ঠান্ডা পানির বোতল দাও...
আমি তাকিয়ে দেখতাম...
আর উনার চেহারা এমন, "উহুফ বাইরে খুব গরম" টাইপ অবস্থা করে রাখতেন...
সবচাইতে যে প্যাড়াই ছিলাম, সেটা ছিলো রিক্সা...
পাঁচ মিনিটের রাস্তায় রিক্সা ছাড়া চলতে পারতেন না...
উনার নাকি পায়ে সমস্যা। উনি নাকি অনেক বড় একটা এক্সিডেন্ট করেছেন, সেই এক্সিডেন্টে সবাই মারা গেলেও, তিনি বেঁচে গেলেন পায়ের সমস্যা নিয়ে...
দূরের কোন জায়গায় যেতে হলে, হুটহাট সিএনজি ভাড়া করে ফেলতেন...
আমার কাজের বাহানায়, নিজের কাজও সেড়ে নিতেন...
আর বলতেন, এগুলো সব আপনারই কাজের স্বাক্ষর।
একটা কাগজ দেখিয়ে বললেন, দেখেন, আপনার পার্সপোর্টের ফরমের কাগজ...
নাম দেখে বললাম, এখানে তো সুমাইয়া আক্তার লেখা...
উনি যেনো আকাশ থেকে পড়ার ভাব ধরে, হায় হায়! এই আমি কার কাগজ নিয়ে আসলাম!
দেখা যেতো সিএনজির ভাড়া আসতো ৩০০ থেকে ৫০০ টাকা...
সে এক মহামুসিবতে ছিলাম...




শেষ পর্যন্ত উনাকে দিয়ে কিছুই হয়নি। উল্টো তাঁর টেনশনে আমার ঘুম হারাম...
যেদিন পার্সপোর্টের কাগজ জমা দেয়ার কথা, সেদিন দুপুরে পার্সপোর্ট অফিসে গিয়ে শুনলাম, প্রায় দালাল সকালে গ্রেফতার। কিছু পলাতক। খোঁজ নিয়ে জানতে পারলাম ইকরামুল ভাইও গ্রেফতার...

আজ চারবছর পর ইকরামুল ভাইয়ের সাথে রাস্তায় দেখা।
বললাম, ভাই কবে আসলেন?
ভাবখানা এমন, উনি আমেরিকা থেকে আসছেন।
- আসছি ভাই এক সপ্তাহ হলো...
- এত বছর লাগলো? এত বছর তো থাকার কথা না!
- বিভিন্ন ব্যবসার ফাইল লীগ হয়েছিলো ভাই, এগুলো মেকাপ করতে পারিনি বলেই আমার কাছ থেকে বিদায় নিলেন...
যাওয়ার আগে একটা দুই লিটারি ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে বললেন, ভাই গরম তো বেশি, তাই ইফতারির সময় নিলাম, কিছু মনে কইরেন না ভাই...


নয়ন বড়ুয়া
১০ ই এপ্রিল, ২০২২

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৩

জ্যাক স্মিথ বলেছেন: প্রথমত কোন কাজ যে লোক খুব সহজেই করে দেয়ার গ্যারান্টি দেয়, তাদের থেকে সবধান।
পাসপোর্ট নিয়ে বিরম্বনায় পরেনি বাংলাদেশে এমন পাসপোর্টধারী লোকের সংখ্যা নেই বললেই চলে।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: কথা সত্য...

২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩১

কামাল১৮ বলেছেন: আমার পরিবারের সকলের পাসপোর্ট আমি কোন জামেল ছাড়াই করেছি।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪২

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ। চমৎকার...

৩| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪২

নয়ন বড়ুয়া বলেছেন: বড়ই আফসোস...

৪| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৬

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশ সবকিছু ঠিকঠাক চলে। দুর্নীতি ও ঠিক মত চলে। দালালি ও ঠিখ মত চলে।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪২

নয়ন বড়ুয়া বলেছেন: সবকিছুতে ১০০%...

৫| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: এই দেশটাই চলছে "দালাল" শ্রেনীর লোকজন দিয়ে। কাজের ধরন ভিন্ন হলেও মূলত এই ধরনের রক্তচোষা প্রাণীদের দেখা পাবেন সব জায়গায়। তাই দালাল হইতে সাবধান।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: তখন বুঝিনাই...

৬| ২১ শে মার্চ, ২০২৪ রাত ২:১৮

রোকসানা লেইস বলেছেন: সব কাজ কাউকে দিয়ে করানো বা কারো সাথে চুত্তিতে যাওয়া একটা অলিখিত ব্যবস্থা বাংলাদেশ।
এই নিয়ম থেকে মুক্তি পাওয়া দরকার মানুষের।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৪

নয়ন বড়ুয়া বলেছেন: তখন বুঝিনাই...
এখন প্রায় সব কাজ নিজে করার চেষ্টা করি...

৭| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:০৩

আলামিন১০৪ বলেছেন: দালাল জন্ম দেয়ার পিছনে আমাদেরও ভূমিকা আছে। অতি জরুরী ফি জমা দিয়ে আবেদন করলে ৩ দিনেই পাসপোর্ট পাওয়া যায়, দালাল-ফালালের প্রয়োজন হয় না।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৫

নয়ন বড়ুয়া বলেছেন: কথা সত্য। সত্যি কথা বলতে, তখন বুঝি নাই। চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন আমার এই অবস্থা হয়েছে...

৮| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫২

শ্রাবণধারা বলেছেন: যাপিত জীবনের গল্প ভালো লাগলো।

তবে ২০১৮ সালে তো পাসপোর্ট সার্ভিস অনেক উন্নত হয়েছে, আপনাকে দালাল ধরতে হলো কেন বুঝলাম না!

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৬

নয়ন বড়ুয়া বলেছেন: তখন বুঝি নাই। ইমার্জেন্সি ভারত যাবো, তাই দালাল ধরে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টাটা কাল হয়ে দাঁড়িয়েছিলো...

৯| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৬

নামস্কাল বলেছেন: তারপরেও কি দালাল দিয়ে করেছেন?

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৭

নয়ন বড়ুয়া বলেছেন: নাহ। দালালের আশে-পাশেও আর ঘেঁষিনি। পুলিশদের মাধ্যমে করেছি।

১০| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৬

নাহল তরকারি বলেছেন: যে বেডায় পাসপোর্ট ফরমে স্বাক্ষর করে সে আমাকে দুই তিনবার ঘুরাইছে। তারপরেও দালাল ধরি নি। শেষ মেশ কোন উপায় না দেখে বেডায় আমার ফরমে স্বাক্ষর করেন।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: আমার এমনটা হয়েছিলো, পরিচিত একজনের ড্রাইভিং লাইসেন্সের সময়...
ব্যাডা টাকা ছাড়া কিছু করবেই না। আর আমরাও টাকা দিয়ে কোন কাজ করবো না...
পরে উপায় না দেখে, বাধ্য হয়ে স্বাক্ষর করা লাগলো...

১১| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আমি পাসপোর্ট করতে গিয়ে কোনো ঝামেলায় পড়িনি।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৮

নয়ন বড়ুয়া বলেছেন: এটা বেশ ভালো খবর...
আর আমার আফসোস করা ছাড়া কোন উপায় নাই রাজীব দা...

১২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদেরকেও একজন বলেছিল একদিনের মধ্যেই সব ঠিক করে দেবে। আমরা পাত্তা দেই নাই

একবাল ধোকা খেয়েছেন পরবর্তীতে সাবধান হবেন আশা করি

২১ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: অবশ্যই আপা। ১০০ মাইল দূরে থাকি এখন এসব থেকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.